মোদীর বঙ্গ সফর, বাংলায় ট্রেন দুর্ঘটনা…! একঝলকে আজকের সেরা ১০ খবর (২০ ডিসেম্বর)

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২০ ডিসেম্বর, শনিবার। মোদীর বঙ্গ সফর, সেভেন সিস্টার্স দখলের হুমকি, মেসি কাণ্ডে বিস্ফোরক তথ্য, দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) বেটিং মামলায় অঙ্কুশ এবং মিমির সম্পত্তি বাজেয়াপ্ত

বেটিং এবং অর্থ পাচার মামলায় এবার বিরাট পদক্ষেপ নিল ইডি। বেআইনি বেটিং প্ল্যাটফর্ম ১এক্সবেট সংক্রান্ত তদন্তে টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরার ৪৭.২০ লক্ষ টাকা এবং অভিনেত্রী মিমি চক্রবর্তীর ৫৯ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এমনকি সোনু সুদ, নেহা শর্মা, যুবরাজ সিং, রবীন উথাপ্পা সহ আরও বেশ কিছু তারকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী খবর। মোট বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ ৮ কোটি টাকা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) মোদীর জনসভায় আসতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু চারজনের

নদীয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগ দিতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চারজনের। মুর্শিদাবাদ থেকে আসা কয়েকজন ভোরবেলা রেললাইনের ধারে শৌচকাজ করতে গিয়েছিল। তবে আচমকা সেই লাইনে একটি ট্রেন এসে ধাক্কা মারে। এতেই তারা প্রাণ হারান। ঘটনায় আরও দুইজন আহত হয়েছে এবং একজনকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে রিপোর্ট। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) এয়ার ইন্ডিয়ার পাইলটের বিরুদ্ধে যাত্রীকে মারধরের অভিযোগ

দিল্লি বিমানবন্দরে টার্মিনাল ১-এ এক যাত্রীকে মারধর করার অভিযোগ উঠেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এক পাইলটের বিরুদ্ধে। হ্যাঁ, যাত্রী অঙ্কিত দেওয়ান দাবি করেছেন যে, নিরাপত্তা লাইন নিয়ে বিবাদ থেকে পাইলট থেকে শারীরিকভাবে আক্রমণ করেছেন। যার ফলে তিনি রক্তাক্ত হয়ে পড়েছেন। ঘটনাটি ঘটেছে তার ৭ বছরের মেয়ের সামনে, যা শিশুটিকে মানসিকভাবে আতঙ্কিত করে তুলেছে। আর এই ভিডিও ভাইরাল হতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস দুঃখ প্রকাশ করে পাইলটকে বরখাস্ত করেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) বাংলাদেশের দিপু দাসকে পুড়িয়ে মারার ঘটনায় গ্রেফতার ৭

বাংলাদেশের ময়মনসিংহের ভালুকায় ধর্মীয় অবমাননার অভিযোগে হিন্দু যুবক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে, পুড়িয়ে হত্যা করা হয়েছিল। ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস জানিয়েছেন, র‍্যাব অভিযান চালিয়েই সন্দেহভাজনদের আটক করা হয়েছে। এমনকি এই ঘটনার তীব্র নিন্দা করে তিনি বলেছেন, নতুন বাংলাদেশে এই ধরনের সহিংসতার কোনওরকম স্থান নেই। দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) দক্ষিণ-পূর্ব রেলে একাধিক ট্রেন বাতিল

নতুন বছরের শুরুতে দক্ষিণ-পূর্ব রেল একাধিক ট্রেন বাতিলের ঘোষণা করেছে। অপারেশনাল এবং পরিকাঠামোগত কাজের কারণে খড়গপুর এবং আদ্রা ডিভিশনে বহু ট্রেন সাময়িকভাবে বাতিল থাকব বলে খবর। ২ জানুয়ারি থেকে খড়গপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, ধানবাদ, রৌরকেলা, ঝারসুগুড়া ও সম্বলপুর রুটের বেশ কয়েকটি মেমু ট্রেন বাতিল করা হয়েছে। এমনকি ডিসেম্বরে শেষ দিকে বেশ কিছু ট্রেন আংশিক বাতিল ও রুট পরিবর্তন করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে অপারেশন নিয়ে বিতর্ক

