ম্যাচ উইনারকে বসিয়ে দল নির্বাচন! কুলদীপ যাদবকে বাদ দেওয়ায় গম্ভীরকে ধুয়ে দিলেন অশ্বিন

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে জয়-পরাজয়ের মধ্যে দিয়ে মর্যাদা রক্ষার লড়াই লড়ছে ভারতীয় দল। তবে সিরিজের একেবারে শুরু থেকেই বাকি সব ঠিক থাকলেও এখনও পর্যন্ত একটি টেস্টেও জায়গা পাননি ভারতের তারকা স্পিনার কুলদীপ যাদব।

দেশের বহু কিংবদন্তি ক্রিকেটার মনে করেন, কুলদীপ একজন ম্যাচ উইনার। তাঁর দলে থাকা মানেই দলের হয়ে একটি হলেও উইকেট তুলবেন তিনি। তাই বারংবার ইংল্যান্ডের বিরুদ্ধে বিগত টেস্টগুলিতে কুলদীপকে মাঠে নামানোর আর্জি জানিয়েছিলেন অনেকেই।

কিন্তু তা সত্ত্বেও, কুলদীপ যাদবকে ইংলিশদের বিরুদ্ধে একাদশে রাখেনি ম্যানেজমেন্ট। এবার সেই ঘটনাকে সামনে রেখেই কার্যত টিম ইন্ডিয়া ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্তকে দুষলেন ভারতের বহু যুদ্ধজয়ের কারিগর রবিচন্দ্রন অশ্বিন! সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে ভারতীয় দল প্রসঙ্গে কথা বলতে গিয়েই কুলদীপের প্রতি ম্যানেজমেন্টের অবহেলা নিয়ে সমালোচনায় সরব হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।

মুখ খুললেন রবিচন্দ্রন অশ্বিন

কুলদীপকে ম্যাচ উইনার হিসেবে দেখা ভারতীয় তারকাদের মধ্যে একজন রবিচন্দ্রন অশ্বিন। এবার তিনিই নিজের ইউটিউব ভিডিওতে কার্যত গৌতম গম্ভীরের কৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন! টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার বলেন, দেখুন, আপনি 8 নম্বর ব্যাটসম্যানের কাছ থেকে অতিরিক্ত 20-30 রান আশা করতে পারেন, কিন্তু যদি সেই 8 নম্বর ক্রিকেটার 2 থেকে 3 উইকেট তুলে নেয়, তাহলে টেস্ট ম্যাচের গতিপথই বদলে যাবে।

অবশ্যই পড়ুন: ড্রোন থেকেই ছোঁড়া হল মিসাইল! ULPGM-V3 ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সফল DRDO

এরপরই, অশ্বিন বলেন, যদি নিতিশ কুমার রেড্ডি 6 নম্বরে খেলতে না পারেন, তাহলে সেই জায়গায় কুলদীপ যাদবকে খেলানো যেত। এটা খুব একটা কঠিন কাজ ছিল না। এদিন ফিট এবং ফর্মে থাকা সত্ত্বেও কুলদীপ যাদবের বাদ পড়াকে নির্বাচনের কমিটির খামতি বলেই উল্লেখ করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার! অশ্বিনের বক্তব্য, যদি আমাকে কেউ বলতো, যে কুলদীপ যাদব প্রথম চারটি টেস্ট ম্যাচে খেলবেন না, তাহলে আমি সত্যিই খুবই অবাক হতাম।

 

অশ্বিনের সংযোজন, ব্যাটিং-এর প্রতি আসক্তি থেকে অতিরিক্ত 20-30 রান খোঁজ করার দিন চলে গেছে। ইংল্যান্ডে আর সেসব সুবিধা নেই। সব মিলিয়ে, এদিন ফর্মে থাকা সত্ত্বেও কুলদীপ যাদবের বাদ পড়ার বিষয়টিকে একেবারেই ভাল চোখে দেখেননি অশ্বিন। তাঁর বক্তব্যের মধ্যে দিয়ে এ কথা কার্যত স্পষ্ট ছিল যে, কুলদীপ যাদবকে গত টেস্টগুলিতে জায়গা না দিয়ে ভুলই করেছে ম্যানেজমেন্ট!

Leave a Comment