মোক্ষম তাস লুকিয়ে রেখেছেন ব্রুজো, ডার্বির আগে কোনওমতেই করবেন না ফাঁস

Oscar Bruzon On Derby East Bengal Vs Mohun Bagan Durand Cup Match

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবার ম্যারাথনের ঘোড়া মোহনবাগানকে আটকাতে রুদ্ধদ্বার অনুশীলনের সিদ্ধান্ত নিয়েছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। শত প্রশ্ন করেও, তাঁর মুখ থেকে ডার্বির কোনও কৌশল বের করা যাচ্ছে না।

তবে কথা বললেই লাল হলুদ কোচের গলায় শোনা যাচ্ছে, মোহনবাগান শক্তিশালী দল। ওরা দাপট দেখিয়ে খেলে। ওদের আটকে রাখা কঠিন। তবে আমরাও হাল ছাড়বো না। গত বছর পারিনি। এ বছর আমরা পুরোপুরি তৈরি।

এক কথায়, প্রতিপক্ষকে সমীহ করলেও তাদের এগিয়ে রাখতে নারাজ ইস্টবেঙ্গল কোচ। বরং বাগানের প্রশংসা করেই নিঃশব্দে ডুরান্ড কাপের ডার্বি জেতাই লক্ষ্য লাল হলুদের স্প্যানিশ কোচের।

যদিও এতদিনে অস্কার বুঝে গিয়েছেন ডার্বি ঠিক কী! তাই তো তিনি জানালেন, ডার্বিতে জিততে পারলে সমর্থকরা মাথায় তুলে নাচবে! তবে হেরে গেলে হতে হবে খলনায়ক। এখন সেই দুঃসময়টাই যাতে না আসে সেই চেষ্টাই করে চলেছে ইস্টবেঙ্গল ব্রিগেড।

ইস্টবেঙ্গলকে না জেতানো পর্যন্ত কৌশল ফাঁস করবেন না ব্রুজো

মোহনবাগান যে শক্তিশালী দল তা বলার অপেক্ষা রাখে না। তাই রবিবারের ম্যাচে সর্বশক্তি দিয়ে প্রতিবেশীকে আটকাতে একেবারে উঠে পড়ে লেগেছে ইস্টবেঙ্গল। সেই মতোই শেষ পর্বের প্রস্তুতি সারছে অস্কারের দল। এদিকে সাংবাদিকদের সামনে কৌশল নিয়ে একেবারে মুখে কুলুপ এঁটেছেন লাল হলুদের হেড স্যার।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের কৌশল সম্পর্কে একটাও কথা বলতে শোনা যাচ্ছে না তাঁকে। তবে রবিবারের প্রতিপক্ষকে নিয়ে তিনি যে যথেষ্ট চিন্তিত সে কথা বলে দেয় তাঁর পূর্ব বক্তব্য। সম্প্রতি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অস্কার জানিয়েছিলেন, মোহনবাগানে সব শক্তিশালী ফুটবলার। ওরা মাঠে দাপট দেখিয়ে গোল করে। সেটপিস থেকেও গোল করার রেকর্ড রয়েছে ওদের।

তবে আমরাও প্রস্তুত। প্রতিপক্ষকে আটকাতে সব রকম চেষ্টা করবে ইস্টবেঙ্গলের ছেলেরা। এদিন মোহনবাগানের ক্ষমতাকে সামনে রেখেই নিজেদের প্রস্তুতি নিয়ে এমন কথাই বলেছিলেন অস্কার। তবে আগামীকাল ঠিক কোন কৌশলে বাগানকে টেক্কা দেওয়া হবে সে বিষয়ে মুখ খুলতে নারাজ লাল হলুদের প্রধান কোচ।

অস্কার বলে দিলেন, কোন ফার্মেশনে দল সাজাবো, কিংবা মোহনবাগানের বিরুদ্ধে আমাদের প্রস্তুতি ঠিক কোন পর্যায়ে, এসব নিয়ে এখন মুখ খুলতে চাই না। ব্রুজোর কথায়, এর আগে ম্যাচের প্রাক্কালে কৌশল ফাঁস হওয়ায় যথেষ্ট সমস্যা হয়েছিল। তবে এই বছর আর নতুন করে সেই ভুল করতে চাই না। সব মিলিয়ে, ডার্বির আগে ইস্টবেঙ্গল কোচের কথা থেকেই বোঝা যাচ্ছে, আগামীকালের ম্যাচটা তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং সম্মানের!

অবশ্যই পড়ুন: ইস্ট-মোহনের ১০ প্লেয়ার, বাদ সুনীল! নেশনস কাপের জন্য ৩৫ সদস্যের দল ঘোষণা খালিদের

উল্লেখ্য, মোহনবাগানের বিরুদ্ধে রুদ্ধদ্বার অনুশীলনের মধ্যে দিয়ে নিজেদের প্রস্তুত করার আবহে হঠাৎ খারাপ খবর এলো ইস্টবেঙ্গল শিবিরে। শুক্রবার পিতৃহারা হয়েছেন ইস্টবেঙ্গলের প্যালেস্টাইন তারকা মহম্মদ রশিদ। সে খবর পেতেই তড়িঘড়ি দেশে ফিরে গিয়েছেন তিনি। কাজেই ডার্বির আগে রশিদের চলে যাওয়া যথেষ্ট চাপ বাড়িয়েছে ইস্টবেঙ্গল শিবিরে।

যদিও এরই মাঝে ইস্টবেঙ্গলের সাথে অনুশীলন করতে দেখা গেল জয় গুপ্তাকে। তবে তিনি মোহনবাগান ম্যাচে খেলবেন কিনা সেটা স্পষ্ট জানালেন না অস্কার। শুধু বললেন, ও আমাদের পরিকল্পনায় আছে… এখন দেখার, বাগানের বিরুদ্ধে রশিদের বিকল্প হিসেবে কাকে জায়গা দেয় লাল হলুদ ম্যানেজমেন্ট।

Leave a Comment