মুম্বইকে দুই গোল, দ্বিতীয় সেমি জিতে সুপার কাপের ফাইনালে ইস্টবেঙ্গলকে বেগ দিতে তৈরি গোয়া

East Bengal Vs FC Goa Goa in Super Cup final

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবকে ঝকঝকে ফুটবল দেখিয়ে বৃহস্পতিবার আগেই ফাইনালের টিকিট পাকা করে নিয়েছিল ইস্টবেঙ্গল। অন্যদিকে মহামঞ্চে লাল হলুদের প্রতিপক্ষ হওয়ার জন্য সেমিতে লড়ছিল মুম্বই সিটি এফসি এবং এফসি গোয়া। সেই আসরেই মুম্বইকে 2 গোল খাইয়ে ফাইনালে (East Bengal Vs FC Goa) জায়গা করে নিল গোয়ার ছেলেরা। ঘরের মাঠে একেবারে দানবীয় ফুটবল দেখিয়ে সুপার কাপের সেমিফাইনাল রাঙিয়ে দিল ভিন রাজ্যের এই দল।

ঘরের মাঠে দাপট দেখিয়েই জয় নিশ্চিত গোয়ার

লক্ষ্য ছিল 7 তারিখের ফাইনালে জায়গা করা। সেই মতোই ঘরের মাঠে দ্বিতীয় সেমিফাইনাল যুদ্ধে মুম্বইকে সামনে পেয়েছিল এই দল।। সেই মতোই প্রথম থেকে দুর্ধর্ষ ফুটবল দেখিয়ে প্রতিপক্ষকে একেবারে নাকের জলে চোখের জলে করে ফেলেছিল গোয়ার ছেলেরা। এদিন 21 মিনিটের মাথায় গোল করে গোয়াকে এগিয়ে দেন ব্রাইসন। এর ঠিক দু মিনিটের মধ্যেই ফের প্রতিপক্ষকে চেপে ধরে গোল করে গোয়া। এবার সাফল্য এসেছিল ডেভিড টিমরের পা থেকে।

দ্বিতীয় সেমিফাইনালের প্রথমার্ধে পরপর দুই গোল খেয়ে একেবারে হকচকিয়ে গিয়েছিল মুম্বই। সেখান থেকেই টানা আক্রমণ শানিয়ে দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করতে পেরেছিল গোয়ার প্রতিপক্ষ। এরপর আর ম্যাচে কোনও গোল যোগ হয়নি। তাতে সহজেই এগিয়ে থেকে ফাইনালের টিকিট পাকা করে ফেলল এফসি গোয়া। এখন লক্ষ্য মহামঞ্চে হাজির হয়ে ইস্টবেঙ্গলে বড় ধাক্কা দেওয়া।

অবশ্যই পড়ুন: কমছে EMI! দেশবাসীকে সুখবর দিয়ে ফের রেপো রেট কমাল RBI

অস্কারকে ছাড়াই ফাইনাল খেলবে ইস্টবেঙ্গল

সেমিফাইনালের দ্বিতীয় মঞ্চে মুম্বইকে উড়িয়ে দিয়ে আপাতত ইস্টবেঙ্গলকে ফাইনালের মঞ্চে বেগ দিতে তৈরি গোয়া। এদিন গোয়ার কোচ মানোলো মার্কেজ ডাগাআউটে থাকবেন ঠিকই, তবে ফাইনালের দিন দেখা যাবে না ইস্টবেঙ্গলের প্রধান কোচ অস্কার ব্রুজোকে। কারণ গতকালের ম্যাচে লাল কার্ড দেখেছেন তিনি। আসলে বৃহস্পতিবার ম্যাচ চলাকালীন কর্নার পেয়েছিল ইস্টবেঙ্গল, যেখান থেকেই গোল করে দেন কেবিন সিবিলে। আর সেই সাফল্যের আনন্দ আটকে রাখতে না পেরে শেষ পর্যন্ত চতুর্থ রেফারির সামনে এসে উল্লাস করতে থাকেন অস্কার। যা দেখে প্রথমে হলুদ এবং পরে ইস্টবেঙ্গল কোচকে লাল কার্ড দেখান রেফারি। সে কারণেই ফাইনালে তাঁকে পাবে না লাল হলুদ। সে ক্ষেত্রে মহামঞ্চে ইস্টবেঙ্গলের রিমোট কন্ট্রোল থাকবে ময়দান কোচ বিনো জর্জের হাতে।

Leave a Comment