সহেলি মিত্র, কলকাতা: রাত পেরোলেই রয়েছে আরও একটা নবান্ন অভিযান। বকেয়া ও বর্ধিত হারে ডিএ (DA) সহ নানা ইস্যুতে আগামীকাল সোমবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে কর্মচারী সংগঠনগুলি। যদিও এই অভিযানের অনুমতি দেয়নি হাওড়া পুলিশ। অন্যদিকে কলকাতা হাইকোর্ট ও যা রায় দিয়েছে তা অনেকটাই ধাক্কার সমান আন্দোলনকারীদের কাছে। তাহলে কি নবান্ন অভিযান হবে না শেষমেষ? জেনে নিন কী বলছেন আন্দোলনকারী সরকারি কর্মীরা।
নবান্ন অভিযানের অনুমতি দিল না পুলিশ
২৮ জুলাই যোগ্য চাকরিহারাদের চাকরি ফেরানো, শূন্যপদে নিয়োগ, বকেয়া ডিএ সংক্রান্ত সহ নানা ইস্যুতে নবান্ন অভিযানের ডাক দিয়েছে তিন সংগঠন। সংগ্রামী যৌথ, যৌথ মঞ্চ, পশ্চিমবঙ্গ চাকরিপ্রার্থী চাকরিজীবী চাকরিহারা ঐক্যমঞ্চ এই অভিযানের ডাক দিয়েছে। এদিকে মিছিলের অনুমতি চেয়ে হাওড়া সিটি পুলিশকে চিঠি পাঠানো হয়েছিল। তবে সেই অনুমতি দেওয়া হয়নি।
হাওড়া সিটি পুলিশের তরফে সাফ সাফ জানানো হয়েছে, নবান্ন অভিযানের মিছিল করা যাবে না। এর জন্য অনুমতি দেয়নি পুলিশ। হাওড়া সিটি পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী সাংবাদিক বৈঠকে বলেন, পুলিশ সোমবার নবান্ন অভিযানের অনুমতি দেয়নি। তা সত্ত্বেও যদি কেউ নিয়ম ভঙ্গ করেন, তাহলে তার বিরুদ্ধে আইন মেনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। হাওড়া সিটি পুলিশের তরফে ইতিমধ্যেই ফোরশোর রোড এবং জিটি রোডে ১২ ফুট লোহার ব্যারিকেড তৈরির কাজ শুরু হয়েছে। রাস্তায় গার্ডরেল লাগানো হচ্ছে ড্রিল মেশিন দিয়ে গর্ত করে। যদিও আন্দোলনকারীরার দমে যেতে রাজি নন।
কড়া হাইকোর্ট
এদিকে নবান্ন অভিযান নিয়ে কড়া মনোভাব দেখিয়েছে কলকাতা হাইকোর্টও। বলা হয়েছে, পুলিশের অনুমতি ছাড়া অভিযান করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু সামনে মঙ্গলাহাট এবং অন্যান্য হাটবাজার বসবে, সেজন্য হাট বসার দিনগুলিতে জমায়েত, মিছিল করা যাবে না। আর এই নির্দেশ অমান্য করলে পুলিশি ব্যবস্থা নেওয়া হবে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, পুলিশের অনুমতি ছাড়া নবান্ন অভিযানে যদি ব্যবসা, সাধারণ মানুষের কাজ বাধাপ্রাপ্ত হয় তবে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
আরও পড়ুনঃ আর লাগবে না OTP বা সিকিউরিটি কোড! ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এক ক্লিকেই হবে পেমেন্ট
হাইকোর্টের রায় ও পুলিশি অনুমতি না মেলার পরেও নবান্ন অভিযান নিয়ে অনড় আন্দোলনকারীরা। গতকাল শনিবার যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, ‘আমাদের দাবি পেশ করার জন্য এই পুলিশ কবে অনুমোদন দিয়েছে? তাই পুলিশ অনুমতি দিল কি না, আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় নয়।’ ভাস্কর ঘোষের মন্তব্য অনুযায়ী এটা স্পষ্ট যে, আন্দোলনকারীরা নবান্ন অভিযান করবেই।