মুরগি বিক্রেতার মেয়ে বিশ্বরেকর্ড! কমনওয়েলথে জোড়া সোনা জিতলেন বাংলার কোয়েল বর

Koyel Bar World Record hat trick

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের জগত সভায় জয়জয়কার বাংলার। কৃতি বঙ্গের মেয়ে কোয়েল বর (Koyel Bor)। মঙ্গলবার, আহমেদাবাদে ওয়েটলিফটিং কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে 192 কেজি ওজন তুলে বিশ্বরেকর্ড গড়লেন বাংলার কোয়েল। সেই সাথে জিতে নিলেন সোনাও। এই নিয়ে বাংলার হয়ে তিনটি বিশ্ব রেকর্ড গড়লেন হাওড়ার বছর সাতেরোর লড়াকু কন্যা।

মুরগি বিক্রেতার মেয়ে আজ বিশ্ব চ্যাম্পিয়ন

কোয়েলের পিতৃ পরিচয় তাঁর বাবা হাওড়ার মুরগির মাংস বিক্রেতা। তাই ছোটবেলা থেকেই দারিদ্রতাকে একেবারে সাথে নিয়েই বড় হয়েছেন বঙ্গ কন্যা। বলা বাহুল্য, মঙ্গলবার আহমেদাবাদের ওয়েটলিফটিং কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে 192 কেজি ওজন তুলে 53 কেজির যুব বিভাগে সোনা জিতে বিশ্বরেকর্ডের সাথে সাথেই কোয়েল ভেঙে দিয়েছেন তাঁর আগের রেকর্ডগুলিও। সেই সূত্রেই বাংলার হয়ে বিশ্ব রেকর্ডের হ্যাট্রিকে নাম জড়িয়েছে তাঁর।

রিপোর্ট অনুযায়ী, ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে 107 কেজি ওজন তুলেছিলেন কোয়েল। এই বিভাগেই আগের বিশ্বরেকর্ড ছিল 105 কেজি। এছাড়াও স্ন্যাচে 85 কেজি ওজন তুলে বিশ্বরেকর্ড স্পর্শ করে হাওড়ার এই দাপটে কন্যা। তবে এমন সাফল্য সত্ত্বেও খুব একটা উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়নি মুরগির মাংস বিক্রেতার মেয়েকে।

বদলে নির্বিকার থেকেই কোয়েল বলেন, বিশ্বরেকর্ড গড়াই আমার প্রধান লক্ষ্য। অনুশীলনের সময় আমি 107-108 কেজি ওজন নিয়মিত তুলেছি। তাই বিশ্ব রেকর্ডের অনেকটা কাছাকাছিই ছিলাম। এদিন কোয়েল আরও বলেন, আমি হয়তো 109 কেজিও তুলতে পারতাম। কিন্তু অল্পের জন্য সেটা সম্ভব হয়নি। বাংলার মেয়ের এমন সাফল্যে তাঁকে একরাশ শুভেচ্ছা বার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কোয়েলকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী

বাংলার মেয়ে ফের সোনা জিতেছে। সেই খবর জানতে পেরেই নিজের X হ্যান্ডেলে কোয়েলকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোয়েলের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী লেখেন, আমাদের বাংলার ঘরের মেয়ে, হাওড়ার বাসিন্দা কোয়েল বর আহামেদাবাদে অনুষ্ঠিত ভারোত্তলনের কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে বিশ্ব রেকর্ডের হ্যাটট্রিক করে জোড়া সোনা দিতে বাংলাকে গর্বিত করেছে। আমি ওকে আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানাই।

তবে শুধু কোয়েলই নন, মুখ্যমন্ত্রীর কাছে থেকে শুভেচ্ছা বার্তা পেয়েছেন বঙ্গকন্যার কোচও। সেই সাথে আগামী দিনে কোয়েল যাতে আরও বড় লক্ষ্যের দিকে এগিয়ে যায় সেজন্য তাঁর পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Koyel Bar World Record

অবশ্যই পড়ুন: ভারতের প্রধানমন্ত্রী একজন অসাধারণ মানুষ! হঠাৎ মোদির প্রশংসা ট্রাম্পের, হল টা কী?

উল্লেখ্য, কোয়েলের পাশাপাশি রাজ্যের নাম উজ্জ্বল করেছেন অনীক মোদিও। জানা যায়, ছেলেদের যুব 65 কেজির বিভাগে মোট 238 কেজি ওজন তুলে সোনা জিতেছেন তিনি।

Leave a Comment