সৌভিক মুখার্জী, কলকাতা: বিনিয়োগ করতে কমবেশি সবাই ভালোবাসে। তবে বেশিরভাগ মানুষ ব্যাঙ্ক বা পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করে রাখে। কারণ, টাকাও থাকে সুরক্ষিত আর মোটা অংকের রিটার্নও মেলে। তবে আপনি জানলে অবাক হবেন, এবার বিনিয়োগ পরিষেবার ক্ষেত্রে পা রাখল অ্যামাজন পে। বিল পরিষেবা, অনলাইন পেমেন্টের পর এবার তারা চালু করল ফিক্সড ডিপোজিট পরিষেবা (Amazon Pay Fixed Deposit), যেখানে মাত্র ১০০০ টাকা থেকেই বিনিয়োগ করা যাচ্ছে। বড় ব্যাপার, এখানে মিলবে অন্যান্য স্কিমের থেকে চড়া হারে সুদ।
এফডি পরিষেবা অ্যামাজন পে’র
জানা গিয়েছে, পাঁচটি ব্যাঙ্ক এবং দুটি এনবিএফসি সংস্থার সঙ্গে এবার একত্রিত হয়েছে অ্যামাজন পে। তালিকায় আছে সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক, শিবালিক স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, স্লাইস, শ্রীরাম ফাইন্যান্স এবং বাজাজ ফাইন্যান্স। বিনিয়োগকারীরা যে কোনও একটি সংস্থাকে অপশন বেছে নিয়েই এখানে বিনিয়োগ করতে পারবে।
আরও পড়ুনঃ তিনদিন পর থেকে ঘুরবে শীতের খেলা! কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?
মিলবে মোটা অংকের সুদ
অ্যামাজন পে’র ফিক্সড ডিপোজিটের সবথেকে বড় সুবিধা হল এখানে অন্যান্য এফডি স্কিমের তুলনায় চড়া হারে সুদ দেওয়া হবে। রিপোর্ট অনুযায়ী যেমনটা জানা গিয়েছে, সর্বোচ্চ সুদের হার এখানে ৮%। এমনটি মহিলারা অতিরিক্ত ০.৫% সুদ পাবে। তবে এক্ষেত্রে একটি শর্ত রয়েছে। তাদেরকে অবশ্যই শ্রীরাম ফাইন্যান্স-এ বিনিয়োগ করতে হবে। আর সবথেকে বড় ব্যাপার, এখানে ক্রেডিট গ্যারান্টি করপোরেশনের আওতায় বীমা সুবিধা রয়েছে। পাশাপাশি ব্যাঙ্ক প্রতি সর্বোচ্চ ৫ লক্ষ টাকা কভার দেবে।
আরও পড়ুনঃ জানুয়ারিতে ফের বাড়তে পারে DA, পেনশন! কতটা? সরকারি কর্মীদের জন্য বড় খবর
এদিকে বেশ কিছু রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, এই ব্যাঙ্ক বা আর্থিক সংস্থাগুলিতে আগে থেকে অ্যাকাউন্ট না থাকলেও বিনিয়োগ করতে কোনও রকম অসুবিধা হবে না। অর্থাৎ, খুব সহজেই ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলে নেওয়া যাবে। তাও সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে। ঘরে বসেই আপনি বিনিয়োগ করতে পারবেন। এর জন্য আপনাকে শুধুমাত্র অ্যামাজন পে অ্যাপে গিয়ে ‘পে’ সেকশনে ক্লিক করতে হবে। তারপর সেখানে ফিক্সড ডিপোজিটের অপশন আসবে। সেক্ষেত্রে আপনি নির্দিষ্ট ব্যাঙ্ক বা সংস্থা বেছে নিয়ে খুব সহজেই অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। তাই যদি মোটা অংকের রিটার্ন চান আর আর্থিক স্বচ্ছতা চান, তাহলে আজই বিনিয়োগ করুন নতুন ফিক্সড ডিপোজিট স্কিমে। তবে হ্যাঁ, বিনিয়োগ করার সময় অবশ্যই সমস্ত খুঁটিনাটি তথ্য বুঝে শুনে সিদ্ধান্তের পথে এগোবেন।
Just downloading the app from 88betapps and it seems to work smoothly, but haven’t fully looked into it as of yet. This helps if you want a mobile option for 88bet. If you want to use it, check it out 88betapps.