প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরলেই ২৬ এর বিধানসভা নির্বাচন আর সেই নির্বাচনকে কেন্দ্র করেই এখন থেকেই শুরু হয়ে গিয়েছে ভোট প্রচারের প্রস্তুতি। এদিকে রাজ্যে SIR প্রক্রিয়া শুরু নিয়ে একের পর এক বিতর্কের ঝড় উঠেছে। তৃণমূল এবং বিজেপি একে অপরকে দোষারোপ করেই চলেছে ক্রমাগত। আর এই আবহে ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে ফের আরো একবার রাজনীতি সংক্রান্ত গান পরিবেশন করলেন দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)।
জনপ্রিয় হয়ে উঠেছিল খেলা হবে স্লোগান
উল্লেখ্য, একুশে বাংলা বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা যুবনেতা দেবাংশু ভট্টাচার্য “খেলা হবে” স্লোগান তৈরি করেছিলেন। সেই স্লোগান থেকে তৈরি হয়েছিল একটি নতুন গান। এরপরই শাসকদলের কাছে, রক্তগরম করা “খেলা হবে” গান প্রচারের অন্যতম মাধ্যম হয়ে উঠেছিল। আলাদাই এনার্জি এবং রাজনৈতিক মহলে তৈরি করেছিল এই গান। আর এবার বছর ঘুরলেই শুরু হতে চলেছে ২৬ এর বিধানসভা নির্বাচন। এবারও তাই নির্বাচনের মুখে আরও একটি নয়া গান বাধলেন দেবাংশু। তবে এবার সেই গানের মূল থিম রাখলেন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR।
ভাইরাল দেবাংশুর নয়া গান
জানা গিয়েছে, কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা যুবনেতা দেবাংশু ভট্টাচার্য তাঁর ফেসবুক প্রোফাইল থেকে এক ভিডিও পোস্ট করেছিলেন। যেখানে দেখা যাচ্ছিল দেবাংশু মাইক হাতে নিয়ে মঞ্চে বেশ গানের আসর বসিয়েছেন। বিজেপি এবং নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে তাঁর লেখা একটি গানও বেশ সুর করে গাইছেন। গানটির নাম দিয়েছেন “যতই করো SIR – এ বাংলা ফের মমতার”। রীতিমত সাড়া ফেলে দিয়েছে গানটিতে। বাংলায় SIR কর্মসূচিতে যে এক ভয়ংকর প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গে সেই সব প্রসঙ্গ সম্পূর্ণ লিরিক্সে তুলে ধরা হয়েছে। মুহূর্তের মধ্যে সেই গান বেশ ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কমেন্ট বক্সে উপচে পড়েছে একাধিক মন্তব্য। রাজনীতিবিদরা মনে করছেন ২০২১ এর মত হয়তো ২০২৬ এও এই গান নির্বাচনে বড় প্রভাব ফেলার পাশাপাশি আরও জনপ্রিয় হয়ে উঠবে।
আরও পড়ুন: প্রথম ভারতীয় হিসেবে নিউ ইয়র্ক টাইমসের ‘মোস্ট স্টাইলিশ’ তালিকায় শাহরুখ খানের নাম
উল্লেখ্য, রাজ্যে SIR প্রক্রিয়া চালু হতেই প্রথম থেকেই একাধিক অভিযোগ করে চলেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। আর এই আবহে ২০০২ এর তালিকায় নাম না থাকায় অনেকেই আতঙ্কিত হয়ে সুইসাইড করছে তো কোথাও আবার দেখা যাচ্ছে বর্ডারে বাংলাদেশিদের ভিড়। তাই নিয়ে ক্রমাগত বিজেপিকে এবং নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলছে তৃণমূল। যদিও চুপ থাকেনি বিজেপি। একের পর এক ব্লকে ভুয়ো ভোটারের তালিকা তুলে ধরে নানা রকমের বিস্ফোরক অভিযোগ তুলছে তারাও। আর সেই আবহে দেবাংশু ভট্টাচার্যের এই গান রাজনীতির আঙিনায় ঠিক কতটা প্রভাব ফেলবে এখন সেটাই দেখার।