সৌভিক মুখার্জী, কলকাতা: অর্থাভাব যাতে কোনও সময় বাধা হয়ে না দাঁড়ায়, তার জন্য ছাত্র-ছাত্রীদের একাধিক স্কলারশিপ দিয়ে থেকে কেন্দ্র সরকার থেকে শুরু করে রাজ্য সরকার। ঠিক তেমনই অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে ইতিমধ্যেই সক্ষম বৃত্তি ২০২৫ (Saksham Scholarship 2025) এর জন্য আবেদন শুরু হয়েছে। জানা যাচ্ছে, এই স্কলারশিপের আওতায় বছরে ৫০,০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হয় শিক্ষার্থীদের। কিন্তু কারা এই স্কলারশিপের যোগ্য, কীভাবে আবেদন করবেন বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
কী এই সক্ষম বৃত্তি ২০২৫?
সক্ষম বৃত্তি হল AICTE দ্বারা বাস্তবায়ন করা একটি স্কলারশিপ প্রকল্প, যেখানে বিশেষভাবে সক্ষম শিশুদের কারিগরি শিক্ষা গ্রহণের জন্য উৎসাহ আর সহায়তা দেওয়া হয়। এই স্কলারশিপ প্রতিটি তরুণ শিক্ষার্থীকে যারা বিশেষভাবে সক্ষম এবং কারিগরি শিক্ষা জ্ঞানের মাধ্যমে পড়াশোনা করে ভবিষ্যতে সফল হওয়ার চেষ্টা করে, তাদের জন্য আশীর্বাদস্বরূপ বলা চলে।
কত টাকা স্কাইপেন্ড মেলে এই স্কলারশিপে?
যেমনটা খবর পাওয়া যাচ্ছে, এই স্কলারশিপের মাধ্যমে প্রতিবছর কারিগরি শিক্ষা গ্রহণকারী সমস্ত যোগ্য ও বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করা হয়। আর এই স্কলারশিপের আওতায় বছরে ৫০,০০০ টাকা করে স্টাইপেন্ড মেলে, যা দিয়ে পড়াশোনার খরচ থেকে শুরু করে কলেজ ফি বা অন্যান্য যাবতীয় খরচ মেটানো যায়।
কী কী যোগ্যতা লাগে?
সক্ষম বৃত্তি ২০২৫ পাওয়ার জন্য অবশ্যই শিক্ষার্থীদের কিছু যোগ্যতা পূরণ করতে হয়। সেগুলি হল—
- শিক্ষার্থীদের অবশ্যই যেকোনও AICTE অনুমোদিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা স্তরের কোর্সে প্রথম বা দ্বিতীয় বর্ষে ভর্তি হতে হবে।
- শিক্ষার্থীকে বিশেষভাবে সক্ষম হতে হবে। এমনকি ন্যূনতম ৪০% প্রতিবন্ধকতা থাকতে হবে।
- পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার বেশি হওয়া চলবে না।
কীভাবে আবেদন করবেন?
সক্ষম বৃত্তি ২০২৫-এ আবেদন করতে হলে শিক্ষার্থীদের NSP-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকে সরাসরি অনলাইনে আবেদন করা যাবে। নীচে আবেদন প্রক্রিয়া আলোচনা করা হল—
- প্রথমে NSP স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট scholarship.up.gov.in ভিজিট করুন।
- এরপর সেখানে উপলব্ধ স্কলারশিপের বিকল্পটি নির্বাচন করুন।
- যদি নতুন আবেদনকারী হন তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিন।
- এরপর রেজিস্ট্রেশন করে নিজের আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
- এরপর আবেদন ফর্মটি নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
- এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড করুন।
- সবশেষে সাবমিট করে দিন।
কী কী ডকুমেন্ট দরকার পড়ে?
এই স্কলারশিপে আবেদন করার জন্য শিক্ষার্থীদের কাছে যে ডকুমেন্টগুলি চাওয়া হয় সেগুলি হল—
- শেষ পরীক্ষার মার্কশিট,
- বৈধ কাস্ট সার্টিফিকেট,
- পরিবারের বার্ষিক আয়ের শংসাপত্র,
- ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্ক্যান কপি,
- পরবর্তী ক্লাসে ভর্তি হওয়ার রশিদ,
- সর্বশেষ পাসপোর্ট সাইজের একটি রঙিন ছবি,
- বৈধ আধার কার্ড কিংবা ভোটার আইডি কার্ড।
আরও পড়ুনঃ ২৫০০ থেকে ২৫,০০০ টাকা! যানবাহনের ফিটনেস পরীক্ষার ফি বাড়ল ১০ গুণ
বলে রাখি, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই স্কলারশিপে আবেদন করা যাবে। তাই যদি আপনিও বিশেষভাবে সক্ষম কোনও শিক্ষার্থী হন এবং পড়াশোনাকে আরও উচ্চতায় নিয়ে যেতে চান, তাহলে এই স্কলারশিপে আজই আবেদন করুন এবং সুবিধা গ্রহণ করুন।