‘মেসিকে তৃণমূলে জয়েন করাত’ বড় দাবি দিলীপ ঘোষের

Dilip Ghosh

প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা নির্বাচন শুরু হতে আর খুব বেশি সময় নেয়, এপ্রিলের ভোটের নির্ঘণ্ট বাজতে পারে। তাই হাতে সময় থাকতে থাকতে এখনই ভোট প্রচারের জন্য ময়দানে নেমে পড়েছে শাসকদল থেকে শুরু করে বিরোধীরা। জেলায় জেলায় সভা করে চলেছে রাজনৈতিক দলগুলি। এবার সেই ভোটপ্রচারের মাঝেই পুরনো চেনা ফর্মে ফিরলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বক্তৃতার মাধ্যমে তৃণমূলকে চরম কটাক্ষ করলেন তিনি।

রানাঘাটের পরিবর্তন সংকল্প সভায় দিলীপ

বেশ কিছুদিন রাজনীতির চৌহদ্দি থেকেই যেন সরে গিয়েছিলেন দিলীপ ঘোষ। দিঘার জগন্নাথ মন্দিরে স্ত্রীর সঙ্গে তাঁর উপস্থিতি ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ-এর পর থেকেই দলের অন্দরে ঝড় তুলেছিল। দূরত্ব বেড়ে যায় দলের সঙ্গে। তবে এর নয়, অবশেষে বিধানসভা নির্বাচনের আগে পুরোনো ফর্মে ফিরলেন দিলীপ ঘোষ। দলের হয়ে লড়বার জন্য রীতিমত নেমে পড়লেন ময়দানে। রানাঘাটের কুপার্স ক্যাম্পে পরিবর্তন সংকল্প সভায় এবার বক্তৃতা দিতে দেখা গেল দিলীপকে। শাসকদলের বিরুদ্ধে গর্জে উঠলেন তিনি।

আরও পড়ুনঃ টিকিট না থাকলেও করা যাবে ট্রেনে ভ্রমণ, ফাইন নিতে পারবে না TTE! যা জানাল রেল

কলকাতায় মেসির সফরের প্রসঙ্গ তুললেন দিলীপ

রানাঘাটের কর্মসূচিতে এদিন দিলীপ ঘোষ আন্তর্জাতিক ফুটবল তারকা লিওনেল মেসির সফরের প্রসঙ্গ তুললেন। শাসকদল তৃণমূল কংগ্রেসকে চরম কটাক্ষ করে তিনি বললেন, “বাংলাদেশ থেকে আর্টিস্ট আনতে হচ্ছে, ভোটার আনতে হচ্ছে, কিন্তু উনি বুঝে গিয়েছেন যে SIR হচ্ছে, ৫৮ লক্ষের নাম বাদ পড়েছে। ভোটারও নেই, এবার ভোটে জিতবেন কী করে? তাই বাংলাদেশের উপরে ভরসা না করে চলে গিয়েছেন আর্জেন্টিনা। ওখান থেকে লিওনেল মেসিকে এনেছিলেন তৃণমূলে যোগদান করাবেন বলে।” তাঁর আরও সংযোজন, “ভাগ্য ভাল সেদিন গণ্ডগোল হয়ে গেল, নাহলে ওঁ জানতেই পারত না ওঁর হাতে টিএমসির ঝান্ডা ধরিয়ে দিত। যেভাবে তাঁর বিধায়ক, নেতা-মন্ত্রী, সেলিব্রেটিরা মেসিকে কোলে নিয়ে ঘুরছিল, ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাচ্ছিল TMC জয়েন করাতে। বাংলা বুঝতে পারে না তো।”

আরও পড়ুন: এখনও ট্রমা কাটেনি! দেবলীনার পরিবারকে এবার ভয়ঙ্কর বার্তা দিলেন ডাক্তাররা

বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি থাকাকালীন দিলীপ ঘোষ একাধিক জেলায় ঘুরে সংগঠন ‘চাঙ্গা’ করেছিলেন, এমনটাই দাবি গেরুয়া শিবিরের একাংশের। কিন্তু তাঁর পদ থেকে সরে যাওয়া, বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনে হেরে যাওয়ার পর ‘দিলীপপন্থী’ অনেক বিজেপি কর্মী নিস্ক্রিয় হয়ে পড়েন! এবার তাই দায়িত্ব কাঁধে নিয়ে দিলীপ ঘোষ নিজে ফের দলের সভা-কর্মসূচিতে ফিরে আসার পর সেই কর্মীদের ময়দানে ফিরিয়ে আনতে তৎপর হয়েছেন বলে দাবি বিজেপির।

1 thought on “‘মেসিকে তৃণমূলে জয়েন করাত’ বড় দাবি দিলীপ ঘোষের”

Leave a Comment