প্রীতি পোদ্দার, মুর্শিদাবাদ: গত ৪ নভেম্বর থেকে রাজ্য জুড়ে SIR বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি ঘোষণা হওয়ার পর থেকেই তীব্র বিতর্ক শুরু হয়েছে একাধিক জেলায়। ভুয়ো ভোটার এবং অনুপ্রবেশকারীদের সংখ্যায় ভরে গিয়েছে একাধিক এলাকা। যার মধ্যে অন্যতম হল মুর্শিদাবাদ (Murshidabad)। বিজেপির অভিযোগ, প্রায় আড়াই লক্ষেরও বেশি বাংলাদেশি নাগরিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে নিজেদের পরিচয় গোপন করেছেন। এবার সেই নিয়ে মন্তব্য করলেন বিজেপি নেতা অমিত মালব্য।
মুর্শিদাবাদে নেমেছে অনুপ্রবেশকারীদের ঢল
কিছুদিন আগে বিজেপি নেতা শাখারভ সরকার সংবাদমাধ্যমের কাছে স্পষ্ট জানিয়েছিলেন যে মুর্শিদাবাদে প্রায় ২ লাখ ৬৮ হাজার অনুপ্রবেশকারী রয়েছে। যার মধ্যে অনেকেই মৃত , অনেকেই আবার ট্রান্সফার হয়ে এসেছে আবার অনেকেই বাংলাদেশী অনুপ্রবেশকারী, তার একটা গোটা তালিকা তিনি তুলে ধরেছেন। জেলার মোট ভোটার সংখ্যা প্রায় ২৮ লক্ষের কাছাকাছি। অর্থাৎ প্রতি দশজন ভোটারের মধ্যে একজনের বেশি এই ধরনের সন্দেহজনক ভোটার হতে পারেন বলে আশঙ্কা করা হয়েছে। বাংলাদেশি নাগরিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে নিজেদের পরিচয় গোপন করেছেন অনেকেই। এমনকি পূর্বের মুসলিম উপাধি যেমন শেখ, খান, মোল্লা ইত্যাদি বাদ দিয়ে বাঙালি হিন্দু উপাধি যেমন মণ্ডল, সরকার, চৌধুরী, বিশ্বাস, দাস ইত্যাদি গ্রহণ করেছে বলে জানা গিয়েছে। এবার সেই একই অভিযোগ তুললেন বিজেপি নেতা অমিত মালব্য।
মুর্শিদাবাদ নিয়ে বিস্ফোরক পোস্ট অমিতের
রিপোর্ট মোতাবেক গতকাল অর্থাৎ শুক্রবার, বিজেপি নেতা অমিত মালব্য তাঁর এক্স হ্যান্ডেলে মুর্শিদাবাদে অনুপ্রবেশকারীদের দাপট নিয়ে একটি চাঞ্চল্যকর পোস্ট তুলে ধরেন। তিনি এই দাবি করেন যে বিভিন্ন তদন্তকারীরা জানাচ্ছেন এই অনুপ্রবেশকারীরা নাকি শুধু উপাধি বদলাননি, অনেকে নিজের শ্বশুরকে বাবা দেখিয়ে জন্ম শংসাপত্রও তৈরি করেছেন। তারপর ভুয়ো আধার কার্ড, রেশন কার্ড এবং সর্বোপরি ভোটার কার্ড সংগ্রহ করেছেন। অর্থাৎ এর থেকেই প্রমাণিত গত কয়েক বছর ধরে, মুর্শিদাবাদ এবং নিকটবর্তী সীমান্তবর্তী এলাকায় বারবার কেন দাঙ্গার আবহ তৈরি হয়েছে, কেন হিন্দুদের উপরেই বারবার আক্রমণগুলি হচ্ছে এবং কেন মুর্শিদাবাদে, হিন্দুরা ধীরে ধীরে সংখ্যালঘুতে পরিণত হয়েছে। আর এরজন্য সম্পূর্ণ দায়ী করা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে।
Sensational information has emerged about the voter list in Murshidabad, West Bengal!
More than 2,68,000 Bangladeshi Muslims have reportedly removed surnames like Sheikh and Khan and illegally entered India, adopting Bengali Hindu surnames such as Mondal, Choudhury, Sarkar,… pic.twitter.com/AsxeRX275t
— Amit Malviya (@amitmalviya) November 21, 2025
আরও পড়ুন: বিলাসবহুল গাড়ি নিয়ে ছাগল চুরি! জনতার তাড়া খেয়ে উল্টে গেল বাহন, গ্রেফতার ৩
প্রসঙ্গত, রাজ্যে যেখানে SIR নিয়ে এক তুমুল বিতর্ক শুরু হয়েছে সেখানে শাসকদল তৃণমূল কংগ্রেস ক্রমেই SIR সম্পূর্ণ বন্ধ করার জন্য একের পর এক নানা মিছিল এবং কর্মসূচি পালন করে চলেছে। শুধু তাই নয় SIR এর চাপে BLO-এর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রীতিমত চরম উত্তেজনা পর্বে জাতীয় নির্বাচন কমিশনারকে চিঠিও পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই চিঠির প্রতিবাদে ক্ষেপে উঠেছেন শুভেন্দু অধিকারী এবং স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ, আর এবার সেই SIR নিয়ে মন্তব্য করলেন অমিত। আশ্বাস দিয়ে জানিয়ে দিলেন যে, এসআইআর প্রক্রিয়ার পর, কোনও অবৈধ বাংলাদেশি মুসলিম বা রোহিঙ্গাকে ভারতে আর থাকতে দেওয়া হবে না।