সৌভিক মুখার্জী, কলকাতা: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina) বৃহস্পতিবার ঢাকার এক আদালত তিনটি দুর্নীতি মামলায় ২১ বছরের কারাদণ্ডে দণ্ডিত করল। স্থানীয় সংবাদমাধ্যমের দেওয়া একটি তথ্য অনুযায়ী, এই মামলাগুলি রাজধানীর পূর্বাচল এলাকার রাজউক নিউটাউন প্রকল্পের প্লট বরাদ্দের অনিয়ম নিয়েই।
প্রতিটি মামলায় সাত বছর জেল
প্রসঙ্গত, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এখনো পর্যন্ত গ্রেফতার হননি। তাই আদালত তাঁর অনুপস্থিতিতেই বিচার করে রায় ঘোষণা করেছে। আর প্রতিটি মামলার জন্য ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সূত্রে মোট তিনটি মামলার জন্য ২১ বছরের জেল হল তাঁর। এদিকে আদালত পর্যবেক্ষণ করে জানিয়েছে, আইনসম্মত প্রক্রিয়া না মেনে নেওয়া এবং কোনও আবেদন ছাড়া শেখ হাসিনাকে ফ্লাট বরাদ্দ করা হয়েছিল। যা দায়িত্ব সীমাকে লংঘন করছে।
উল্লেখ্য, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন গত জানুয়ারি মাসে শেখ হাসিনা, তাঁর ছেলে-মেয়ে এবং পরিবারের আরও কয়েকজন সদস্যের বিরুদ্ধে মোট ছয়টি মামলা দায়ের করেছিল। আর আজ তিনটির রায় ঘোষণা হল। বাকি তিনটির রায় ঘোষণা হবে আগামী ১ ডিসেম্বর। সেই সূত্রে হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে ৫ বছরের কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ ইমরান খানকে জেলে খুনের অভিযোগ নিয়ে মুখ খুলল পাকিস্তান
যদিও এর আগে বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল জুলাই ২০২৪ এর সরকারবিরোধী ছাত্র আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। তবে তিনি বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন। আর হাসিনা এই অভিযোগগুলি সবসময় রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণদিত বলে দাবি করেছেন। গত বুধবার ভারতের বিদেশমন্ত্রক জানিয়েছে, ঢাকা থেকে হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ করা হয়েছে। এমনকি রণদীপ জয়সওয়াল বলেছেন, আমরা অনুরোধ পেয়েছি। বিষয়টিকে পর্যালোচনা করা হচ্ছে। বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্র এবং অন্তর্ভুক্তিকে গুরুত্ব দিয়ে আমরা গঠনমূলক সিদ্ধান্ত নেব।