বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিজের এবং পরিবারের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখতে বিনিয়োগের অন্যতম ঠিকানা যে সরকারি বিমা সংস্থা লাইফ ইন্সুরেন্স কোম্পানি তা বুঝে গিয়েছেন দেশবাসী। হয়তো সেই কারণেই, বেসরকারি ব্যাঙ্ক ও বীমা সংস্থাগুলির রমরমার মাঝেও বুক উঁচু করে দাঁড়িয়ে রয়েছে LIC।
তবে, ভবিষ্যৎ সুরক্ষা এবং পরিবারের কথা চিন্তা করে অনেকেই মোটা প্রিমিয়াম দিয়ে LIC-র নানান প্ল্যানে বিনিয়োগ করেন। যার মধ্যে বীমা, সঞ্চয় এবং পরিবারের ভবিষ্যৎ সুরক্ষা সবই হয়।
তবে অনেকেই হয়তো জানেন না, ভারত সরকারের এই বীমা সংস্থায় এমন এক প্ল্যান রয়েছে, যেখানে অল্প প্রিমিয়াম দিয়েই নিজের এবং পরিবারের ভবিষ্যৎ সংক্রান্ত সমস্যা মেটাতে পারবেন আপনি। বীমা থেকে শুরু করে সন্তানের লেখাপড়া এমনকি বড় সঞ্চয়, সবই হবে এই এক প্ল্যানেই ।
LIC জীবন লক্ষ্য প্ল্যান
অত্যন্ত কম প্রিমিয়ামে নিজের এবং পরিবারের ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিত করতে, পাশাপাশি আগামী দিনে যাতে আর্থিক সমস্যার সম্মুখীন হতে না হয় তা ঠিক করতে লাইফ ইন্সুরেন্স কোম্পানির জীবন লক্ষ্য প্ল্যান বেছে নেন বহু গ্রাহক।
বলা বাহুল্য, LIC-র এই প্ল্যানে প্রতিবছর প্রিমিয়াম জমা দিতে হয়। প্রতিবছর প্রিমিয়াম জমিয়ে মেয়াদ শেষে এককালীন মোটা রিটার্ন দেয় এই প্ল্যান। শুধু তাই নয়, লাইফ ইন্সুরেন্স কোম্পানির এই ফান্ডে বার্ষিক বোনাসেরও সুবিধা রয়েছে। যা সঞ্চিত আমানতে যোগ হবে।
প্রতিবছর কত টাকা বিনিয়োগ করতে হবে?
লাইফ ইন্সুরেন্স সংস্থার জীবন লক্ষ্য পলিসিতে বিনিয়োগ করে মোটা রিটার্ন পেতে চাইলে প্রতিবছর গ্রাহকদের 2 লক্ষ টাকা প্রিমিয়াম হিসেবে জমা করতে হবে। সেক্ষেত্রে, প্রথম প্রিমিয়াম জমা থেকে মোট 22 বছর পর্যন্ত নির্দিষ্ট তারিখে প্রিমিয়ামের অর্থ জমা করতে হবে গ্রাহককে। তবে পলিসি চলবে 25 বছর পর্যন্ত। বলে রাখি, পলিসিতে দুটি বড় বোনাস কম্পোনেন্ট বার্ষিক বোনাস ও বার্ষিক অতিরিক্ত বোনাস রয়েছে। যা দিয়ে মেয়াদ শেষে ফান্ড তৈরি হয়।
কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়
লাইফ ইন্সুরেন্স কোম্পানির জীবন লক্ষ্য পলিসিতে একজন গ্রাহক চাইলে ন্যূনতম প্রতিবছর 1 লক্ষ টাকা প্রিমিয়াম হিসেবে জমা করতে পারবেন। সেই সাথে বলি, এই পলিসিতে বিনিয়োগ করতে হলে বিনিয়োগকারীর ন্যূনতম বয়স হতে হবে 18 বছর। উল্লেখ্য, এই পলিসিতে সর্বোচ্চ বিনিয়োগের কোনও নির্দিষ্ট সীমা নেই। কাজেই যত খুশি জমা দেওয়া যেতে পারে।
অবশ্যই পড়ুন: ৬ মাসে আমেরিকা থেকে তেল আমদানি বেড়েছে ৫১ শতাংশ! চড়া শুল্কে ভয় নেই ভারতের?
মেয়াদ শেষে কত রিটার্ন পাওয়া যাবে?
প্রতিবছর যদি কেউ, লাইফ ইন্সুরেন্স কোম্পানির জীবন লক্ষ্য পলিসিতে 2 লক্ষ টাকা করে বিনিয়োগ করেন, তবে তিনি 20 বছরের মোট প্রিমিয়াম, 25 বছরের পলিসি মিলিয়ে মোট বিনিয়োগের সাথে বোনাস মিলিয়ে সর্বসাকুল্যে মেয়াদ শেষে 55 লক্ষ টাকা পাবেন।