বিক্রম ব্যানার্জী, কলকাতা: কিছুদিন আগেই ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রেসিডেন্টের পদ পেয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। আর তার পর পরই ভারতীয় ক্রিকেট বোর্ডের কাঠগড়ায় উঠল বঙ্গ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাটি। এই মুহূর্তে শহরে নেই প্রেসিডেন্ট সৌরভ। আর তার মাঝেই কর্মকর্তাদের গাফিলতির দায়ে বোর্ডের কাছে চরম লজ্জিত CAB। জানা গিয়েছে, BCCI এর অনূর্ধ্ব 19 মহিলা ক্রিকেটের দুই ম্যাচ আয়োজন করতে একেবারে নাজেহাল অবস্থা CAB র। আর তাতেই এবার বোর্ডের তরফে কড়া মেইল পেল বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন (BCCI On CAB)। প্রশ্নের মুখে যুগ্মসচিবও!
গাফিলতির জন্যই BCCI এর কাঠগড়ায় CAB
জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্ধারিত সূচি অনুযায়ী, আজ অর্থাৎ বৃহস্পতিবার উত্তর প্রদেশ বনাম দিল্লি এবং অন্ধ্রপ্রদেশ বনাম রাজস্থানের মহিলা ক্রিকেটারদের দুটি ম্যাচ আয়োজিত হওয়ার কথা ছিল দেশবন্ধু পার্কের মাঠে। তবে ম্যাচের ঠিক আগের দিন মাঠে পৌঁছে একেবারে কপালে হাত পড়ে যায় BCCI এর রেফারি এবং আম্পায়ারদের। মাঠ পরিদর্শন করতে গিয়ে তাঁরা দেখেন, পিচ এমনকি মাঠ কিছুই ম্যাচের জন্য উপযুক্ত নয়। এক কথায়, মাঠের পরিস্থিতি যা তাতে সেখানে ম্যাচ আয়োজন করা অসম্ভব। এরপরই CAB র ভূমিকাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে বোর্ডের কাছে অভিযোগ দায়ের করেন দুজন।
অবশ্যই পড়ুন: ১৭,০০০ কোটিতে বিক্রি হতে চলল বিরাটদের RCB! নতুন মালিক কে?
একাধিক রিপোর্ট অনুযায়ী, প্রাথমিকভাবে দেশবন্ধু পার্কের মাঠ পরিদর্শন করার পর তা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের জেনারেল ম্যানেজার ক্রিকেট অপারেশনের পদে থাকা আবে কুরুভিল্লাকে রিপোর্ট করেন BCCI এর রেফারি এবং আম্পায়ার। আর তারপরেই, ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে সরাসরি একটি মেইল পাঠান তিনি। এবার সেই অভিযোগ খতিয়ে দেখেই CAB কে জবাবদিহি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। একাধিক সূত্র মারফত খবর, আগে থেকে জানিয়ে দেওয়া সত্ত্বেও কেন দুই ম্যাচের জন্য মাঠ তৈরি করে রাখা হয়নি CAB র কাছে তার কারণ জানতে চেয়েছেন বোর্ড কর্তারা।
এদিকে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের তরফে জানানো হয়েছে, ‘বৃহস্পতিবার থেকে ঘরোয়া ক্রিকেট ম্যাচ শুরু হওয়ার কারণে আমাদের কাছে বিকল্প মাঠ ছিল না। ইডেন কিম্বা যাদবপুর অথবা অন্য কোনও মাঠ খালি পাওয়া যায়নি।’ জানা যায়, শেষ পর্যন্ত বিকল্প না পেয়ে বারাসাতের আদিত্য অ্যাকাডেমির মাঠে মহিলাদের যুগ্ম ম্যাচ স্থানান্তরিত করেছিলেন তাঁরা। একই সাথে, পূর্ব নির্ধারিত সূচি সত্ত্বেও এমন ভুলের কারণে CAB যুগ্ম সচিব মদনমোহন ঘোষের কোর্টে বল ঠেলেছেন অনেকে। CAB সূত্রে খবর, তিনিই নাকি এই মুহূর্ত বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিভিন্ন মাঠের দায়িত্বে রয়েছেন। তিনিই গোটা বিষয়টি মনিটরিং করেন। সবমিলিয়ে শেষ মুহূর্তে ভুলের দায় একে অপরের ঘাড়ে ঠেলে দিচ্ছেন বঙ্গ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার কর্মকর্তারা। যদিও এ প্রসঙ্গে এখনও পর্যন্ত মুখ খোলেননি CAB র যুগ্ম সচিব।