‘মৃত অর্থনীতির দেশ ভারত!’ দাবি করা মার্কিন প্রেসিডেন্টের মুখ পোড়াল তাঁরই সংস্থা

India’s Dead Economy Donald Trump Company India Grew 3x With 175 Crore income

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সম্প্রতি ভারতকে মৃত অর্থনীতি বলে আখ্যায়িত করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকান প্রেসিডেন্টের এমন দাবির পরিপ্রেক্ষিতে ঝড় উঠেছিল নানা মহলে। কিন্তু ট্রাম্পের এমন দাবি কি আদৌ যুক্তিযুক্ত? বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনৈতিক দেশ ভারতকে মৃত অর্থনীতির দেশ আখ্যা দিয়ে ট্রাম্প যে ভুল করেছেন, তা বুঝিয়ে দিচ্ছে তাঁরই নিজস্ব সংস্থা ট্রাম্প অর্গানাইজেশনের আয়ের হিসেব।

ভারতে ট্রাম্প সংস্থার আয়

একদিকে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন ভারত মৃত অর্থনীতির দেশ। অপরদিকে তাঁরই পারিবারিক সংস্থা ট্রাম্প অর্গানাইজেশনের আয়ের পুরনো হিসেব আবার ভিন্ন কথা বলে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, 2024 সালে ট্রাম্প ফের আমেরিকার মসনদে বসার পর ভারতে তাঁর সংস্থা দ্রুত সম্প্রসারিত হয়েছে। ব্যবসা বেড়েছে বহুগুণ!

রিপোর্ট অনুযায়ী, গত 8 মাসে ট্রাম্পের সংস্থা গুরুগ্রাম, পুনে, হায়দরাবাদ, মুম্বই, নয়ডা এবং বেঙ্গালুরুতে অবস্থিত ট্রাইবেকা ডেভেলপারদের সাথে অংশীদারিত্বে 6টি নতুন প্রকল্প ঘোষণা করেছে।

জানা যাচ্ছে, এই প্রকল্পগুলির মোট রিয়েল এস্টেট সম্ভাবনা 80 লক্ষ বর্গফুট হতে পারে। এ প্রসঙ্গে সংস্থাটির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ আমেরিকান প্রেসিডেন্ট-এর পুত্র এরিক ট্রাম্প জানিয়েছেন, ভারত অত্যন্ত উৎসাহের সাথে ট্রাম্প ব্র্যান্ডকে গ্রহণ করেছে।

পুরনো হিসেব খতিয়ে দেখে জানা গেল, ভারতের মাটিতে গত দশকে, মুম্বই, পুনে, কলকাতা এবং গুরুগ্রামে ছড়িয়ে থাকা সাতটি রিয়েল এস্টেট প্রকল্প থেকে ট্রাম্পের সংস্থা ট্রাম্প অর্গানাইজেশন কমপক্ষে 175 কোটি টাকা আয় করেছে।

সরাসরি ভারতে বিনিয়োগ করেনি ট্রাম্প সংস্থা!

রিপোর্ট অনুযায়ী, আসলে ট্রাম্প অর্গানাইজেশন নিজে থেকে ভারতের কোনও ক্ষেত্রেই বিনিয়োগ করেনি। বরং সংস্থাটি তার ব্র্যান্ড নামের লাইসেন্স তুলে দিয়েছে বিভিন্ন সংস্থার হাতে। যাকে বলা হয় সাধারণত ফ্রাঞ্চাইজি। এর বিনিময়ে কোম্পানিটি অগ্রিম ফি, উন্নয়ন ফি এবং মোট বিক্রয়ের 3-5 শতাংশ কমিশন পায়।

বলা বাহুল্য, ভারতে ট্রাম্প সংস্থার সাথে অংশীদারিত্ব রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, লোধা গ্রুপ, পঞ্চশীল রিয়েলটি, ইউনি মার্ক গ্রুপ, আইআরএ ইনফ্রা ও ট্রাইবেকা ডেভলপারদের মতো বড় ভারতীয় কোম্পানিগুলির।

ভারতে ট্রাম্প সংস্থার উন্নয়ন

রিপোর্ট বলছে, ভারতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংস্থার প্রথম প্রকল্পটি 2012 সালে পুনেতে চালু হয়েছিল। এরপর 2024 সালের মধ্যে ট্রাম্প অর্গানাইজেশন ভারতে তাদের ব্যবসার আয়তন 30 লক্ষ বর্গফুটে উন্নীত করে। এরপর চলতি বছরে পৌঁছে ট্রাম্প সংস্থা 1 কোটি 10 লক্ষ বর্গফুটে সম্প্রসারিত হয়েছে। সেই সাথে, নতুন প্রকল্পটি থেকে অন্তত 15,000 কোটি টাকা আয় হবে সংস্থাটির, এমনটাই আশা করছেন বিশেষজ্ঞরা। আর এসব সত্ত্বেও ট্রাম্প ভারতকে মৃত অর্থনীতি আখ্যা দিচ্ছেন!

অবশ্যই পড়ুন: ইংল্যান্ড সফর শেষ! জেনে নিন ফের কবে মাঠে নামবে টিম ইন্ডিয়া

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের সংস্থা ট্রাম্প অর্গানাইজেশনের বর্তমান ভাইস প্রেসিডেন্ট তাঁর ছেলে এরিক ট্রাম্প। সংস্থাটির বর্তমান সদর দপ্তর নিউ ইয়র্কে। 2017 সালে রাষ্ট্রপতি হওয়ার পর কাজের চাপে এই সংস্থা থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন ট্রাম্প, তবে মালিকানা আজও ধরে রেখেছেন তিনি।

Leave a Comment