মৃত প্রেমিককে বিয়ে, সিগারেটের দাম বৃদ্ধি…! একঝলকের আজকের সেরা ১০ খবর (১ ডিসেম্বর)

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১ ডিসেম্বর, সোমবার। মৃত প্রেমিককে বিয়ে, সিগারেটের দাম বৃদ্ধি, এসএসসি-র অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ, দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) রাজ্যে মৃত ভোটারের সংখ্যা ২১ লক্ষ

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রস্তুতির মধ্যে মৃত ভোটারের সংখ্যা বেড়ে ২১ লক্ষে দাঁড়িয়েছে। উত্তর ২৪ পরগনা শীর্ষে। সেখানে মৃত ভোটারের সংখ্যা ২ লক্ষ ৭৫ হাজার ৩৩৭। এরপর পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ ২৪ পরগনা। তারপর রয়েছে পূর্ব মেদিনীপুর এবং কলকাতা। কমিশনের দেওয়া রিপোর্ট অনুযায়ী, যে ফর্মগুলি কালেক্ট করা হয়নি তার মধ্যে অনুপস্থিত, স্থায়ীভাবে স্থানান্তরিত এবং মৃত ভোটাররাও অন্তর্ভুক্ত রয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) দুই কর্মদিবসের মধ্যেই মিলবে কর্মীদের বকেয়া

নতুন শ্রম আইন অনুযায়ী কর্মীদের ফুল এন্ড ফাইনাল সেটেলমেন্ট বা বকেয়া বেতন এবার দুই কর্ম দিবসের মধ্যেই দিতে হবে। এর আগে এতে ৩০ থেকে ৪৫ দিন সময় লেগে যেত। তবে নতুন নিয়ম অনুযায়ী, অস্থায়ী এবং কন্ট্রাক্ট সকল কর্মীর জন্যই এই নিয়ম প্রযোজ্য হচ্ছে। পদত্যাগ চাকরিচ্যুত বা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার ক্ষেত্রে বকেয়া বেতন ছুটির টাকা বা অন্যান্য পাওনা দিয়ে দেওয়া দুই দিনের মধ্যেই। নিয়ম অনুযায়ী, কোম্পানি এবার দেরি করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) অশোকনগরের সিপিআইএম নেতার বাড়িতে মাথার খুলি, হাড়গোড়

অশোকনগরের প্রয়াত সিপিআইএম নেতা বিজন মুখোপাধ্যায়ের বাড়ি ভাঙ্গার সময় মেঝে খুঁড়তেই দুইটি মাথার খুলি এবং হাড়গোড় উঠে আসল। ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে খুলি এবং হাড়গোড়গুলিকে বাজেয়াপ্ত করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক অনুমান করা হচ্ছে, এগুলি বেশ পুরনো। তবে বিজন মুখোপাধ্যায় ছিলেন বাম আমলের প্রভাবশালী নেতা। তবে তাঁর সঙ্গে সিপিএমের পুরনো কলঙ্কিত ইতিহাস রয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) মহারাষ্ট্রে ভিন ধর্মে বিয়ের জন্য প্রেমিককে খুন প্রেমিকার পরিবারের

মহারাষ্ট্রের নানদেড়ে প্রেমের কারণে নৃশংস ভাবে হত্যার ঘটনা ঘটেছে। অন্য জাতের সম্পর্কের কারণে এক যুবক সক্ষম তাতেকে মেয়ের বাবা এবং দুই ভাই মিলে হত্যা করেছে। আগে মারধর করা হয়েছে। তারপর মাথায় গুলি করা হয় এবং পাথর দিয়ে খুন করা হয়। ঘটনার পর মৃত প্রেমিকের সঙ্গে মেয়ে আঞ্চল হলুদ লাগিয়ে সিঁদুর পরে বিবাহর আচার সম্পন্ন করেছে। পুলিশ ইতিমধ্যেই ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) এবার পশ্চিমবঙ্গের গ্রামীণ রাস্তায় বসবে এআই প্রযুক্তি

