ম্যানচেস্টার টেস্টে জয় তুলতে ভারতীয় দলে ৩ বড় বদল! অভিষেক CSK তারকার

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের একই চিত্রের পুনরাবৃত্তি হল ম্যানেস্টারে। পুরনো ধারা অব্যাহত রাখলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমন গিল। চতুর্থ টেস্ট শুরুর আগেই টস হারলেন তিনি। সেই সূত্রেই, টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিল ইংল্যান্ড। তবে এসবের মাঝেই তৃতীয় টেস্টের ব্যর্থতাকে সামনে রেখে ভারতীয় দলে তিনটি বড় পরিবর্তন আনা হয়েছে।

ম্যানচেস্টার টেস্টে ভারতীয় দলে তিন বড় বদল

ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে ভারতীয় দলে এন্ট্রি হল সাই সুদর্শনের। এদিকে দীর্ঘ ব্যর্থতার পর অবশেষে একাদশ থেকে বেরিয়ে গেলেন করুণ নায়ার। একইভাবে, নিতিশ কুমার রেড্ডি ও অর্শদীপ সিংয়ের চোট নিয়ে বিগত দিনগুলিতে যথেষ্ট চিন্তিত ছিল বোর্ড। মূলত সে কারণেই ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় টেস্ট দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল চেন্নাই সুপার কিংসের তরুণ পেসার অংশুল কম্বোজকে।

জল্পনা ছিল আকাশদীপ বাদ পড়ায় হয়তো চতুর্থ টেস্টে খেলবেন তিনি। ম্যাচ শুরুর আগে সেটাই হল। ইংলিশদের বিরুদ্ধে চতুর্থ টেস্টে অভিষেক হচ্ছে অংশুলের। একইভাবে, নীতিশ কুমার রেড্ডির চোট থাকায় তাঁর বিকল্প হিসেবে ম্যানচেস্টার টেস্টে ভিড়লেন ভারতের তারকা অলরাউন্ডার শার্দুল ঠাকুর। ম্যানচেস্টার টেস্টে মূলত এই তিন পরিবর্তনই এনেছেন অধিনায়ক শুভমন।

অবশ্যই পড়ুন: ৮ ধাপ এগিয়ে আরও শক্তিশালী হল ভারতীয় পাসপোর্ট, ভিসা ছাড়াই যাওয়া যাবে ৫৯ দেশে

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের চতুর্থ টেস্টের একাদশ

যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ( সহ অধিনায়ক ও উইকেট রক্ষক), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, অংশুল কম্বোজ, জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ।

Leave a Comment