সৌভিক মুখার্জী, কলকাতা: বাংলা জুড়ে চলছে এসআইআর বা ভোটার তালিকার নিবিড় সংশোধন। এমনকি এই এসআইআর আতঙ্কে ইতিমধ্যেই বহু সাধারণ মানুষ আত্মহত্যা করছে। পাশাপাশি বিএলও-দেরও আত্মঘাতী হওয়ার ঘটনা সামনে আসছে। তবে এবার উঠল বিএলও-কে খুনের হুমকি দেওয়ার অভিযোগ, তাও তৃণমূল নেতার বিরুদ্ধে। নিশ্চয়ই ভাবছেন কোথায় আর কেন হুমকি দেওয়া হল?
রিপোর্ট অনুযায়ী খবর, এই ঘটনা ঘটেছে সন্দেশখালিতে (Sandeshkhali)। সেখানকার বিএলও-কেই খুনের হুমকি দেওয়া হয়। এমনকি তাঁর বাড়িঘর ভেঙে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে শেখ শাহজাহানের এক ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে। ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই বুথ লেভেল অফিসার এবং তৃণমূল নেতাকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় থানার পুলিশ।
বিএলও-কে খুনের হুমকি
স্থানীয় রিপোর্ট মারফৎ খবর, সন্দেশখালি ১ নম্বর ব্লকের বয়ারমারী ১ নম্বর অঞ্চলের ৩ নম্বর বুথে বিএলও-র দায়িত্ব পেয়েছিলেন দীপক মাহাতো নামের ওই ব্যক্তি। রীতিমতো তিনি নিজের দায়িত্ব সামলাচ্ছিলেন। তবে তিনি অভিযোগ করেন যে, স্থানীয় তৃণমূল নেতা জামিরুল ইসলাম মোল্লা তাঁকে প্রকাশ্যে হুমকি দিয়েছে। সবথেকে বড় ব্যাপার, তিনি শেখ শেখ শাহজাহানের ঘনিষ্ঠ। এমনকি স্থানীয় অঞ্চলের সাধারণ সম্পাদক ওই ব্যক্তি। তবে তাঁকে খুনের পাশাপাশি বাড়িঘর ভেঙে দেওয়ারও হুমকি দিয়েছে ওই অভিযুক্ত। কিন্তু কেন এমন আচরণ ওই তৃণমূল নেতার?
আরও পড়ুনঃ বদলে গেল ওয়েসিস স্কলারশিপের নিয়ম! আবেদন করার আগে অবশ্যই জানুন
দীপক মাহাতো অভিযোগ করছেন যে তাঁর বুথ থেকে মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার কাজ শুরু করেছিলেন তিনি। এমনকি নিয়ম মেনেই এনুমারেশন ফর্ম বিলি এবং জমার কাজ করছিলেন। তবে তাতে ক্ষুব্ধ তখন ওই তৃণমূল নেতা। এই কারণেই প্রকাশ্যে হুমকি দেন। উল্লেখ্য, এ নিয়ে একটি অডিও ভাইরাল হয়েছে। আর সেখানে তাকে হুমকি দিতে শোনা গিয়েছে। বলাবাহুল্য, এই অডিওর সত্যতা যাচাই করেনি ইন্ডিয়া হুড বাংলা। তবে এই ঘটনার পর নির্বাচন কমিশনকে জানিয়েছে ওই আতঙ্কিত বিএলও। পাশাপাশি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। ইতিমধ্যেই পুলিশ অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।