মেমোরি চিপের চরম সংকট, জানুয়ারিতে বাড়তে পারে টিভির দাম

TV Price Hike

সৌভিক মুখার্জী, কলকাতা: নতুন বছর শুরু হওয়ার আগেই সাধারণ মানুষের জন্য খারাপ খবর। কারণ, আগামী জানুয়ারি মাস থেকে নাকি দেশজুড়ে টেলিভিশনের দাম বাড়তে পারে ৩ থেকে ৪% (TV Price Hike)! এমনই ইঙ্গিত দিলেন শিল্পমলের বিশেষজ্ঞরা। আর এর পেছনে বড়সড় দুটি কারণ কাজ করছে। একদিকে মেমোরি চিপের সংকট, আর অন্যদিকে ডলারের বিপরীতে টাকার দরপতন। সম্প্রতি প্রথমবারের মতো রুপির দাম ৯০ টাকা প্রতি ডলার ছুঁয়েছে, যা ইলেকট্রনিক শিল্পখাতে আমদানি খরচ আরও কয়েকগুণ বাড়িয়েছে। আর এর প্রভাব পড়ছে ইলেকট্রনিক্স সেক্টরে।

কেন বাড়ছে টিভির দাম?

বিশেষজ্ঞদের একাংশের মতে, দেশে তৈরি হওয়া একটি এলইডি টিভির ক্ষেত্রে মাত্র ৩০% পর্যন্ত দেশীয় মূল্য সংযোজন হয়। আর বাকি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশগুলি যেমন ওপেন সেল প্যানেল, সেমিকন্ডাক্টর চিপ, মাদারবোর্ড সবকিছুই আমদানির উপর নির্ভর। ফলে রুপির দরপতনে সরাসরি প্রভাব পড়ছে এবার উৎপাদন খরচে। আর এর সঙ্গে যুক্ত হয়েছে বিশ্বব্যাপী মেমোরি চিপের সংকট। কারণ, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা সার্ভারের জন্য হাই ব্র্যান্ডউইথ মেমোরির চাহিদা এখন আকাশ ছোঁয়া। যার ফলে চিফ নির্মাতারা বেশি লাভজনক এআই চিপের দিকে ঝুঁকছে। তাই টিভির মতো অন্যান্য ইলেকট্রনিক্স সরঞ্জামের ক্ষেত্রে চিপের সংকট লক্ষ্য করা যাচ্ছে।

এ বিষয়ে এক বিশেষজ্ঞ বলেছেন, মেমোরি চিপের ঘাটতি এবং দুর্বল রুপির কারণে এলইডি টিভির দাম ৩% পর্যন্ত বাড়তে পারে। এমনকি ইতিমধ্যে কিছু টিভি নির্মাতা সংস্থা তাদের ডিলারদের কাছে দাম বাড়ার সম্ভাবনার কথা জানিয়েও দিয়েছে। অন্যদিকে Thomson, Kodak ও Blaupunkt এর মতো আন্তর্জাতিক ব্রান্ডের লাইসেন্সপ্রাপ্ত নির্মাতা সংস্থাগুলি জানিয়েছে, গত তিন মাসে মেমোরি চিপের দাম ৫০০% বেড়েছে। জানুয়ারি থেকে টিভির দাম ৭ থেকে ১০% পর্যন্ত বাড়তে পারে। কিছু বলা যাচ্ছে না। যদি আগামী দুই ত্রৈমাসিকে চিপের দাম না কমে, তাহলে ভবিষ্যতে দাম আরও বাড়তে পারে।

আরও পড়ুন: Campa-র পর আরও এক FMCG সংস্থা অধিগ্রহণের পথে আম্বানির রিলায়েন্স!

জিএসটি কমলেও মিলছে না সুবিধা

সম্প্রতি সরকার ৩২ ইঞ্চি বা তার বেশি সাইজের টিভিতে জিএসটি ২৮% থেকে কমিয়ে ১৮% করেছিল। আর এতে গ্রাহকদের প্রায় ৪৫০০ টাকা পর্যন্ত সাশ্রয় হওয়ার কথা ছিল। কিন্তু বিশেষজ্ঞদের মতে, আসন্ন মূল্যবৃদ্ধি সেই সুবিধার সিংহভাগ খেয়ে নিতে পারে। যার ফলে স্মার্ট টিভির বিক্রিতে যে গতি এসেছিল তাতে বিরাট ধাক্কা লাগবে। এখন শুধু দেখার, আগামী জানুয়ারি মাসে সত্যিই টিভির দাম বাড়ে কিনা!

Leave a Comment