ম্যাচ চলাকালীন রেফারিকে মারধর! তৃণমূল ঘনিষ্ঠর দাদাগিরির ভিডিও পোস্ট শুভেন্দুর

Beating referee by TMC chairman relative viral video

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফুটবলের ময়দানে রেফারির সাথে বাকবিতণ্ডার ঘটনা নতুন নয়। তবে এবার অভিযোগের আঙুল উঠল সরাসরি মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সৌমেন খানের ভাইপোর বিরুদ্ধে। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ফুটবল ময়দানের কোন্দলের ভিডিও আপলোড করে তৃণমূলের বিরুদ্ধে ফের সুর চড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দুর ফেসবুক পেজ থেকে পোস্ট হওয়া ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, তৃণমূল নেতা ঘনিষ্ঠ এক ব্যক্তি ম্যাচ রেফারিকে লাথি মারছেন। আর তাতেই ফের শুরু হয়েছে তৃণমূল বিজেপি তরজা!

ভাইরাল ভিডিও

বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট হওয়া ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, ম্যাচের মাঝেই রেফারির দিকে তেড়ে যাচ্ছেন সাদা গেঞ্জি ও কালো প্যান্ট পরিহিত এক ব্যক্তি।

ভিডিওটির ক্যাপশনে বিরোধী দলনেতা দাবি করেছেন, ম্যাচ রেফারির উপর যিনি চড়াও হয়েছেন তিনি আসলে মেদিনীপুর পৌরসভার তৃণমূলের চেয়ারম্যান সৌমেন খানের ভাইপো রাজা খান।

ভিডিওটিতে দেখা যায়, হঠাৎ ওই রেফারির উপর চোটপাট করতে থাকেন রাজা। এমন সময়ে আচমকা ওই রেফারির গায়ে সজোরে লাথি মারেন তিনি। ঘটনাস্থলে ছুটে আসেন ম্যাচের আয়োজক থেকে শুরু করে অন্যান্য সদস্যরা। তবে কোনও মতেই ওই তৃণমূল ঘনিষ্ঠকে আটকানো যাচ্ছিল না।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, বারবার ওই রেফারির দিকে তেড়ে যাচ্ছেন রাজা খান। এমন দৃশ্য সোশ্যাল মিডিয়ায় আপলোড করেই শুভেন্দু অধিকারী দাবি করেন, যার গায়ে হাত তোলা হচ্ছে ওই রেফারি আসলে খড়গপুর সাব ডিভিশন রেফারি অ্যাসোসিয়েশনের সম্মানীয় সদস্য। তাঁর নাম লক্ষণ মান্ডি।

জানা গিয়েছে, পেশায় তিনি একজন স্কুল শিক্ষক। আর তাঁর উপর এমন অমানবিক অত্যাচারের ঘটনাকে সামনে রেখে সরাসরি শাসক দলকে নিশানা করেছেন বঙ্গ বিজেপির অত্যন্ত পরিচিত মুখ শুভেন্দু অধিকারী।

ভিডিওটির ক্যাপশনে শুভেন্দু লিখেছেন, তৃণমূলের সংস্কৃতি হল রেফারিকে আক্রমণ শানানো। তা ভোটের ময়দানে রেফারির ভূমিকায় থাকা নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণই হোক কিংবা স্থানীয় ফুটবল প্রতিযোগিতায় এই পুঁচকে পাচঁকা তৃণমূলী রাজা খান হোক।

অবশ্যই পড়ুন: অতিরিক্ত ২৫% শুল্ক তুলে নিতে পারে আমেরিকা! পুতিনের সাথে বৈঠকের পরই পথে এলেন ট্রাম্প?

উল্লেখ্য, তপশিলি জাতিভুক্ত রেফারি লক্ষণ মান্ডির উপর হওয়া অত্যাচারের ভিডিও সামনে এনে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের কাছে শুভেন্দু অধিকারীর অনুরোধ, তিনি যেন তপশিলি জাতি ও উপজাতি এবং ভারতের ন্যায় সংহিতার উপযুক্ত ধারা অনুযায়ী ওই তৃণমূল ঘনিষ্ঠর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেন। বলা বাহুল্য, ভিডিওটির কমেন্ট বক্সে ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছেন নেট নাগরিকরা।

 

 

ফুটবল মাঠে ফুটবলের বদলে রেফারি কে লাথি !!!

পুলিশ প্রশাসনের প্রশ্রয়ে হৃষ্টপুষ্ট বলিষ্ঠ তৃণমূলী সমাজবিরোধী গুণ্ডাদের কীর্তি দেখুন। খেলার মাঠের বিতর্কে রেফারি কে সর্বসমক্ষে লাথি মারছে মেদিনীপুর পৌরসভার তৃণমূলের চেয়ারম্যান সৌমেন খানের ভাইপো রাজা খান।

যাকে মারছে তিনি হলেন শ্রী লক্ষণ মান্ডি, খড়্গপুর সাব ডিভিশন রেফারি এসোসিয়েশন এর সম্মানীয় সদস্য হওয়ার পাশাপাশি পেশায় স্কুল শিক্ষক। তিনি তফসিলি উপজাতি সম্প্রদায়ের সদস্য ও বটে।
আমি পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার কে অনুরোধ করবো তপশিলী জাতি ও উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইন, ১৯৮৯ ও ভারতীয় ন্যায় সংহিতার উপযুক্ত ধারা অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করতে, নচেৎ শ্রী লক্ষণ মান্ডি কে সুবিচার পাওয়াতে ওনাকে সব রকম সহায়তা করবো।

আসলে তৃণমূলের সংস্কৃতি হলো রেফারি কে কুরুচিকর আক্রমণ শানানো, তা ভোটের ময়দানের ক্ষেত্রে রেফারির ভূমিকায় থাকা জাতীয় নির্বাচন কমিশন কে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণই হোক অথবা স্থানীয় ফুটবল প্রতিযোগিতার ময়দানে এই পুঁচকে-পাঁচকা তৃণমূলী রাজা খান হোক।

Posted by Suvendu Adhikari on Friday, August 15, 2025

Leave a Comment