মেসির সফরে উপেক্ষিত ইস্টবেঙ্গল-মহামেডান! ‘যেচে অপমানিত হতে চাই না’, বললেন কর্তা

Lionel Messi Kolkata Tour East Bengal and Mohammedan SC are not invited

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শহর এখন মেসিময়। গতকাল মাঝরাতেই কলকাতায় পা পড়েছে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির (Lionel Messi Kolkata Tour)। বিশ্বজয়ী ফুটবলারকে কাছে পেয়ে আতিথিয়তায় কোনও রকম কমতি রাখছেন না উদ্যোক্তারা। শহরে এসে পড়েছেন বলিউড কিং শাহরুখ খানও। তাছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে ক্রিকেটের যুবরাজ বাংলার সৌরভ গাঙ্গুলিরও। তবে লিওর কলকাতা সফরে উপেক্ষিত বাংলার দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মহামেডান। জানা গিয়েছে, শহরের শতাব্দী প্রাচীন এই দুটি ক্লাবকে নাকি আমন্ত্রণই জানানো হয়নি। এদিকে মেসির গোটা ইন্ডিয়া ট্যুরের মাঝেই ঘটা করে সংবর্ধনা দেওয়ার কথা ছিল বাংলার সন্তোষ ট্রফিজয়ী দলকে। পরে শোনা যায়, IFA র কাছে নাকি দু তিনজন ফুটবলারেরই নাম চেয়েছেন আয়োজকরা।

কেন উপেক্ষিত বাংলার দুই শতাব্দী প্রাচীন দল?

ফুটবলের সাথে আদ্যপ্রান্ত জড়িয়ে যাঁরা, তাঁদের আছে মেসি আসলে ভগবানের স্বরূপ। আর সেই ভগবানকে চোখের দেখা দেখতেই আজ যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে উপচে পড়েছে ভিড়। আসলে মেসির কলকাতাতে প্রতিটা মিনিট খুব দামী।সেই দাম দিতে হচ্ছে সমর্থকদের। অন্যদিকে, মেসির ভারত সফর ঘিরে এক পাশে যেমন পকেট ভরানোর কাজ চলছে তেমনই চলছে পক্ষপাতিত্ব, এমনটাই দাবি ফুটবল মহলের একাংশের। এক কথায় পুরোটাই টাকার খেলা!

প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, 13 ডিসেম্বর শহর কলকাতায় একাধিক কর্মসূচি রয়েছে মেসির। গোটা দিনটা তিলোত্তমার বুকে কাটিয়ে রাতে পরবর্তী কর্মসূচির জন্য রওনা দেবেন আর্জেন্টাইন মহাতারকা। তবে বাস্তব কিন্তু অন্য কথা বলছে। আসলে বিগত দিনগুলিতে যতটা সম্ভব হয়েছে মেসির সময়সীমা কমানোর চেষ্টা হয়েছে। এখানেই শেষ নয়, প্রথমদিকে শোনা গিয়েছিল, মেসির সামনে খেলবেন মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের ছেলেরা। তবে পরবর্তীতে সেই প্রতিশ্রুতি বদলে শোনা যায়, মেসির সামনে হবে মোহনবাগান অলস্টার বনাম ডায়মন্ড হারবারের ম্যাচ।

অবশ্যই পড়ুন: প্রতি বিধানসভা থেকে দিনে ১০০ জনকে ডাক, SIR শুনানি নিয়ে বড় আপডেট কমিশনের

এক কথায়, ইস্টবেঙ্গলকে মেসির কর্মসূচিতে অংশগ্রহণ করিয়েও বাদ দেওয়া হয়েছে। আর এই গোটা বিষয়টাকেই অপমানের চোখে দেখছেন লাল হলুদের শীর্ষ কর্তা দেবব্রত সরকার। এ নিয়ে তাঁর সাথে যোগাযোগ করা হলে তিনি ধন্যবাদ দিয়ে বলেন, “আমাদের কিছু টিকিট পাঠানো হয়েছিল। সেগুলো আমরা স্পন্সরদের দিয়ে দিয়েছি। আমরা কেউ মেসির ইভেন্টে যাচ্ছি না। যেচে অপমানিত হওয়ার কোনও ইচ্ছে নেই আমাদের।” শহরের আরেক ঐতিহ্য মহামেডান ক্লাব কর্তার গলাতেও একই সুর। তিনিও স্পষ্ট জানালেন, “আমাদের আমন্ত্রণই জানানো হয়নি। তাই আমরা যাচ্ছি না।”

Leave a Comment