বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাতারাতি ভাগ্য ফিরল জলপাইগুড়ির ধুপগুড়ি মহকুমার পূর্ব ডাউকিমারী এলাকার সাধারণ প্যারা টিচারের। জানা যাচ্ছে, মাত্র 120 টাকার বিনিময়ে মোবাইল ফোন থেকে কাটা লটারির টিকিটেই কোটিপতি হয়েছেন ডাউকিমারী হাসপাতালপাড়ার বাসিন্দা পেশায় প্যারা টিচার জয়রাম অধিকারী। আর সে খবর জানতে পেরেই কার্যত জ্ঞান হারাবার জোগাড় ধুপগুড়ির লটারি বিজেতার।
মোবাইল থেকেই বুক করেছিলেন লটারির নম্বর
স্থানীয় সূত্র অনুযায়ী, লটারির কাউন্টারে গিয়ে নয়, বরং মোবাইল ফোনের মাধ্যমে লটারির কাউন্টারে টিকিটের নম্বর বুক করেছিলেন ধুপগুড়ির প্যারা টিচার জয়রাম বাবু। পরবর্তীতে রেজাল্ট বেরোলে লটারি বিক্রেতার এক ফোনেই জানতে পারেন কোটিপতি হয়েছেন তিনি।
যদিও প্রথমদিকে সে কথা বিশ্বাস করতে পারছিলেন না প্যারা টিচার জয়রাম। সে বিষয়ে কথা বলতে গিয়ে জলপাইগুড়ির ওই শিক্ষক মশাই জানিয়েছেন, প্রথমে মোবাইলে ফলাফল দেখে বিশ্বাস করতে পারিনি। তবে সন্ধ্যা বাড়তেই লটারি বিক্রেতার ফোনেই সুখবর পান তিনি। জানতে পারেন, 120 টাকার লটারিতেই কোটিপতি হয়েছেন, আর তাতেই একেবারে চোখ কপালে ওঠার জোগাড় জয়রাম বাবুর।
স্থানীয় সূত্রে খবর, প্রায়শই লটারি কাটতেন তিনি। প্যারা টিচার হিসেবে যেটুকু যা আয় হয় তাতে পুরো পরিবার নিয়ে হেসে খেলে সংসার চালানোটা দুষ্কর হয়ে উঠছিল জয়রাম বাবুর পক্ষে। তাই মাঝেমধ্যেই অভ্যাসবশত লটারি কেটে ভাগ্য পরীক্ষা করে দেখতেন তিনি। তবে কল্পনাও করেননি লটারির প্রথম পুরস্কার 1 কোটি টাকা হবে। এদিকে জয়রাম অধিকারীর কোটিপতি হওয়ার খবরে উচ্ছ্বসিত তাঁর পরিবার থেকে শুরু করে আত্মীয়-স্বজন সকলেই।
অবশ্যই পড়ুন: সূর্যর বিশ্বকাপ জেতানো ক্যাচের আগে বাউন্ডারি লাইন পেছনে ঠেলে দেওয়া হয়! দাবি প্রত্যক্ষদর্শী রায়ডুর
কোটি টাকা দিয়ে কী করবেন জয়রাম বাবু?
প্যারা টিচার হলেও, দীর্ঘদিন আর্থিক সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছিল জয়রাম অধিকারীকে। তবে অবশেষে ভগবান মুখ তুলে চেয়েছে। ঈশ্বরের কৃপায় লটারিতে কোটিপতি হয়েছেন তিনি। কিন্তু এই অর্থ দিয়ে ঠিক কী করবেন ধুপগুড়ির বিজেতা? জয়রাম বাবু বললেন, অনেক টাকা নষ্ট করেছি। তবে এবার পরিবার ও সন্তানদের ভবিষ্যতের জন্য কিছু করে রাখতে চাই। অন্যান্য সকলের মতোই এই অর্থ দিয়ে পরিবার নিয়ে সুখে, শান্তিতে জীবনের বাকি সময়টুকু কাটিয়ে দিতে চাইছেন জলপাইগুড়ির এই শিক্ষক।
লটারিতে এক কোটি টাকা পেলেন ধূপগুড়ির শিক্ষক!
লটারিতে এক কোটি টাকা পেলেন ধূপগুড়ির শিক্ষক! লটারির টাকায় পরিবারের জন্য কিছু করার ভাবনা! #Dhupguri
Posted by Dhupguri Express – ধূপগুড়ি এক্সপ্রেস on Monday, August 18, 2025