মেয়ের ২১ বছর বয়স হলে মিলবে ৭২ লক্ষ টাকা! বিনিয়োগ করুন কেন্দ্রের এই স্কিমে

Sukanya Samriddhi Yojana

সৌভিক মুখার্জী, কলকাতা: কন্যা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চাইছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। কারণ, কেন্দ্র সরকার তরফ থেকে চালু করা সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana) এবার বিরাট অফার দিচ্ছে। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী সম্প্রতি জানিয়েছেন যে, এই স্কিমে ইতিমধ্যেই ৪ কোটির বেশি অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং এতে ৩.২৫ লক্ষ কোটি টাকা জমা হয়েছে। জানা যাচ্ছে, এখানে ২৫ বছর ধরে বিনিয়োগ করতে পারলে আপনি ৭২ লক্ষ টাকা পেতে পারেন। এবার ভাবছেন কীভাবে? বিস্তারিত জানতে প্রতিবেদনটি পড়ুন।

কী এই সুকন্যা সমৃদ্ধি যোজনা?

জানিয়ে রাখি, কেন্দ্র সরকার দ্বারা চালু করা এটি একটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প, যেটি বিশেষভাবে মেয়েদের জন্য উপযোগী। এটি ‘মেয়ে বাঁচাও, মেয়েদের শিক্ষিত করো’ অভিযানের অংশ। বাবা-মা কিংবা অভিভাবকরা তাদের মেয়ের নামে এই স্কিমের অ্যাকাউন্ট খুলতে পারে। মেয়ের বয়স ২১ বছর হলে এখানে থেকে টাকা পাওয়া যায়। এই প্রকল্প নিয়ে আসার পেছনে সরকারের মূল উদ্দেশ্য হল মেয়েদের শিক্ষার জন্য তহবিল তৈরি করা, বিবাহের জন্য আর্থিক নিরাপত্তা দেওয়া এবং পরিবারের উপর আর্থিক বোঝা কমানো। বলাবাহুল্য, বর্তমানে এই স্কিমে ৮.২% হারে সুদ দেওয়া হচ্ছে।

কত টাকা বিনিয়োগ করতে পারবেন?

এখানে আপনি সর্বনিম্ন প্রতিবছর ২৫০ টাকা করে বিনিয়োগ করতে পারবেন এবং সর্বোচ্চ বছরে ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন। মোটামুটি আপনাকে ১৫ বছর বিনিয়োগ চালিয়ে যেতে হবে, আর অ্যাকাউন্টের মেয়াদ হতে হবে ২১ বছর। টাকা আপনি একবারে অথবা একাধিক কিস্তিতে জমা করতে পারবেন। আর সবথেকে বড় ব্যাপার, পুরনো কর ব্যবস্থা বেছে নেওয়া করদাতারা এই স্কিমে বিনিয়োগের উপর আয়কর আইন ৮০সি  ধারা অনুযায়ী কর ছাড় পাবে।

কীভাবে ৭২ লক্ষ টাকা আয় হবে?

যদি কেউ তার মেয়ের জন্য জন্মের পর থেকেই প্রতিবছর ১.৫ লক্ষ টাকা করে জমাতে পারে, তাহলে ২১ বছর পর সে বিরাট তহবিল হাতে পাবে। হ্যাঁ, বার্ষিক ১৫ লক্ষ টাকা করে জমালে যদি ১৫ বছর ধরে বিনিয়োগ করতে পারেন, তাহলে মেয়াদ পূর্তিতে আপনার মোট বিনিয়োগ দাঁড়াবে ২২,৫০,০০০ টাকা। সেক্ষেত্রে আপনি ৮.২% হারে মোট সুদ থেকে আয় করবেন ৪৯,৩২,৩১৯ টাকা। অর্থাৎ, মেয়াদ পূর্তিতে আপনার হাতে আসবে ৭১,৮২,১১৯ টাকা।

আরও পড়ুনঃ প্রাথমিক টেটের ভুল প্রশ্ন মামলার রিপোর্ট জমা পড়ল হাইকোর্টে, মিলতে পারে চাকরির সুযোগ

মোদ্দা কথা, ২২.৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে আপনি ৭২ লক্ষ টাকা রিটার্ন পাবেন। আর ১৫ বছর পর এক্ষেত্রে আমানত বন্ধ হয়ে যাওয়ার পরেও আপনি বাড়তি ৬ বছর স্কিম চালিয়ে যেতে পারেন। এতে আপনার তহবিল আরও বাড়বে। তাই যদি মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান, তাহলে আজ বিনিয়োগ করুন এই স্কিমে।

Leave a Comment