বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিগত কয়েক মাস ধরে শুল্ক সংঘাতে জড়িয়ে ভারত এবং আমেরিকা। যার জেরে বারবার প্রশ্নের মুখে দাঁড়িয়েছে দুই রাষ্ট্রনেতা নরেন্দ্র মোদি এবং ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্ব। যদিও ভারতের ঘাড়ে শুল্কের বোঝা চাপিয়ে বেশ কয়েকবার প্রধানমন্ত্রীর প্রশংসায় সরব হয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট। এবারেও সেই একই পথে হাঁটলেন তিনি (Donald Trump On Narendra Modi)। আরও একবার ট্রাম্পের গলায় শোনা গেল মোদির ভুয়শী প্রশংসা। নরেন্দ্রকে একেবারে নিজের বাবার সাথে তুলনা করলেন তিনি। এখানেই শেষ নয়, বললেন, ‘শুল্ক নিয়ে ভারত এবং চিনের সাথে সমস্যা সমাধানের পথে হাঁটছে আমেরিকা।’
ফের মোদিকে নিয়ে মুখ খুললেন ট্রাম্প
দক্ষিণ কোরিয়ায় আয়োজিত Asia Pacific Economic Cooperation CEO সম্মেলনে বক্তৃতা রাখছিলেন ট্রাম্প। সেখানেই আচমকা ভারতের প্রসঙ্গ তোলেন আমেরিকার প্রেসিডেন্ট। পাকিস্তানের সাথে পূর্বের প্রসঙ্গ তুলে তুলনা এনে ট্রাম্প বলেন, ‘ভারত এবং পাকিস্তানের সাথে বাণিজ্য চুক্তি নিয়ে কথা বলছিলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমার ভাল বন্ধু, উনি খুব ভাল মানুষ। পাকিস্তানের প্রধানমন্ত্রীও অসাধারণ মানুষ। তাদের ফিল্ড মার্শালও দুর্দান্ত যোদ্ধা। ফোনে মোদির সাথে বাণিজ্য চুক্তি নিয়ে কথা বলার সময় বলেছিলাম চুক্তি করতে পারবো না। কারণ তোমরা পাকিস্তানের সাথে লড়ছ। পাকিস্তানকেও একই কথা বলি। ওরা অবশ্য বলেছিল না না….’
এদিন প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, ‘ওরা খুব স্টং। প্রধানমন্ত্রী মোদি দেখতে অসাধারণ। অনেকটা বাবার মতো। হি ইজ আ কিলার। হি ইজ টাফ। সে আমাকে বলেছিল আমরা লড়ব। কিছুক্ষণ পরে দেখি লড়াই বন্ধ হয়ে গিয়েছে। ওরা ভাল মানুষ।’ এদিন আজব স্বরে মোদির প্রশংসা করার পাশাপাশি ফের ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধের নেপথ্যে নিজের অবদান তুলে ধরেছিলেন ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্টের দাবি, তিনি 8 মাসে 8টা যুদ্ধ বন্ধ করেছেন।
অবশ্যই পড়ুন: এবার ফোনে ভেসে উঠবে কলারের আসল নাম, নয়া পরিষেবা আনছে TRAI
ভারত, চিনের সাথে শুল্ক সমস্যা মেটাতে মরিয়া আমেরিকা!
ভারত পাকিস্তান সংঘাত নিয়ে একাধিক মন্তব্যের পাশাপাশি এদিন খুব শীঘ্রই নয়া দিল্লির সাথে শুল্ক সংক্রান্ত সমস্যা মিটমাট হয়ে যাবে বলেও দাবি করেন ট্রাম্প। সেই সাথে, আমেরিকান প্রেসিডেন্ট বলেন, শুল্কের কারণে আমেরিকার বাণিজ্য ঘাটতি একেবারে 4 ট্রিলিয়ন ডলার কমে গিয়েছে। এদিন ভারতের পাশাপাশি আমেরিকার চিরশত্রু হিসেবে পরিচিত চিনের সাথেও বাণিজ্য নিয়ে সমস্যা, মিটমাট করে নেওয়ার কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর কথায়, ‘চিনের সাথেও সমস্যা মিটে যাবে আশা করছি। আন্তর্জাতিক ক্ষেত্রে এমনভাবে সংঘাত চালিয়ে যাওয়ার থেকে সমস্যা মিটিয়ে নেওয়াই ভাল।’
US Prez Trump:
Prime Miniter Modi is a nicest looking guy, he looks like a father, but he is a killer his stuff is like we will fight#PMModi pic.twitter.com/DNXzDs1lPb
— Smriti Sharma (@SmritiSharma_) October 29, 2025