প্রীতি পোদ্দার, কলকাতা: চলতি শিক্ষাবর্ষ থেকে সেমেস্টার পদ্ধতিতে একাদশ ও দ্বাদশের পঠনপাঠন ও পরীক্ষা শুরু হতে চলেছে। একাদশের দু’টি সেমেস্টার অর্থাৎ প্রথম ও দ্বিতীয় সেমেস্টার এবং দ্বাদশের দু’টি সেমেস্টার, তৃতীয় ও চতুর্থ সেমেস্টার। দেখতে দেখতে সময়ও প্রায় এগিয়ে এল। অবশেষে আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টার। আগামী ২২ সেপ্টেম্বর শেষ হবে এই পরীক্ষা। সকাল ১০ টা থেকে বেলা ১১ টা ১৫ পর্যন্ত মোট ১ ঘন্টা ১৫ মিনিটের পরীক্ষা হবে। এবার একনজরে দেখে নেওয়া যাক কবে কবে কী কী বিষয়ে পরীক্ষা হবে।
তৃতীয় সেমেস্টারের পরীক্ষার সময়সূচি
পরীক্ষার সূচি অনুযায়ী আগামী ৮ সেপ্টেম্বর, সোমবার বাংলা (এ), ইংরেজি (এ), হিন্দি (এ), নেপালি (এ), উর্দু , সাঁওতালি, ওড়িয়া, তেলেগু, পঞ্জাবি ভাষার পরীক্ষা হবে। পরেরদিন অর্থাৎ, ৯ সেপ্টেম্বর, মঙ্গলবার হবে হেলথ কেয়ার, অটোমোবাইল, অরগানাইজ়ড রিটেলিং, সিকিউরিটি, আইটি অ্যান্ড আইটিইএস, ইলেকট্রনিক্স, টুরিজম অ্যান্ড হসপিট্যালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপারেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এগ্রিকালচার, পাওয়ার, ব্যাঙ্কিং ফিন্যান্সিয়াল সার্ভিস অ্যান্ড ইনশিয়োরেন্স, ফুড প্রোসেসিং, টেলিকম। ১০ সেপ্টেম্বর, বুধবার, ইংরেজি, বাংলা, হিন্দি , নেপালি এবং অল্টারনেটিভ ইংরেজি পরীক্ষা হবে। এবং ১১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ইকোনমিকস, অ্যান্থ্রোপলজি, সায়েন্স অফ ওয়েলবিয়িং ও অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পরীক্ষা হবে।
টানা দু সপ্তাহ ধরে চলবে পরীক্ষা
এছাড়াও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সূচি অনুযায়ী ১২ সেপ্টেম্বর, শুক্রবার হবে ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন এবং অ্যাকাউন্ট্যান্সি পরীক্ষা। পরেরদিন ১৩ সেপ্টেম্বর, শনিবার হবে কম্পিউটার সায়েন্স, মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশবিদ্যা, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক এবং ভিসুয়াল আর্টস বিষয়ে পরীক্ষা। ১৫ সেপ্টেম্বর সোমবার পরীক্ষা হবে রাশিবিজ্ঞান, মনোবিজ্ঞান, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অ্যাডাল্টিং এবং ইতিহাস বিষয়ের। পাশাপাশি ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার রয়েছে রসায়ন, ভূগোল, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট এবং বিজ়নেস স্টাডিজ বিষয়ের পরীক্ষা।
আরও পড়ুন: চিকিৎসায় গাফিলতিতে মৃত্যু শিশুর! দুর্গাপুর মহকুমা হাসপাতালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হবে শুধু দর্শন বিষয়ের পরীক্ষা। পরের দিন ১৯ তারিখ শুক্রবার হবে গণিত, কৃষিবিজ্ঞান, সাংবাদিকতা ও গণজ্ঞাপন, সংস্কৃত, ফারসি এবং আরবি বিষয়ের পরীক্ষা। ২০ সেপ্টেম্বর শনিবার হবে সাইবার সিকিউরিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স, সমাজবিজ্ঞান বিষয়ের পরীক্ষা। অবশেষে ২২ সেপ্টেম্বর, সোমবার শেষ হবে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমেস্টার। সেদিন বায়োলজিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান এবং কোস্টিং অ্যান্ড ট্যাক্সেশন পরীক্ষা হবে।