বিক্রম ব্যানার্জী, কলকাতা: ডিসেম্বরেই শহরে আসছেন ফুটবলের জাদুকর লিওনেল মেসি। শোনা গিয়েছিল, তাঁর সামনেই আয়োজিত হতে পারে ইস্ট-মোহনের ডার্বি (Lionel Messi India Tour Match)। তবে এবার শোনা যাচ্ছে, তেমনটা ঘটবে না। গোট কনসার্টে লিওর সামনে খেলবে মোহনবাগান অল স্টার্স এবং ডায়মন্ড হারবার এফসি অল স্টার্স একাদশ। বলাই বাহুল্য, মেসির অনুষ্ঠানে বহু আগেই নিজেদের লোগো ব্যবহারের অনুমতি পেয়ে গিয়েছিল মোহনবাগান। এবার আনুষ্ঠানিকভাবে সেই অনুমতি পেয়ে গেল ডায়মন্ড হারবারও। তবে এসবের মাঝেই ডার্বি না হওয়ায় মন ভেঙেছে অনেকেরই!
গোট কনসার্টে ডায়মন্ড হারবারকে লোগো ব্যবহারের অনুমতি দিয়েছেন অভিষেক
একাধিক সূত্র মারফত খবর, আগামী 13 ডিসেম্বর মেসির কলকাতা সফরে শহরের বুকে অনুষ্ঠিত হতে যাওয়া গোট কনসার্টে মেসির পাশাপাশি উপস্থিত থাকবেন জন আব্রাহামের মতো বলিউড তারকা এমনকি ফুটবলপ্রেমী মানুষজন। এদিকে এতদিন লিওর সামনে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটিতে অংশ নেওয়ার কথা ছিল ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের। শেষ দিন পর্যন্ত তেমনটাই শোনা যাচ্ছিল নানা মহলে। তবে হঠাৎ সেই সম্ভাবনা বদলে লাল হলুদের জায়গায় উঠে এলো, ডায়মন্ড হারবারের নাম। তাতে অবশ্য কিছুটা হলেও মনক্ষুন্ন হয়েছেন বঙ্গের ডার্বি পাগল মানুষজন।
জানা গিয়েছে, সোমবার পর্যন্ত ডায়মন্ড হারবারের কাছে মেসির অনুষ্ঠানে অংশগ্রহণের ক্ষেত্রে নিজস্ব লোগো ব্যবহারের কোনও অনুমতি ছিল না। তবে গতকাল অর্থাৎ মঙ্গলবার ডায়মন্ড হারবার এফসির ভাইস প্রেসিডেন্ট আকাশ বন্দ্যোপাধ্যায় একটি চিঠিতে মেসির ভারতে আসার নেপথ্যে মূল কান্ডারী শতদ্রু দত্তকে স্পষ্ট জানান, “ডায়মন্ড হারবার নিজেদের লোগো ব্যবহার করতে পারবে। দলের চিফ প্যাট্রন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারকে লোগো ব্যবহারের অনুমতি দিয়ে দিয়েছেন।”
অবশ্যই পড়ুন: টাটা বা আম্বানি নন, ভারতের সবচেয়ে বড় দানবীর ইনি! এক বছরে বিলিয়েছেন ২,৭০০ কোটিরও বেশি
উল্লেখ্য, দীর্ঘ 14 বছর পর ভারতে আসছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এর আগে প্রথমবারের মতো 2011 সালে এদেশের মাটিতে পা রেখেছিলেন তিনি। তাই মেসিকে নিয়ে ভক্তদের উন্মাদনাটা একেবারে আলাদা জায়গায়। বলে রাখি, গোট ইন্ডিয়া ট্যুরের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী 13 ডিসেম্বর কলকাতায় পৌঁছে, যুবভারতীর অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি নিজের মূর্তি উদ্বোধনের মতো বেশ কিছু কর্মসূচি সেরে 14 ডিসেম্বর মুম্বই এবং 15 ডিসেম্বর দিল্লি সফর করে নিজের দেশে ফিরবেন LM10। শোনা যাচ্ছে, এবারের ভারত সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথেও দেখা করতে পারেন মেসি।