‘মোদি মহান মানুষ, আমার বন্ধু!’ সুর নরম করে ভারতে আসার ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

Donald Trump India Tour his possible India visit in 2026

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতে আসছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্কযুদ্ধের আবহে বড় খবর দিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump India Tour)। গত বৃহস্পতিবার, ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করতে গিয়ে তাঁকে মহান মানুষ এবং দারুণ বন্ধু হিসেবে আখ্যায়িত করেন মার্কিন প্রেসিডেন্ট। সেই সাথে, ট্রাম্প বললেন, ‘বাণিজ্য চুক্তি নিয়ে ভারত ও আমেরিকার মধ্যে বিস্তর আলোচনা চলছে। এ নিয়ে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে নিয়মিত কথা বলছি।’ ট্রাম্প এদিন ফের রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে মুখ খুললেন। বললেন, ‘ভারত এখন রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছ।’ পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে শীঘ্রই ভারত সফরের ইঙ্গিত দিয়ে রাখলেন আমেরিকার প্রেসিডেন্ট।

ফের রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভাষণ দিলেন ট্রাম্প

টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট অনুযায়ী, গতকাল, সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট প্রথমেই নরেন্দ্র মোদির প্রশংসা করেন। ভারতের প্রধানমন্ত্রীর গুনগান দিয়ে শুরু করে ট্রাম্প আসেন রাশিয়া থেকে ভারতের তেল কেনার প্রসঙ্গে। তখনই ট্রাম্প বলেন, ‘ভারত ও আমেরিকার মধ্যে আলোচনা বেশ ভালই চলছে। ভারত তো রাশিয়া থেকে তেল কেনা প্রায় বন্ধই করে দিয়েছে। মোদি আমার বন্ধু, আমরা নিয়মিত কথা বলি এবং তিনি চান যে আমি সেখানে যাই। আমরা এই সফরের বিষয়টা বিবেচনা করব এবং আমি যাব। প্রধানমন্ত্রী একজন মহান ব্যক্তি, আমি অবশ্যই সেখানে যাব।’

বলাই বাহুল্য, চলতি বছরই কোয়াড শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে আসার কথা ছিল ডোনাল্ড ট্রাম্পের। তবে মাঝে দু দেশের মধ্যে বাণিজ্য নিয়ে তীব্র টানাপোড়নের কারণে সেই সফর বাতিল হয়েছে। তবে বিগত কিছুদিন ধরেই ভারতের প্রতি সুর নরম করে এক নতুন কথা বলছেন ট্রাম্প। আসলে নয়া দিল্লির উপর ওয়াশিংটন ডিসির 50 শতাংশ শুল্ক চাপানোর যে কারণ অর্থাৎ রাশিয়া থেকে ভারতের তেল কেনে নিয়ে বারবার মুখ খুলছেন আমেরিকার প্রেসিডেন্ট। তাঁর একটাই বক্তব্য, ‘ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে।’ যদিও এ প্রসঙ্গে নয়া দিল্লির তরফে কোনও রকম বক্তব্য আসেন। যদিও আগে থেকেই ভারতীয় মন্ত্রক জানিয়ে রেখেছিল, জনগণের স্বার্থ রক্ষার্থে সব রকম পদক্ষেপ নেওয়া হবে।’

অবশ্যই পড়ুন: শিশুসাথী প্রকল্প নিয়ে বড় ঘোষণা মমতার

কবে ভারতে আসবেন ট্রাম্প?

সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমেরিকার প্রেসিডেন্ট বলেছেন, তিনি খুব শীঘ্রই ভারত সফর করবেন। গোটা বিষয়টি বিবেচনা করা হচ্ছে।’ বৃহস্পতিবার আমেরিকার প্রেসিডেন্ট একেবারে জোর দিয়েই ভারত সফরের ইঙ্গিত দেন। তাতে বোঝাই যাচ্ছে, সুর নরম করে এখন পুরনো সিদ্ধান্ত থেকে সরে আসতে চাইছেন রিপাবলিকান নেতা। সূত্রের যা খবর, সব ঠিক থাকলে আগামী বছর অর্থাৎ 2026 সালেই ভারতে আসতে পারেন ডোনাল্ড ট্রাম্প।

Leave a Comment