সহেলি মিত্র, কলকাতাঃ নিম্নচাপ অক্ষরেখা যেন বাংলার পিছুই ছাড়তে চাইছে না। যে কারণে ফের একবার ভারী বৃষ্টিতে ভিজতে চলেছে বাংলার জেলাগুলি। সপ্তাহ শেষে বৃষ্টির মাত্রা এক ধাক্কায় বেশ খানিকটা বাড়তে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, আজ শুক্রবার থেকেই বাংলায় দুর্যোগের মাত্রা বাড়বে। বঙ্গোপসাগরের নিম্নচাপ বাংলা থেকে সরে ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে। ধীর গতিতে এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। অভিমুখ ছত্তিশগড়। মৌসুমী অক্ষরেখা সক্রিয়। এটি শ্রী গঙ্গানগর, রোহতক, কানপুর, প্রয়াগরাজের পর ঝাড়খণ্ড, ছত্তিশগড় সংলগ্ন নিম্নচাপের উপর দিয়ে দিঘা হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। ফলে বৃষ্টি থাকবে বাংলায়।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তুমুল দুর্যোগের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী এদিন ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা জেলায়। এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আলোচনা করে নেওয়া যাক উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া সম্পর্কে। এদিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির ভ্রূকুটি রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। এছাড়া বাকি জেলা যেমন উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামীকালের আবহাওয়া
শনিবার অবধি বাংলাজুড়ে টানা দুর্যোগের পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। এদিন উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত (৭-১১ সেমি) হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কথা বললে, সপ্তাহান্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজতে পারে নদীয়া, উত্তর ও দক্ষিণ পরগণা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া জেলা। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে।