প্রীতি পোদ্দার, কলকাতা: আর কয়েক মাস পরেই রাজ্য জুড়ে শুরু হতে চলেছে বিধানসভা নির্বাচন। তাই সেই নির্বাচন যাতে সুষ্ঠভাবে সম্পন্ন হয়, তাই এখন থেকেই ভোটের তালিকা থেকে নকল এবং মৃত ভোটারদের সরিয়ে দেওয়া হচ্ছে। খসড়া তালিকা প্রকাশিত হওয়ার পর এইমুহুর্তে রাজ্য জুড়ে চলছে SIR শুনানি (SIR Hearing)। বাংলার একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বকে শুনানিতে তলব করা হচ্ছে। এবার সেই তালিকায় নাম উঠল মোহনবাগান ক্লাবের অন্যতম প্রাণপুরুষ, প্রাক্তন সাংসদ ও বিশিষ্ট বাঙালি শিল্পোদ্যোক্তা টুটু বসুর। সপরিবারে হাজিরার তলব নির্বাচন কমিশনের।
SIR নোটিস নিয়ে গর্জে উঠলেন কুণাল
তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের পোস্ট সূত্রে জানা গিয়েছে, SIR নিয়ে শুনানির জন্য আগামী ১৯ জানুয়ারি, মোহনবাগান ও ফুটবলের অন্যতম প্রাণপুরুষ, প্রাক্তন সাংসদ, সফল বাঙালী উদ্যোগপতি টুটু বসুর সপরিবারকে নোটিস দিয়ে ডাকল নির্বাচন কমিশন। পোস্টে কুণাল ঘোষ আরও জানান যে, “টুটুবাবু অসুস্থ। হুইল চেয়ার ছাড়া গতিবিধি অসম্ভব। এই অবস্থায় টুটু বসুকে এখন প্রমাণ দিতে হবে তিনি বাংলার নাগরিক। নির্বাচন কমিশন ও বিজেপি বাংলা, বাঙালী আর বঙ্গবাসীর উপর এই অত্যাচারের জবাব পাবে আসন্ন নির্বাচনে।”
Breaking:
বাংলার একাধিক বিশিষ্টকে SIR নিয়ে শুনানিতে তলবের পর এবার মোহনবাগান ও ফুটবলের অন্যতম প্রাণপুরুষ, প্রাক্তন সাংসদ, সফল বাঙালী উদ্যোগপতি টুটু বোসকে ( স্বপনসাধন) সপরিবার নোটিস দিয়ে ডাকল নির্বাচন কমিশন। টুটুবাবু অসুস্থ। হুইল চেয়ার ছাড়া গতিবিধি অসম্ভব। 19 জানুয়ারি তাঁদের…— Kunal Ghosh (@KunalGhoshAgain) January 13, 2026
আরও পড়ুনঃ বিকেল থেকে দক্ষিণবঙ্গে নতুন খেলা আবহাওয়ার, পড়বে ভয়ঙ্কর শীত! কতটা নামবে পারদ?
নোটিস পেলেন লক্ষ্মীরতন শুক্লাও!
এর আগে এসআইআর শুনানিতে তলব করা হয়েছে সাংসদ অভিনেতা দেব ওরফে দীপক অধিকারীকে। তাঁর পরিবারের আরও তিন সদস্যও নোটিস পেয়েছেন। এসআইআর শুনানিতে তলব করা হয় ভারতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামিকেও। এমনকি তালিকা থেকে বাদ যাননি আর এক তারকা ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা। বাংলা দলের হেডকোচ লক্ষ্মীরতন শুক্লা উত্তর হাওড়ার হিন্দি হাই স্কুলের ভোটার। কিন্তু ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর এবং তাঁর বাবা উমেশ শুক্লার নাম মেলেনি। সেই কারণেই এসআইআর শুনানিতে ডাকা হয়েছে বলে শোনা যাচ্ছে।
আরও পড়ুন: নরমাংস খাওয়ার লোভে কুপিয়ে খুন! গ্রেপ্তার কোচবিহারের দিনহাটার এক নরখাদক
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ায় পরিচয় ও তথ্য যাচাইকে গুরুত্ব দিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। সেই সূত্রেই বিশিষ্ট ব্যক্তি ও ক্রীড়াবিদদের ক্ষেত্রেও নোটিস পাঠানো হচ্ছে বলে কমিশন সূত্রে জানানো হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে টুটু বসুর নাম উঠে আসায় আবারও বিতর্ক। যদিও নির্বাচন কমিশন ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে যে, পড়াশোনা, চিকিৎসা বা পেশাগত কারণে রাজ্যের বাইরে থাকলে SIR শুনানিতে সশরীরে হাজিরা দিতে হবে না। পরিবর্তে ওই ভোটারের পরিবারের যে কোনও সদস্য নথি নিয়ে গেলেই হবে।