বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL এ থাকা হলো না বাংলাদেশি মুস্তাফিজুর রহমানের (Mustafizur Rahman)। গত নিলামে কলকাতা নাইট রাইডার্সের তরফে 9 কোটি 20 লাখ দাম পেলেও শেষ পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলা হচ্ছে না ওপার বাংলার পেসারের। আগেই KKR কে সে কথা জানিয়ে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার সেই মতোই মুস্তাফিজুরকে রিলিজ করে দিল শাহরুখ খানের দল। আর এখানেই প্রশ্ন, 2026 IPL এ কে হবেন KKR এ মুস্তাফিজুর রহমানের বিকল্প?
মুস্তাফিজুরকে ছেড়ে দিয়ে বিবৃতি দিল KKR
গত IPL নিলামের পর থেকেই বাংলাদেশের বাঁ হাতি পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে কাটাছেঁড়া কম চলেনি। ওপার বাংলার ক্রিকেটারকে বয়কটের ডাক দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা। যদিও প্রথমদিকে BCCI এর তরফে জানানো হয়েছিল, এভাবে বাংলাদেশের প্লেয়ারকে বয়কট করা যায় না। পরবর্তীতে ওপার বাংলার প্লেয়ারদের নিয়ে ভারত সরকার যে নীতি গ্রহণ করবে সেটাই মেনে চলবে বোর্ড।
অবশ্যই পড়ুন: কবে দেওয়া হবে সবুজ সাথীর সাইকেল! জানিয়ে দিল রাজ্য সরকার
তবে শনিবার বদলে গেল চিত্রটা। ইন্ডিয়া টুডের সাথে কথা বলার সময় BCCI সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়ে দিলেন, বাংলাদেশের বোলার মুস্তাফিজুরকে ছেড়ে দিতে হবে কলকাতা নাইট রাইডার্সকে। আর এই বক্তব্যের পরই তড়িঘড়ি ওপার বাংলার পেসারকে ছেড়ে দিয়ে বিবৃতি দিল শাহরুখ খানের দল। কলকাতা নাইট রাইডার্সের তরফে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করে জানানো হয়েছে, BCCI/IPL কর্তৃপক্ষের নির্দেশ মতোই সমস্ত নিয়ম মেনে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
KKR Media Advisory.
pic.twitter.com/ZUZB620Uv7
— KolkataKnightRiders (@KKRiders) January 3, 2026
অবশ্যই পড়ুন: এই ১ শর্তে ভারতীয় দলে ফেরানো হতে পারে শ্রেয়স আইয়ারকে
KKR এ কে হবেন মুস্তাফিজুরের বিকল্প?
ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ মেনে শেষ পর্যন্ত বাংলাদেশের মুস্তাফিজুরকে দল থেকে বাদ দেওয়া হলেও আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে KKR এ মুস্তাফিজুরের জায়গায় কে খেলবেন তা এখনও পর্যন্ত ঠিক হয়নি। তবে সূত্রের যা খবর, খুব শীঘ্রই বাংলাদেশি প্লেয়ারের পরিবর্তে খুঁজে নেবে শাহরুখ খানের দল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী, KKR চাইলেই যে কোনও অবিক্রিত প্লেয়ারকে মুস্তাফিজুরের বদলি হিসেবে দলে নিতে পারে। তবে ঠিক কোন প্লেয়ারকে বাংলাদেশের কাটার মাস্টারের জায়গায় বসানো হবে তা নিয়ে কোনও ইঙ্গিত দেয়নি সোনালী বেগুনি ম্যানেজমেন্ট।