মেলে ফিক্সড ডিপোজিটের থেকেও বেশি রিটার্ন! রইল বিনিয়োগের সেরা ৬ বিকল্প

Investment Options

সৌভিক মুখার্জী, কলকাতা: ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য সবাই বিনিয়োগ করতে চায়। তবে অনেকে বিনিয়োগের ক্ষেত্রে ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানতকেই বেছে নেয়। কিন্তু আপনি কি জানেন, এফডি-র থেকেও বেশি পরিমাণে রিটার্ন পাওয়া যায় এমন কিছু বিনিয়োগের মাধ্যম (Investment Options) রয়েছে? সবথেকে বড় ব্যাপার, মুদ্রাস্ফীতির সঙ্গে পাল্লা দিয়ে এই স্কিমগুলি সম্পূর্ণ নিরাপদ এবং অর্থের কোনওরকম ঝুঁকে থাকে না। এবার নিশ্চয়ই ভাবছেন কোন কোন বিকল্প? জানতে আগ্রহী হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

কর্পোরেট এফডি

আমরা সাধারণ যে ফিক্সড ডিপোজিট করি, সেগুলি মোটামুটি ৭ থেকে ৮% পর্যন্ত সুদ দেয়। তবে আপনি কি জানেন, কর্পোরেট ফিক্সড ডিপোজিট বা কর্পোরেট এফডি অনেক সময় ৭.৫% থেকে ৯.৫% পর্যন্ত সুদ দিয়ে থাকে? কিন্তু এখানে শর্ত একটাই, এএএ রেটিংসহ নির্ভরযোগ্য কোম্পানিগুলিকে বেছে নিতে হয়। যারা শেয়ারবাজারকে ভয় পান এবং এফডি থেকে বেশি পরিমাণে আয় করতে চান, তাদের জন্য এটি সেরা বিকল্প। এমনকি এখানে সিনিয়র সিটিজেনরা বেশি পরিমাণে সুবিধা পায়।

সোনায় বিনিয়োগ

সোনা কখনো পচে না! একথা সকলেই জানি। দিনের পর দিন সোনার বাজার যে হারে ঊর্ধ্বগতিতে ঠেকছে, সেক্ষেত্রে সোনায় বিনিয়োগ করলে ভবিষ্যতে মোটা অংকের ফান্ড তৈরি হয়। তবে আপনি সেক্ষেত্রে সোনার ইটিএফ করতে পারেন, ডিজিটাল গোল্ড কিনতে পারেন বা সোভরেন গোল্ড বন্ড করতে পারেন। কারণ, এখানে বছরে ২.৫% সুদ পাবেন।

ডেট মিউচুয়াল ফান্ড

সরকারি সিকিউরিটি, কর্পোরেট বন্ড, এই সমস্ত জায়গায় বিনিয়োগ করে থাকে ডেট ফান্ড। আর এখানে মোটামুটি ৬% থেকে ৮.৫% পর্যন্ত রিটার্ন আসে। ফিক্সড ডিপোজিটের মতো লক-ইন পিরিয়ডের ব্যাপারও এখানে নেই। তাই যখন আপনার দরকার হবে তখন আপনি টাকা তুলে নিতে পারবেন। আর এখানে টাকা সম্পূর্ণ সুরক্ষিত থাকবে।

কিষান বিকাশপত্র স্কিম

কেন্দ্র সরকারের এই স্কিমে বর্তমানে ৭.৫% হারে সুদ দেওয়া হয়। সবথেকে বড় ব্যাপার, এখানে যদি আপনি ১১৫ মাস টাকা রাখতে পারেন, তাহলে তা দ্বিগুণ হয়ে যাবে। যারা ঝামেলাহীন আর নিরাপদ বিনিয়োগ করতে চান, তাদের জন্য এই স্কিমটি হতে পারে এক্কেবারে সোনায় সোহাগা।

লাম্পসাম ইকুইটি ফান্ড

যদি আপনি ইকুইটি ফান্ডে ৫ বছরের বেশি সময় ধরে টাকা রাখতে পারেন, তাহলে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। কারণ, এখানে ১২% থেকে ১৪% পর্যন্ত রিটার্ন মেলে আর বাজারে ওঠানামা থাকলেও দীর্ঘমেয়াদে ঝুঁকি সবথেকে কম তা বলা যায়। তরুণ বিনিয়োগকারী বা দীর্ঘমেয়াদে যারা বিনিয়োগ করতে চান, তাদের জন্য এটি সেরা অপশন।

আরও পড়ুন: ভাড়াটিয়াদের জন্য বিরাট সুখবর! কেন্দ্রের নতুন নিয়মে মিলবে দ্বিগুণ উপকার

এনসিএস

এনসিএস সম্পূর্ণ কেন্দ্র সরকারের সমর্থিত স্কিম এবং এখানে বর্তমানে ৭.৭% হারে সুদ মেলে। আর এই স্কিমের লক-ইন পিরিয়ড ৫ বছর। অর্থাৎ, ৫ বছর যদি আপনি টাকা রাখতে পারেন, তাহলে মোটা অংকের ফান্ড ফেরত পাবেন। তবে বলে রাখি, এখানে একমাত্র ম্যাচিউরিটিতেই টাকা মেলে। আর আয়কর আইন ৮০সি ধারা অনুযায়ী এখানে করছাড়ও মিলবে। তাই যারা নিরাপদ বিনিয়োগের মাধ্যম খুঁজে থাকেন, তাদের জন্য এটি সেরা বিকল্প।

Leave a Comment