নবান্ন গ্রামীন রাস্তা নির্মাণে এবার পথশ্রী প্রকল্পে এআই প্রযুক্তি ব্যবহার করতে চলেছে। ১৫,০০০ কিলোমিটার রাস্তার কাজে প্রতিটি স্তরের ছবি অ্যাপের মাধ্যমে আপলোড করে এআই দিয়ে যাচাই করা হবে। নিম্নমান ধরা পড়লে সংশ্লিষ্ট কর্মকর্তাদের শাস্তি দেওয়া হবে। চারটি পর্যায়ে মান যাচাই করা হবে। স্টেট কোয়ালিটি মনিটর থেকে পঞ্চায়েত ইঞ্জিনিয়াররা রিপোর্ট জমা দেবে। আর এআই ব্যবহারে দ্রুত এবং স্বচ্ছভাবে যাচাই সম্ভব হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) এসএসসির ২৬ হাজার চাকরি বাতিলের রায় বহাল সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্ট ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের ২৬ হাজার চাকরি বাতিলের রায় বহাল রেখেছে। পুনর্বিবেচনার জন্য জমা আবেদন খারিজ করে প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, নতুন নিয়োগ প্রক্রিয়ায় কোনওরকম হস্তক্ষেপ করা হবে না। আদালত স্পষ্ট জানিয়েছে, যারা আদৌ যোগ্য তারা পুনরায় নিযুক্ত হতে পারবে। ২০১৬ সালের প্যানেল বাতিলের পর কমিশনকে নতুন ভাবে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) এসএসসিকে অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা  পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে। ইতিমধ্যে গ্রুপ সি এবং ডি এর ৩৫১২ জন অযোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। আর এবার ৭২৯৩ জন দাগি প্রার্থীর সম্পূর্ণ তথ্য, নাম, অভিভাবকের নাম, রোল নম্বর এবং ওএমআর জালিয়াতি সহ বিস্তারিত প্রকাশ করতে হবে। এই নির্দেশে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা নিশ্চিত করা হবে এবং যাদেরকে নিয়োগ করা হচ্ছে তাদেরকে পরবর্তী শুনানির দিন আদালতে এই রিপোর্ট জমা দিতে হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) দাম বাড়তে পারে তামাকজাত পণ্যের

কেন্দ্র সরকার তামাকজাত পণ্যের উপর অতিরিক্ত এক্সড ডিউটি বসানোর প্রস্তাব গ্রহণ করেছে। নতুন বিল পাস হলে সিগারেট, গুটকা, পান মশলা বা অন্যান্য তামাকজাত দ্রব্যের দাম অনেকটাই বৃদ্ধি পাবে। ৭৫ মিলিমিটার ফিল্টার সিগারেটের শুল্ক প্রতি ১০০০ পিসে ৭৩৫ টাকা থেকে ১১,০০০ টাকা এবং নন ফিল্টার বা ছোট ফিল্টার সিগারেটের শুল্ক ২৫০ থেকে ৪৫০০ টাকা বৃদ্ধি পাবে বলে খবর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) পার্পল লাইনে বাড়ল মেট্রো সংখ্যা

কলকাতা মেট্রো পার্পল লাইনে জোকা থেকে মাজেরহাট পর্যন্ত ট্রেন সংখ্যা বাড়ানো হয়েছে। আগের ৮০ টির পরিবর্তে এবার ৮৪ টি করে ট্রেন চলবে। এতে ভিড় অনেকটাই কমবে। মেট্রোর সময় সম্প্রসারিত হয়েছে। এবার থেকে সকাল এবং রাতের প্রথম শেষ ট্রেনের সময় আগের থেকে সামান্য এগিয়ে বা পিছিয়েও আনা হয়েছে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে কলকাতা মেট্রো রেলের তরফ থেকে। এর আগে অরেঞ্জ লাইনে সপ্তাহের দিনগুলোতে ৬২ টি ট্রেন পরিষেবা চালু ছিল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) মাধ্যমিকের টেস্ট পেপার বিতরণের দিনক্ষণ ঘোষণা

রাজ্যের মাধ্যমিক পরীক্ষা ২০২৬ এর জন্য বিনামূলের টেস্ট পেপার এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি যা পরীক্ষার্থীদের মধ্যে আরও উদ্বেগ সৃষ্টি করছে। সাধারণত জানুয়ারি মাসে বিতরণ করা হতো। তবে এবারের পরীক্ষা ২ ফেব্রুয়ারি হওয়ায় প্রস্তুতির সময় আরও কমে গিয়েছে। বাজারে বেসরকারি টেস্ট পেপার চলে এসেছে। কিন্তু সরকারি পেপার এখনো পর্যন্ত পাওয়া যায়নি। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, ১৫ ডিসেম্বরের মধ্যেই রাজ্যের সমস্ত স্কুলে বিনামূল্য টেস্ট পেপার পৌঁছে দেওয়া হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

Leave a Comment