মোদির মাকে নিয়ে AI ভিডিও বানাল কংগ্রেস, ভোটমুখী বিহারে রেগে লাল বিজেপি!

Narendra Modi Mother AI Video shared by Bihar Congress controversy started

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভোটমুখী বিহারে গালিগালাজের পর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাকে নিয়ে একটি AI ভিডিও (Narendra Modi Mother AI Video) সোশ্যাল মিডিয়ায় শেয়ার করল বিহার কংগ্রেস। যা ইতিমধ্যেই তুমুল শোরগোল ফেলেছে নেট দুনিয়ায়। তবে বিজেপির দাবি, 36 সেকেন্ডের ওই AI ভিডিওটিতে নরেন্দ্র মোদির মা হীরাবেনকে দেখিয়ে প্রধানমন্ত্রীকে অপমান করা হয়েছে। যদিও কংগ্রেসের পাল্টা বক্তব্য, ওই ভিডিওতে কাউকে অপমান বা নিচু করে দেখানো হয়নি। দুই শিবিরের রাজনৈতিক প্রতি আক্রমণের মাঝেই এবার মুখ খুললেন বিহারের উপমুখ্যমন্ত্রী।

কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী

বিহারে নির্বাচনের প্রাক্কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাকে নিয়ে তৈরি AI ভিডিও প্রসঙ্গে এবার নিজের এক্স হ্যান্ডেলে কংগ্রেসকে তুলোধোনা করলেন রাজ্যটির উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, কংগ্রেস দল দুষ্টতার সীমা অতিক্রম করে গেছে। এরা এখন AI প্রযুক্তির অপব্যবহার করে মাননীয় প্রধানমন্ত্রীর মাকে অপমান করছে। এটি কংগ্রেসের মানসিক দেউলিয়াত্ব এবং নিচু চিন্তা ভাবনার প্রমাণ। এটি দেশের প্রতিটি মাতৃশক্তির জন্য অপমানের।

বিহারের উপ মুখ্যমন্ত্রী আরও লেখেন, মোদিজির মা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু কংগ্রেসের অবনমিত চিন্তাভাবনা দেখায় তাদের কাছে মানবিকতা এবং মূল্যবোধের কোনও দাম নেই। মনে রাখবেন, বিহারের মাটি কখনও এই অপরাধ ক্ষমা করবে না। যারা মাকে অপমান করে তাদের বিচার হবেই.. যদিও এমন কটাক্ষ আমলে নেয়নি কংগ্রেস।

 

অবশ্যই পড়ুন: এশিয়া কাপের মাঝেই চরম দুঃসংবাদ! সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল ভারতীয় ক্রিকেটারের

ঠিক কী দেখানো হয়েছে ওই AI ভিডিওটিতে?

কংগ্রেসের তরফে নরেন্দ্র মোদি এবং তাঁর মায়ের একটি AI ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে তার ক্যাপশনে লেখা হয়েছে, সাহেবের স্বপ্নে এলেন মা। ভিডিওটি দেখায়, ভোট চুরি সেরে নিশ্চিন্তে ঘুমোতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কোনও মতে খাটে শুয়ে চোখ বুঁজেছেন তিনি। এমন সময়ে মোদির স্বপ্নে এলেন তাঁর মা।

ভিডিওটিতে দেখা যায়, প্রধানমন্ত্রীর স্বপ্নে এসে তাঁর মা বলছেন, বাবা, প্রথমে তুই আমাকে নোটবন্দির লাইনে দাঁড় করালি, এরপর আমার পা ধোয়ার রিল বানালি! আর এখন বিহারে আমার নাম ব্যবহার করে রাজনীতি করছিস! তুই আমায় অপমান করে বিহারে ব্যানার, পোস্টার ছাপাচ্ছিস, তুই আবার নতুন করে বিহারের নাটক শুরু করেছিস! রাজনীতির নামে আর কত নিচে নামবি! এদিকে স্বপ্নে মায়ের কথা শুনে আচমকা ঘুম ভেঙে যায় নরেন্দ্র মোদির।

 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও বিহারে ভোটের আগে রাজনৈতিক উত্তাপ অনেকটাই বাড়িয়েছে বলা যায়। কংগ্রেসের তরফে এমন ভিডিও পোস্ট করায় একেবারে ক্ষোভে ফুঁসছে গেরুয়া শিবির। এ নিয়ে বিজেপির সাংসদ রাধামোহন দাস আগরওয়াল জানান, পারিবারিক জীবন থেকে সব সময় রাজনীতিকে আলাদা করে রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে কংগ্রেস প্রথমে মোদিজির মাকে গালিগালাজ করে, এখন ডিপফেক প্রযুক্তিকে কাজে লাগিয়ে AI ভিডিও বানাচ্ছে। দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে! এই ঘটনার দেশের জন্য অসম্মানের। এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানানোরও দাবি করেন গেরুয়া শিবিরের ওই সাংসদ।

Leave a Comment