মোদীর শরণে ট্রাম্পে হতাশ জেলেন্সকি! ভারতে আসতে পারেন ইউক্রেন প্রেসিডেন্ট

Ukraine president India tour he may visit India soon

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুধু ভ্লাদিমির পুতিনই নন, ভারত সফরে আসতে পারেন বর্তমানে রাশিয়ার অন্যতম বড় শত্রু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিও। তাহলে কি ট্রাম্পের সাথে আলোচনায় খুশি নন ইউক্রেনের শাসক? শনিবার নয়া দিল্লির ইউক্রেন দূতাবাস থেকে জেলেনস্কির ভারতে আসার ইঙ্গিত মিলেছে।

গতকাল সংবাদ সংস্থা ANI-র সাথে কথা বলতে গিয়ে ভারতে ইউক্রেনের রাষ্ট্রদূত ওলেকজান্দার পলিসচুক জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ভারতে আসতে পারেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে ঠিক কবে নাগাদ ভারতের মাটিতে পা রাখবেন তিনি, সেই দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি বলেই খবর।

দু দেশের মধ্যে আলোচনার পরই চূড়ান্ত হবে জেলেন্সকির ভারত সফর

চলতি বছরের শেষের দিকেই ভারত সফরে আসবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আপাতত তেমনই ইঙ্গিত মিলেছে। তবে এই সম্ভাবনা যদি সত্যি হয় সে ক্ষেত্রে ভারত-আমেরিকা শুল্ক যুদ্ধের আবহে পুতিনের নয়া দিল্লি সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে। কেননা, বন্ধু ভারত যতবার সমস্যায় পড়েছে একমাত্র রাশিয়াই এদেশের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে। আমেরিকার গজোয়ারির ক্ষেত্রেও ভারতের পাশে ঠায় দাঁড়িয়ে রয়েছে পুতিনের দেশ।

এমতাবস্থায়, পুতিনের ভারত সফরের আগে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির এদেশে আসার খবরটা বড়সড় তাৎপর্য বহন করছে। যদিও ইউক্রেনের শাসক ঠিক কবে নাগাদ ভারতের মাটিতে পা রাখবেন সেদিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। জানা যাচ্ছে, ভারত এবং ইউক্রেন উভয় দেশের মধ্যে আলোচনার পরই চূড়ান্ত হবে সেই সফরসূচি।

ভারতে ইউক্রেনের রাষ্ট্রদূতের বক্তব্য, প্রেসিডেন্ট জেলেন্সকির ভারত সফর দু’দেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সফরের মাধ্যমে ভারত এবং ইউক্রেনের মধ্যে দ্বীপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে। বলা বাহুল্য, রাশিয়া যেমন ভারতের দীর্ঘদিনের বন্ধু তেমনই ইউক্রেনও ভারতের মিত্র দেশগুলির মধ্যে একটি। মূলত সে কারণেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলাকালীন বারবার শান্তির বার্তা দিয়ে এসেছে নয়া দিল্লি।

অবশ্যই পড়ুন: চোরাপথে ভারতে অনুপ্রবেশ! বসিরহাট সীমান্তে আটক উচ্চপদস্থ বাংলাদেশি পুলিশ অফিসার

প্রসঙ্গত, এখনও পর্যন্ত বেশ কয়েকবার ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রুশ ইউক্রেন সামরিক সংঘাত শুরু হওয়ার পরেই প্রথমবারের মতো জাপানে জেলেনস্কির সাথে দেখা করেন মোদি। সেবার যুদ্ধ পরিস্থিতি নিয়েও আলোচনা হয় দুই প্রধানের।

এরপর 2024 সালে ইতালিতে ফের G7 শীর্ষ সম্মেলনে সাক্ষাৎ করেন মোদি এবং জেলেন্সকি। জানা যায় ওই বছরই ইউক্রেনের প্রেসিডেন্টকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। মনে করা হচ্ছে, এবার মোদির আমন্ত্রণেই ভারতে আসতে পারেন ইউক্রেনের প্রধান। তবে জেলেন্সকি যদি ভারতে আসেন তবে এটা তাঁর প্রথম ভারত সফর হবে। বহু কূটনীতিকের মতে, ইউক্রেন প্রেসিডেন্টের ভারত সফর যদি সত্যিই হয়, তবে তা ট্রাম্পের জন্য রুশ ইউক্রেন যুদ্ধে শান্তি ফেরানোর পথে বড়সড় ব্যর্থতাকেই প্রমাণ করবে।

Leave a Comment