বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিলাম টেবিল থেকে গুনে গুনে পছন্দের প্লেয়ারদের দলে টেনেছে কলকাতা নাইট রাইডার্স। প্রথমেই নজরে থাকা প্রধান অলরাউন্ডার অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিনকে চেন্নাই সুপার কিংসের সাথে লড়াই করে 25 কোটি 20 লাখে কিনে নেয় শাহরুখ খানের ফ্রাঞ্চাইজি। এরপরই একে একে পছন্দের খেলোয়াড়দের নিলাম টেবিল থেকে কার্যত মরি-মুরকির মতো তুলে নিচ্ছিল KKR। সবচেয়ে বড় কথা, এদিন সকলকে চমকে দিয়ে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে 9 কোটি 20 লাখে কিনে নেন বেঙ্কি মাইসোররা (Mustafizur Rahman In KKR)। তবে ওপার বাংলার এই প্লেয়ারকে দলে নিতেই একপ্রকার বিপাকে পড়েছে নাইট ম্যানেজমেন্ট। নাইটদের ঘরে আসা এই বাংলাদেশি খেলোয়াড়কে এবার বয়কটের ডাক দিচ্ছেন অনেকে!
মুস্তাফিজুরকে বয়কটের ডাক!
নিলামে তিনি যে বড় দর পাবেন সে কথা বোঝা গিয়েছিল আগেই। তবে বাংলাদেশের এই টাইগারকে শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স যে দলে নেবে তেমনটা কল্পনাও করেননি, নাইট ভক্তরা। তবে শেষ পর্যন্ত সেটাই করে দেখালেন অভিষেক নায়াররা। এর জন্য অবশ্য শেষ পর্বে চেন্নাই সুপার কিংসের সাথে লড়াই করতে হয়েছিল কলকাতাকে। তারপরেই আসে সাফল্য। এদিকে দেশের প্লেয়ার KKR এ বড় দাম পেয়েছেন জেনে খুশি ওপার বাংলার বহু ক্রিকেট ভক্ত। আর ঠিক সেই আবহে কলকাতায় আসা মুস্তাফিজুরকে নিয়ে খুশি নন ভারতীয় ক্রিকেট ভক্তদের অনেকেই!
বাংলাদেশের সাথে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ওপার বাংলার মুস্তাফিজুরকে কিনে নেওয়ায় এবার বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেট সমর্থকের কাঠগড়ায় উঠতে হচ্ছে KKR-কে। মুস্তাফিজুরকে বয়কটের ডাক দিচ্ছেন নেট নাগরিকরা। এ নিয়ে মনোজ গুহ বিশ্বাস নামক এক ব্যক্তি নিজের ফেসবুক হ্যান্ডেলে একটি মাঝারি পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি একেবারে সরাসরি প্রশ্ন করেছেন কেন বাংলাদেশের প্লেয়ার মুস্তাফিজুর রহমানকে কিনল কলকাতা? তাঁর কথায়, “যে দেশের প্রতিটা মানুষ ভারতীয়দের ঘৃণা করে, গোটা বাংলাদেশ যেখানে ভারতকে তাদের শত্রু মনে করে! কথায় কথায় ভারত আক্রমণের ভয় দেখায়। সেই দেশের প্লেয়ারকে কেন আমাদের দেশে খেলতে দেওয়া হচ্ছে ন’কোটি টাকা দিয়ে?”
অবশ্যই পড়ুন: “ভারতীয় ফুটবলের এমন অবস্থা জানলে আসতেন না মেসি”, বোমা ফাটালেন হাবাস!
মনোজের বক্তব্য, ,”যেভাবে পাকিস্তানি প্লেয়ারদের বয়কট করা হয়েছিল ঠিক একই ভাবে বাংলাদেশি প্লেয়ারদেরও বয়কট করা উচিত বলেই আমি মনে করি।” আরেক নেট নাগরিক লিখেছেন, “ভারত-বাংলাদেশ সম্পর্ক বর্তমানে যে পর্যায়ে দাঁড়িয়ে তাতে ওপার বাংলার একজন প্লেয়ারকে কখনই IPL এ খেলতে দেওয়া উচিত নয়! তাও আবার কলকাতার মতো দলে মুস্তাফিজুর খেলবেন এটা ভাবাই যায় না…” সব মিলিয়ে, 9 কোটি 20 লাখ টাকা দিয়ে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুরকে কিনে একপ্রকার বিপাকে পড়েছে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট! যদিও এ প্রসঙ্গে এখনও পর্যন্ত শাহরুখ খানের দলের তরফে কোনও বিবৃতি আসেনি।