মেসির স্ট্যাচুর পাদদেশে স্বামী বিবেকানন্দর মূর্তি! ‘বাংলার অপমান’ বলে গর্জে উঠলেন সৌমিত্র খাঁ

Lionel Messi Statue

প্রীতি পোদ্দার, কলকাতা: প্রায় ১৪ বছর পর শহরে এসেছেন ফুটবলের ‘GOAT’ লিওনেল মেসি। তাইতো আজ আট থেকে আশি, সকলেই মেসি জ্বরে আক্রান্ত। মাঝরাতে তাঁর ফ্লাইট কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। আর তাঁকে এক ঝলক দেখতে ভক্তদের ঢল নেমেছিল বিমানবন্দরে। এদিকে মেসিকে স্বাগত জানানোর জন্য বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুজিত বসুর উদ্যোগে ৭০ ফুটের মূর্তি তৈরি হয়েছে লেক টাউনে। এবার সেই মূর্তি (Lionel Messi Statue) নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। রাজ্য সরকারের প্রতি ক্ষোভ উগরে দিলেন তিনি।

মেসির মূর্তি নিয়ে তৃণমূলকে তোপ সৌমিত্রর

মেসির কলকাতা সফরকে স্মরণীয় করে রাখতে বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুজিত বসুর উদ্যোগে ৭০ ফুটের মূর্তি তৈরি করা হয়েছিল লেক টাউনে। কিন্তু সেই মূর্তির পায়ের সামনেই দেখা যায় স্বামী বিবেকানন্দের মূর্তি, যেটি উচ্চতায় অনেকটাই ছোট। আর সেই ন্যক্কারজনক দৃশ্য নিয়ে এবার সরাসরি শাসকদল তৃণমূল কংগ্রেসকে অভিযোগের কাঠগড়ায় তুললেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি তাঁর ফেসবুকে লিখেছেন যে, “একজন ফুটবলপ্রেমী হিসেবে আমি বিশ্ব ফুটবলের মহান আইকন লিওনেল মেসিকে ভারতে স্বাগত জানাই। ফুটবল আমাদের কাছে শুধুই খেলাই নয় – এটি আবেগ, আত্মপরিচয় ও লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা। কিন্তু প্রশ্নটা তৃণমূল কংগ্রেসের বিকৃত মানসিকতা নিয়ে। একজন বিদেশি ক্রীড়া তারকার মূর্তির পায়ের কাছে স্বামী বিবেকানন্দের মূর্তি বসানো হয়েছে! যিনি বাংলার আত্মা, ভারতের বিবেক, জাতীয় চেতনার অগ্নিশিখা – তাঁকে কারও পায়ের নিচে রাখে?”

আরও পড়ুন: শাহজাহান-সাক্ষীর দুর্ঘটনা কাণ্ডে অবশেষে গ্রেফতার ১, এখনও অধরা লরির চালক

বিবেকানন্দের মূর্তিকে অপমান তৃণমূলের!

সৌমিত্র খান সমাজ মাধ্যমে অভিযোগ করেছেন যে, “আজ তৃণমূল শাসনে বাংলায় যা ঘটছে, তা বাঙালির গর্ব, সংস্কৃতি ও আত্মসম্মানের উপর নগ্ন আঘাত। লিওনেল মেসির মূর্তি উন্মোচনের নামে যে ন্যক্কারজনক দৃশ্য তৈরি করা হয়েছে, তা শুধু লজ্জাজনক নয় বরং পরিকল্পিত অপমান। স্বামী বিবেকানন্দ কোনও শো-পিস নন। তিনি কারও পায়ের তলায় রাখার প্রতীক তো ননই। স্বামী বিবেকানন্দ মানে – মাথায় ধারণ করার আদর্শ, হৃদয়ে বাঁচিয়ে রাখার প্রেরণা, জীবনে অনুসরণ করার দর্শন। এটাই কি তৃণমূলের ‘বাঙালি গর্ব’? এটাই কি তাদের সংস্কৃতির সংজ্ঞা? বাংলা এটা মেনে নেবে না। বাংলা ভুলবে না। বাংলা চুপ করে থাকবে না। স্বামী বিবেকানন্দ বাংলার আত্মসম্মান। আর সেই আত্মসম্মানের সঙ্গে কোনও আপস হবে না – কখনও না।” যদিও এই ঘটনা নিয়ে তৃণমূলের তরফে কোন প্রতিক্রিয়া এখনও অবধি পাওয়া যায়নি।

Leave a Comment