বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘোষণা করা হয়েছে 2026 ফিফা ফুটবল বিশ্বকাপের গ্রুপ বিন্যাস। তুলনামূলক সহজ গ্রুপ পেয়েছে আর্জেন্টিনা। আর তারপরেই এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আর্জেন্টাইন মাহাতারকা, ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি একেবারে খোলাখুলি জানিয়ে দিলেন কারা আসন্ন বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার (Lionel Messi On FIFA World Cup)। তবে দুঃখের বিষয়, সেই তালিকায় নাম নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালের। সবচেয়ে অবাক করা বিষয় নিজের দেশের ফুটবল দলকেই বিশ্বাস করতে পারছেন না লিও! তাঁর দেওয়া তালিকায় নাম নেই আর্জেন্টিনারও।
মেসির মতে আসন্ন বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার দৌঁড়ে এগিয়ে এই দলগুলি
আসন্ন ফুটবল বিশ্বকাপের ঢাকে কাঠি পড়তেই এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মনের কথা জানালেন লিও মেসি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেসি বললেন, “আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। এতে কোনও সন্দেহ থাকার কথা নয়। তবে এবারের বিশ্বকাপটা যথেষ্ট কঠিন হতে চলেছে। যদিও আমরা অনেকটা মন খুলে খেলতে পারবো। আগে আমাদের উপর যে চাপটা ছিল সেটা আপাতত আর নেই। এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার দৌঁড়ে বেশ কিছু দল। একদিকে যেমন স্পেন এবং ফ্রান্স রয়েছে। তেমনই রয়েছে ইংল্যান্ড এবং ব্রাজিল। ওরা বহুদিন চ্যাম্পিয়ন হতে পারেনি। তাই এবার মরিয়া চেষ্টা করবে। জার্মানিকেও বাদ দেওয়া যায় না।”
আর্জেন্টিনা দলের উপর ভরসা নেই মেসির?
ওই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আর্জেন্টিনার বর্তমান দল নিয়ে মেসিকে প্রশ্ন করা হলে তিনি একেবারে স্পষ্ট জানান, “আসলে আমাদের দল অসাধারণ ফুটবল খেলছে। প্রত্যেক ম্যাচে জেতার খিদে নিয়ে নামাটা অনেক বড় ব্যাপার। লিওনেল স্কালেনির নেতৃত্বে স্বপ্ন দেখতে ওরা একটুও পিছুপা হবে না। দলের প্রত্যেকেরই মানসিকতা একরকম। এই একটাই দল যারা শুধু জিততে চায়। আসন্ন বিশ্বকাপে সবটা উজাড় করে দিতে ওরা বদ্ধপরিকর।” মেসির কথায়, “দলের উপর পুরো ভরসা আছে। আমরা অবশ্যই সর্বস্ব দিয়ে চেষ্টা করব। কিন্তু ফুটবলে স্বল্প ব্যবধানে ম্যাচের রং বদলে যায়। ধরে নিন আপনি বল মারলেন কিন্তু পোস্টে লেগে ফিরে এলো। এদিকে টাইব্রেকারে আপনি জিততেও পারেন আবার হেরেও যেতে পারেন।”
অবশ্যই পড়ুন: ৫ বছরের FD-তে ৮% সুদ দিচ্ছে এই ব্যাঙ্কগুলি, দেখুন তালিকা
এদিন দলের উপর ভরসা রেখেই মেসিকে বলতে শোনা যায়, “সব সময় ভাগ্য যে সঙ্গ দেবে তেমনটা নয়। কোনও কোনও সময় উল্টো ঘটনাও ঘটে। বিশ্ব খেতাব দখলে রাখাটা কঠিন কাজ। তবে আমাদের উপভোগ করতে হবে।” আসন্ন বিশ্বকাপে খেলবেন মেসি? এমন প্রশ্নের উত্তরে ফুটবলের রাজপুত্রের স্পষ্ট বক্তব্য, তিনি এখনও আশা ছাড়ছেন না। সর্বস্ব দিয়ে চেষ্টা করবেন বিশ্বকাপে খেলার। তবে যদি শেষ পর্যন্ত সেটা না হয় সেক্ষেত্রে দর্শক হিসেবেই 2026 এর ফুটবল বিশ্বকাপ উপভোগ করবেন LM10।