প্রীতি পোদ্দার, কলকাতা: ক্রমেই এগিয়ে আসছে ২৬ এর বিধানসভা নির্বাচন, তাই এখন থেকেই কোমর বেঁধে ভোট প্রচারের প্রস্তুতিতে ময়দানে নেমেছে সমস্ত রাজনৈতিক দলগুলি। এদিকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে বিজেপির রাজনৈতিক তৎপরতা আরও তীব্র হচ্ছে। আর এই আবহে তাই ফের বঙ্গ সফরে আসতে চলেছেন নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। মেট্রো রেল উদ্বোধনের পর জাতীয় সড়ক সম্প্রসারণ নিয়ে বড় কর্মসূচি নিয়ে আসতে চলেছেন তিনি। এছাড়াও রয়েছে একাধিক চমক।
ফের বন্ধ সফরে মোদী
রাজ্যে SIR বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি শুরু হওয়ার আগে শেষবার আগস্টে বঙ্গ সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এবার চলতি মাসে অর্থাৎ ডিসেম্বরে তিনটি কর্মসূচির সূচনা করতে চলেছেন তিনি। সম্প্রতি দিল্লি থেকে আপাতত যে সফরসূচি রাজ্য বিজেপিকে জানানো হয়েছে, সেই অনুযায়ী আগামী ২০ ডিসেম্বর শনিবার বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকাল ১০টা নাগাদ প্রধানমন্ত্রীর বিমান কলকাতা বিমানবন্দরে নামবে। সেখান থেকে হেলিকপ্টারে প্রধানমন্ত্রী পৌঁছোবেন তাহেরপুর। সকাল ১০টা ৩৫ নাগাদ তাহেরপুরে পৌঁছোনোর কথা মোদীর। তবে সেক্ষেত্রে কিছু পরিবর্তনও হতে পারে বলে মনে করা হচ্ছে।
কোথায় হবে জনসভা?
চলতি বছরে বঙ্গ সফরে নরেন্দ্র মোদি আলিপুরদুয়ার, দুর্গাপুর এবং দমদমে একই ধাঁচে তিনটি কর্মসূচি করেছিলেন। প্রত্যেকটি সভায় প্রথমে করেছিলেন প্রশাসনিক সভা, তার পরে রাজনৈতিক। এবার সেই একই প্যার্টান ফলো আপ হবে নদীয়ার তাহেরপুরের কর্মসূচিতে। জানা গিয়েছে, তাহেরপুরের নেতাজি পার্ক ময়দানকে প্রধানমন্ত্রীর সভাস্থল হিসাবে বেছে নেওয়া হয়েছে। সেখানে প্রথমে প্রশাসনিক কর্মসূচি, তার পরে রাজনৈতিক সভা হবে সম্প্রসারিত জাতীয় সড়কের আনুষ্ঠানিক সূচনা এবং পরবর্তী অংশের সম্প্রসারণ প্রকল্পের শিলান্যাস করবেন প্রশাসনিক মঞ্চ থেকে। তার পরে রাজনৈতিক মঞ্চ থেকে তিনি ভাষণ দেবেন। বিজেপি সূত্রের খবর, মূল জনসভাস্থলে তিনটি বড় হ্যাঙার দিয়ে ছাউনি তৈরি হচ্ছে। আর জাতীয় সড়ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় যে প্রশাসনিক সভাস্থল তৈরি হচ্ছে, সেখানে থাকছে একটি ছোট হ্যাঙার।
আরও পড়ুন: খসড়া তালিকায় ভবানীপুরে বাদ শতাধিক ভোটার! কালীঘাটে জরুরি বৈঠক ডাকলেন মমতা
নতুন প্রকল্পে খরচ বিপুল
নতুন প্রকল্প উদ্বোধন সূত্রে জানা গিয়েছে, ১২ নম্বর জাতীয় সড়কে কৃষ্ণনগর থেকে জাগুলিয়া পর্যন্ত যে সম্প্রসারণের কাজ চলছিল এ কদিন সেটি ইতিমধ্যেই শেষ হয়েছে, শনিবার তার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মোদী। অংশের সম্প্রসারণের কাজ শেষ হয়েছে, সেই অংশে ১১০০ কোটি টাকারও বেশি খরচ হয়েছে বলে জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে। এছাড়াও ওই জাতীয় সড়কেরই জাগুলিয়া-বারাসত অংশের সম্প্রসারণ প্রকল্পের আনুষ্ঠানিক শিলান্যাস করবেন মোদি। তার জন্য আরও ১৫০০ কোটি টাকার মতো খরচ হতে পারে বলে ধরা হয়েছে। সব মিলিয়ে এককথায় মোদীর এই পশ্চিমবঙ্গ সফর রাজনৈতিক এবং প্রশাসনিক কাজে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে চলেছে।