কৃশানু ঘোষ, কলকাতাঃ ২২শে আগস্ট, শুক্রবার দিন কলকাতাবাসীকে যেন পুজোর উপহার দিয়ে গেলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূচনা করলেন কলকাতা মেট্রো সম্প্রসারণের একটি নতুন অধ্যায়। এই অধ্যায়ে উদ্বোধন করা হল কলকাতা মেট্রোর একটি নতুন এবং দুটি সম্প্রসারিত মেট্রো রুটের। যার ফলে এবার নিত্য যানজটের ঝক্কি পেরিয়ে যাতায়াতের ক্ষেত্রে অনেকটাই লাভজনক হবেন যাত্রীরা।
হাওড়া থেকে বিমানবন্দর যাত্রার সম্পূর্ণ গাইড
নতুন মেট্রো রুটের ফলে এবার হাওড়াবাসীর, দমদম বিমানবন্দরে যেতে বেশি সময় লাগবে না, উল্টে ভাড়াও কমে যাবে অনেকটাই। আগে যেখানে বাস, ক্যাব, কিংবা অ্যাপ ক্যাবই ছিল হাওড়া বাসীর দমদম যাত্রা করার মূল মাধ্যম, আর ভাড়াও লাগত অনেকটা বেশি। এবার সেই সমস্ত মুশকিল আসান হবে এক নিমেষে। কিন্তু অনেকেই ভাবছেন, হাওড়া থেকে দমদমের জন্য সরাসরি তো কোন মেট্রো স্টেশন উদ্বোধন হয়নি। একদম ঠিক, কিন্তু কীভাবে আপনি মেট্রো দিয়ে হাওড়া থেকে দমদম যেতে পারবেন জেনে নিন এই প্রতিবেদনে (Howrah To Jai Hind Metro Guide)!
আপনাকে প্রথমে হাওড়া মেট্রো স্টেশনে গ্রিন লাইন ধরে এসপ্ল্যানেড যেতে হবে। হাওড়া থেকে এসপ্ল্যানেড যাত্রা করা সময় মাঝে মাত্র একটি স্টেশন পড়বে এবং সেটি মহাকরণ। এই যাত্রার ক্ষেত্রে আপনার ভাড়া লাগবে ১০ টাকা।
আরও পড়ুনঃ ২৯ আগস্টের মধ্যে জমা দিতে হবে বিস্তারিত রিপোর্ট! বাংলায় SIR প্রস্তুতি নিয়ে চিঠি কমিশনের
এরপর এসপ্ল্যানেড থেকে গ্রিন লাইন থেকে ব্লু লাইনে নোয়াপাড়াগামী মেট্রো ধরুন। এখানে মাঝে ৮টি স্টেশন পড়বে সেগুলি হল যথাক্রমে চাঁদনী চক, সেন্ট্রাল, মহাত্মা গান্ধী রোড, গিরিশ পার্ক, শোভাবাজার সুতানুটি, শ্যামবাজার, বেলগাছিয়া, দমদম। এই যাত্রার ক্ষেত্রে আপনার ভাড়া লাগবে ২০ টাকা।
এরপর নোয়াপাড়ায় নেমে, ইয়েলো লাইনে ধরুন দমদম বিমানবন্দর অর্থাৎ জয় হিন্দ স্টেশন গামী মেট্রো। মাঝে আপনার মাত্র দুটি স্টেশন পড়বে, একটি দমদম ক্যান্টনমেন্ট এবং যশোর রোড। আর এই পথ যাত্রা করতে আপনার খরচ পড়বে মাত্র ২০ টাকা। অর্থাৎ সর্বমোট ৫০ টাকায় আপনি হাওড়া থেকে পৌঁছে যেতে পারবেন দমদমে।
২২ আগস্ট যশোর রোড মেট্রো স্টেশনে সবুজ পতাকা উড়িয়ে কলকাতা মেট্রোর ৩টি নয়া রুটের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। যার মধ্যে প্রথমটি ইয়েলো লাইনের নোয়াপাড়া থেকে জয় হিন্দ অর্থাৎ বিমান বন্দর মেট্রো স্টেশন, দ্বিতিয়টি গ্রিন লাইনের শিয়ালদা থেকে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন, এবং অরেঞ্জ লাইনের বেলেঘাটা থেকে রুবি অর্থাৎ হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন। এই তিনটি স্টেশন উদ্বোধন করে মোদী জানান, ‘‘আরও কমল কলকাতার গণপরিবহণের খরচ। সুবিধা হল যাতায়াতের। শিয়ালদহ, হাওড়ার মতো ব্যস্ততম রেলস্টেশনের সাথে জুড়ে গেল মেট্রো। ফলে ঘণ্টার সফর এবার হয়ে যাবে কয়েক মিনিটে।“