বিক্রম ব্যানার্জী, কলকাতা: মায়ের মৃত্যুর দুমাস পর ঘটলো আজব ঘটনা। মৃতার অ্যাকাউন্টে ঢুকল 1.13 কোটি টাকা! অ্যাকাউন্ট চেক করে দেখতেই চোখ কপালে উঠল ছেলের! ঘটনাস্থল, উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডা।
কীভাবে এত টাকা এল মৃত মহিলার অ্যাকাউন্টে?
ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদন অনুযায়ী, গত রবিবার রাতে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার বাসিন্দা দীপু নামক এক 19 বছর বয়সী তরুণ দেখেন তাঁর মৃত মায়ের অ্যাকাউন্টে হঠাৎ 1 কোটি 13 লক্ষ টাকা ঢুকেছে।
টাকার অঙ্ক দেখে চোখ কপালে ওঠে তরুণের। এরপরই কী করবেন তা বুঝে উঠতে না পারায়, শেষ পর্যন্ত বন্ধুদের ফোন করে গোটা বিষয়টি জানান দীপু। এদিকে এত টাকা মায়ের ব্যাঙ্কে এ লোক কোথা থেকে, তা না জানায় এক প্রকার রাতের ঘুম উড়েছিল ওই তরুণের।
সোমবার সকালে ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে গিয়ে গোটা বিষয়টি খোলসা করেন দীপু। জানান, বোধহয় ভুলবশত তাঁর মায়ের অ্যাকাউন্টে 1.13 কোটি টাকা ঢুকেছে। টাকার বিষয়টি ব্যাঙ্ক কর্তৃপক্ষকে নিশ্চিত করার পর তড়িঘড়ি মৃতার অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয় ব্যাঙ্কটি। বলা বাহুল্য, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে ওই মহিলার।
অবশ্যই পড়ুন: সঙ্কটে ভারতীয় ফুটবল! হঠাৎ সুনীল ছেত্রীদের বেতন বন্ধ করে দিল বেঙ্গালুরু
রিপোর্ট অনুযায়ী, ওই মৃতার অ্যাকাউন্টে কীভাবে কোটি টাকা এল সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট উত্তর মেলেনি। তবে টাকাটি ভুলবশত কোনও অ্যাকাউন্ট ট্রান্সফার বা এর সাথে পাচার চক্রের যোগ রয়েছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে আয়কর বিভাগ।
সূত্রের খবর, অ্যাকাউন্টের লেনদেন সংক্রান্ত তদন্তের পরই পরিষ্কার হবে গোটা চিত্র। অন্যদিকে, মোটা টাকা ঢুকে ফ্রিজ হয়ে গিয়েছে মৃতার অ্যাকাউন্ট। ফলে ওই অ্যাকাউন্টে জমে থাকা ব্যক্তিগত অর্থও তুলতে পারছেন না তরুণ।