প্রীতি পোদ্দার, কলকাতা: কলকাতায় মেসির সফরকে ঘিরে কিছুদিন আগেই বেশ বিশৃঙ্খলাময় পরিস্থিতি তৈরি হয়েছিল। যার জেরে তারকা থেকে মন্ত্রী সকলকেই নানা কটাক্ষের মধ্যে দিন কাটাতে হয়েছিল, রীতিমত আনন্দের ছবিটাই ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল, সেই সময় মেসির পাশে দাঁড়িয়ে তোলা একটি ছবিকে কেন্দ্র করে তীব্র কটাক্ষের নিশানায় পরিণত হয়েছিল অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে (Subhasree Ganguly)। আর সেই ঘটনায় কুরুচিকর মন্তব্য করায় বিহারের আরা থেকে গ্রেফতার করা হল এক অভিযুক্তকে।
টিটাগড় থানায় অভিযোগ দায়ের রাজের
উল্লেখ্য, আন্তর্জাতিক তারকা ফুটবলার লিওনেল মেসির কলকাতা সফরকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে। সেই সময় মেসির পাশে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। আর সেই ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হতেই লাগাতার কটাক্ষের শিকার হতে হয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। সেইসময় সমাজমাধ্যমে স্ত্রীর পাশে দাঁড়িয়ে সমালোচকদের জবাব দেন বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তী। কিন্তু তারপরেও কটাক্ষ থামেনি। এমন পরিস্থিতিতে গত ১৪ ডিসেম্বর রাতে টিটাগড় থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করেন রাজ। আর সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ। এবার এই ঘটনার বিহার থেকে এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ।
দু’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ ধৃতের
তদন্তের সূত্র ধরে জানা গিয়েছে অভিযুক্তের নাম বিট্টু শ্রীবাস্তব। তিনি টিটাগড়ের পুরাতন বাসিন্দা হলেও বর্তমানে তাঁর ঠিকানা বিহারেই। রাজ চক্রবর্তীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে মাত্র পনেরো দিনের মধ্যেই অভিযুক্তকে পাকড়াও করতে সক্ষম হয় তদন্তকারীরা। রিপোর্ট অনুযায়ী গত শনিবার বিহারের আরা জেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে ট্রানজিট রিমান্ডে সোমবার তাকে টিটাগড়ে আনা হয়। গতকাল দুপুরেই বারাকপুর আদালতে পেশ করা হলে বিচারক অভিযুক্তকে দু’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ইতিমধ্যে ধৃতকে দফায় দফায় জেরা করা হচ্ছে। এর পিছনে আর কেউ যুক্ত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: ২৬-এ বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি, অনুপ্রবেশকারীদের নিয়ে বড় ঘোষণা অমিত শাহের
ধৃতের গ্রেফতারি প্রসঙ্গে বিধায়ক রাজ চক্রবর্তী জানিয়েছেন, ”বিট্টু শ্রীবাস্তব বিহারে বসে শুধু আমার স্ত্রীকেই নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী, সাংসদ পার্থ ভৌমিকের নামেও সমাজমাধ্যমে কুরুচিকর মন্তব্য করেছে। মহিলাদের এভাবে অসম্মান করা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। আমি এর শেষ দেখে ছাড়বো।” তবে বিট্টুর পিছনে কোনও ইন্ধন আছে আছে বলে মনে করেন তৃণমূল বিধায়ক। তাঁর কথায়, “বিজেপি যদি ওর পাশে দাঁড়ায় তাহলে স্পষ্টভাবে এটাই দাঁড়ায় যে বিজেপি মহিলাদের সম্মান করতে জানে না।”