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে চরম চিকিৎসা বিতর্ক শুরু হল। বাঁ পায়ে গুরুতর চোট নিয়ে ভর্তি হওয়া ৭৫ বছরের এক ব্যক্তির অপারেশন ডান পায়ে করা হয়েছে। অপারেশনের পর রোগী এবং পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে ক্ষোভে ফেটে পড়েছে। পরে তাকে ফের অপারেশন থিয়েটারে পাঠানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, দুই পায়ে চোট ছিল। কিন্তু পরিবার তা মানতে নারাজ। এ বিষয়ে অভিযোগ দায়ের হয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ তদন্তেরও আশ্বাস দিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) ভারতের সেভেন সিস্টার্স দখলের হুমকি বাংলাদেশের

ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশে ভারত বিরোধী স্লোগান এবং সেভেন সিস্টার্স দখলের হুমকি দেওয়ার উত্তেজনা ছড়িয়ে পড়ল। কঠোরপন্থী নেতাদের মন্তব্যের প্রতিবাদের ত্রিপুরার পথে নেমেছে তিপরা মোথা দলের যুব শাখা। আগরতলায় বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার অফিসের সামনে জাতীয় পতাকা হাতে বিক্ষোভ দেখানো হয়েছে। এমনকি যুবনেতা এই মন্তব্যকে বিভাজনমূলক এবং অপমানমূলক বলেই আখ্যা দিয়েছেন এবং কড়া কূটনৈতিক পদক্ষেপের দাবি করেছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) তৃণমূলকে তীব্র কটাক্ষ প্রধানমন্ত্রী মোদীর

বিধানসভা নির্বাচনের আগে নদীয়ার তাহেরপুরে ভার্চুয়ালি জনসভা করে তৃণমূলকে তীব্র আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খারাপ আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছতে পারেননি। কিন্তু মোদি দাবি করেছেন, পশ্চিমবঙ্গে মহাজঙ্গলরাজ চলছে এবং মানুষ এখানে থেকে মুক্তি চায়। ডাবল ইঞ্জিন সরকারের পক্ষে সওয়াল করে দিনে তৃণমূলকে কাটমানি এবং দুর্নীতির অভিযোগ আক্রমণ করেছেন। এমনটি কেন্দ্রের টাকা আটকে থাকার জন্য রাজ্য সরকারকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) ইমরান খান এবং তাঁর স্ত্রীর ১৭ বছরের কারাদণ্ড

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবং তাঁর স্ত্রী বুশরা বিবিকে এবার দুর্নীতি মামলায় ১৭ বছরের কারাদণ্ড দিল আদালত। সরকারি উপহার ব্যক্তিগতভাবে ব্যবহারের অভিযোগে তাদের বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৯ ধারায় ১০ বছর এবং দুর্নীতি দমন আইনে আরও ৭ বছরের সাজা দেওয়া হয়েছে। আর দুজনকে মোট ১০ মিলিয়ন পাকিস্তানি রুপি জরিমানাও করা হয়েছে বলে খবর। নিরাপত্তার কারণে আদিওলা হাই সিকিউরিটি জেলে এই রায় ঘোষণা করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) মেসি কাণ্ডে বিস্ফোরক তথ্য জানালেন শতদ্র দত্ত

কলকাতায় মেসি কাণ্ডে বিশৃঙ্খলা নিয়ে এবার ইডি তদন্তে নামল। গ্রেফতার হওয়া আয়োজক শতদ্রু দত্তের জেরায় উঠে এসেছে এবার চাঞ্চল্যকর তথ্য। তিনি দাবি করছেন, ইভেন্টে মোট খরচ হয়েছিল ১০০ কোটি টাকা, যার মধ্যে মেসির পারিশ্রমিক ৮৯ কোটি টাকা। আর শতদ্রু অভিযোগ করছেন, মাঠে তাঁর সংস্থার ১৫০ জনের পাশাপাশি ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের আমন্ত্রিত ৩০০ জন উপস্থিত ছিলেন। এর ফলে ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে এবং অতিরিক্ত সেলফি ও নিরাপত্তা ভঙ্গে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

Leave a Comment