বিক্রম ব্যানার্জী, কলকাতা: ম্যাচ খেলতে খেলতেই আচমকা মাটিতে লুটিয়ে পড়লেন ভারতীয় ক্রিকেটার (Mizoram Cricketer Death)। পরে জানা গেল, মৃত্যু হয়েছে তাঁর। সূত্রের খবর, নিজ দলের হয়ে ম্যাচ খেলতে গিয়ে মৃত্যু হওয়া ক্রিকেটার আর কেউ নন বরং মিজোরাম তারকা কে লালরেমরুয়াতা। মৃত্যুকালে বয়স হয়েছিল, 38 বছর। এত কম বয়সে ভারতীয় ক্রিকেটারের মৃত্যুতে শোক পেয়েছে মিজোরাম ক্রিকেট।
কীভাবে মৃত্যু হল মিজো ক্রিকেটারের?
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার আইজলে স্থানীয় টুর্নামেন্টের ম্যাচ চলছিল। সেখানেই দলের হয়ে প্রতিনিধিত্ব করছিলেন মিজোরামের তারকা ক্রিকেটার লালরেমরুয়াতা। ম্যাচ চলাকালীন আচমকা মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ক্রিকেটারকে। শেষ রক্ষা করতে পারেননি চিকিৎসকরা। সূত্রের খবর, ম্যাচের মাঝেই হৃদরোগে আক্রান্ত হন মিজো ক্রিকেটার। আর তাতেই মৃত্যু হল তাঁর।
অবশ্যই পড়ুন: সৌরভ গাঙ্গুলির এক চালেই ঘুরল খেলা, ম্যাচ জিতল প্রিটোরিয়া ক্যাপিটালস
বলাই বাহুল্য, দীর্ঘদিন ধরে মিজোরাম ক্রিকেটের সাথে যুক্ত ছিলেন লালরেমরুয়াতা। তাঁর মৃত্যুতে ইতিমধ্যেই শোক প্রকাশ করেছে মিজোরাম ক্রিকেট অ্যাসোসিয়েশন। পছন্দের ক্রিকেটারের মৃত্যুতে শোকগ্রস্ত মিজোরামের ক্রিকেট ভক্তরাও। ইতিমধ্যেই তারকা ক্রিকেটারের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা।
অবশ্যই পড়ুন: বেসরকারি কর্মীদের ন্যূনতম পেনশন হতে পারে ৫০০০ টাকা! বড় সিদ্ধান্তের পথে EPFO
উল্লেখ্য, মিজোরামের প্রয়াত ক্রিকেটার জীবিত থাকাকালীন দুবার রাজ্য দলের হয়ে রঞ্জিত ট্রফিতে খেলেছিলেন। এছাড়াও অন্তত 7 বার অংশ নিয়েছেন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে। এর পাশাপাশি স্থানীয় ক্লাব পর্যায়ের ক্রিকেটেও পুরোপুরি যুক্ত ছিলেন তিনি। জীবনের শেষ দিনেও, খালিদ মেমোরিয়াল দ্বিতীয় ডিভিশনের স্ক্রীনিং টুর্নামেন্ট খেলছিলেন লালরেমরুয়াতা। বলাই বাহুল্য, মিজোরামের জনপ্রিয় দল ভেঙ্ঘনুআই রেডার্সের হয়ে খেলতে গিয়েই মৃত্যুবরণ করলেন তিনি।