মেট্রো বিভ্রাটের সুযোগে গড়িয়া-টালিগঞ্জ রুটে ছয়গুন বেশি ভাড়া হাঁকাল অটো চালকরা

Garia Tollygunge auto fare Hike due to Kolkata Metro Service Outage

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সপ্তাহের প্রথম দিনই অফিস টাইমে ব্যাহত হয় মেট্রো পরিষেবা (Kolkata Metro Service Outage)। যার জেরে, সোমবার চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। জানা যায়, কবি নজরুল স্টেশনের কাছে মেট্রোর ব্রেক ডাউনের কারণে কবি নজরুল থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত 1 ঘন্টারও বেশি সময় ধরে মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। যার ফলে, অফিসে যাওয়ার পথে নাজেহাল অবস্থা হয় নিত্য যাত্রীদের। আর সেই সুযোগেই ভাড়া বাড়িয়ে নেন গড়িয়া-টালিগঞ্জ রুটের অসাধু অটো চালকরা।

ছয় থেকে সাত গুন বেশি ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছতে হয়েছিল যাত্রীদের

সমস্যাটা দেখা দিয়েছিল সোমবার সকাল 9টার কিছুক্ষণ আগে। এদিন কবি নজরুল স্টেশনে মেট্রোর একটি রেক খারাপ হয়ে যাওয়ায় দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ পর্যন্ত পরিষেবা সচল থাকলেও ঠিক উল্টো পথে 1 ঘন্টারও বেশি সময়ের জন্য পরিষেবা বন্ধ রাখে কর্তৃপক্ষ।

অফিস টাইমে মেট্রো বিভ্রাটের কারণে রাস্তায় এসেও চরম হয়রান হতে হয়েছিল অফিস যাত্রীদের। তাঁদের একটা বড় অংশের দাবি, টালিগঞ্জগামী প্রতিটি বাসে বাদুড় ঝোলা ভিড়। এদিকে অনলাইন বুকিং নেওয়া বন্ধ করে দিয়েছেন অ্যাপ ক্যাব চালকরা। ফলে ভরসা ছিল শুধুই অটো। তবে সুযোগ বুঝে অসাধু অটোচালকরাও অতিরিক্ত ভাড়া হাঁকাতে শুরু করে।

অবশ্যই পড়ুন: জেমি ম্যাকলারেনকে নিয়ে অবশেষে সুখবর! স্বস্তিতে মোহনবাগান

এক অফিস যাত্রীর দাবি, অন্যান্য দিনের তুলনায় সোমবার গড়িয়া-টালিগঞ্জ রুটের অটোচালকরা ছয় থেকে সাতগুণ বেশি ভাড়া দাবি করছিলেন। জি 24 ঘন্টার রিপোর্ট অনুযায়ী, অতিরিক্ত ভাড়া দিতে রাজি না হলে যাত্রীদের সাথে দুর্ব্যবহার করারও অভিযোগ উঠেছে কিছু অসাধু অটো চালকের বিরুদ্ধে।

খোঁজ নিয়ে জানা গেল, সোমবার অফিসের তাড়া থাকায় একটা অংশের যাত্রী বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়েই গন্তব্যে পৌঁছেছিলেন। আসলে সাধারণ সময়ে যেখানে গড়িয়া থেকে টালিগঞ্জ যেতে অটো ভাড়া লাগে মাত্র 20 টাকা, সোমবার সেই একই দূরত্বের জন্য অটোচালকরা এক একজন যাত্রীর কাছে থেকে 100, 120 এমনকি 150 টাকা পর্যন্ত চাইছিলেন। নিত্য অফিস যাত্রীদের একটা বড় অংশের অভিযোগ, মেট্রো কর্তৃপক্ষের গাফিলতির কারণেই বারবার ভোগান্তিতে পড়তে হচ্ছে তাঁদের।

Leave a Comment