বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসির মুখ থেকে এক কথা শুনেই আনন্দে গদগদ ভক্তরা। কয়েক মাস আগে নিজে মুখে তিনি বলেছিলেন, আর বিশ্বকাপে খেলব কিনা জানিনা! এবার বললেন, ‘মেগা টুর্নামেন্টে অবশ্যই অংশগ্রহণ করতে চাই। সেক্ষেত্রে ফিটনেসের দিকে নজর রেখে তবেই এগোব।’ পছন্দের তারকার এমন কথাতেই খুশি ভক্তরা। সেই থেকেই আশা, হয়তো আগামী বছর বিশ্বকাপে খেলতে দেখা যাবে আর্জেন্টাইন মহাতারকাকে (Lionel Messi On 2026 FIFA World Cup)।
ঠিক কী বললেন মেসি?
স্পোর্টস্টারের রিপোর্ট অনুযায়ী, সোমবার একটি সাক্ষাৎকারে আর্জেন্টিনার LM10 জানিয়েছেন, ‘আমি বিশ্বকাপে খেলতে পারলে সত্যিই খুব খুশি হব। আসলে আমি সেখানে খেলতে চাই। জাতীয় দলের জন্য আমি আরও অবদান রাখতে চাই।’
তবে মেসি মনে করেন, বিশ্বকাপে খেলার জন্য তিনি পুরোপুরি ফিট কিনা সেটা আগে জেনে নেওয়া দরকার। তাঁর কথায়, ‘বিশ্বকাপ খেলতে চাই ঠিকই, তবে যদি নিজের 100 শতাংশ দিতে পারি, যদি জাতীয় দলে খেলার জন্য নিজেকে যোগ্য মনে করি তাহলেই সিদ্ধান্ত নেব।’ বলে রাখি, আগামী বছর ইন্টার মায়ামির হয়ে প্রাক মরসুম প্রস্তুতি শুরু করবেন মেসি।
আদৌ 2026 বিশ্বকাপে খেলবেন লিও?
মেসির আগামী বছরের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী তাঁর দীর্ঘদিনের বন্ধু অ্যাঞ্জেল দি মারিয়া। তাঁর কথায়, ‘বিশ্বকাপে মেসি ম্যাজিক দেখা যাবে। ও কিন্তু খেলা এখনও শেষ করেনি। বিশ্বকাপ তো খেলবেই, এরপর আরও ম্যাচ খেলা বাকি আছে ওর। আমি মেসির সাথে কথা বলেছি। আমি খুশি যে ও এখনও ফুটবলটা চালিয়ে যাচ্ছে।’
অবশ্যই পড়ুন: এই কারণে MI ছেড়ে অধিনায়ক হিসেবে KKR এ যোগ দিতে পারেন রোহিত শর্মা
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নেমেছিল আর্জেন্টিনা। সে মাসের 4 তারিখ ভেনিজুয়েলার বিরুদ্ধে মাঠে নেমেই জোড়া গোল করে দলকে জেতান মেসি। সেই ম্যাচে মেসির পায়ের জাদু দেখতে স্টেডিয়ামে উপচে পড়েছিল ভিড়। বাবার খেলা দেখতে এসেছিলেন মেসির সন্তানরাও। এদিন খেলা শুরুর আগে মেসির চোখে জল দেখা গিয়েছিল। শুধু তাই নয়, ম্যাচ শেষ করে আর্জেন্টিনার 10 নম্বর জার্সি বলেছিলেন, ‘বয়সের কথা যদি বলি, তাহলে আমি আগামী বছর বিশ্বকাপে খেলতে পারবো না। কিন্তু আমি প্রত্যেকটা ম্যাচ ধরে ধরে এগোতে চাই।’ সেই বক্তব্যের পর এবার একেবারে খোলাখুলি বিশ্বকাপে খেলার ইঙ্গিত দিলেন লিও।