সহেলি মিত্র, কলকাতাঃ রবিবাসরীয় দুপুরে আপনারও কি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে? কলকাতার বাসিন্দা? তাহলে আপনার জন্য রইল আজকের এই প্রতিবেদনটি। আজ ২১ ডিসেম্বর শহরে আয়োজিত হতে চলেছে কলকাতা ম্যারাথনের (Kolkata Marathon)। আর এই ম্যারাথনে বহু মানুষের সমাগমের আশা করা হচ্ছে। এদিকে এই ম্যারাথনের কারণে শহরে বহু রাস্তা বন্ধ রাখা হবে। ফলে বাড়ি থেকে বেরনোর আগে কোনওরকম বিপত্তি এড়াতে জেনে নিন বিশদে।
ম্যারাথনের জন্য বন্ধ কলকাতার বহু রাস্তা
জানা গিয়েছে, টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা ২০২৫ ম্যারাথন, একটি ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স গোল্ড লেবেল রোড রেসের আয়োজন হবে। এটি ইন্দিরা গান্ধী রোড থেকে শুরু হবে বলে খবর। ম্যারাথনকে ঘিরে সেজে উঠেছে কলকাতা শহর। ভারত এবং বিশ্বের বিভিন্ন স্থান থেকে অভিজাত দৌড়বিদরা এই ইভেন্টে অংশ নেবেন। এই ইভেন্টে শীর্ষস্থানীয় ক্রীড়াবিদরা অংশগ্রহণ করবেন, যার মধ্যে রয়েছে উগান্ডার দুইবারের অলিম্পিক চ্যাম্পিয়ন এবং তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন জোশুয়া চেপ্টেগেই এবং তানজানিয়ার আলফন্স ফেলিক্স সিম্বু, যিনি এই বছরের শুরুতে টোকিওতে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ের পর বর্তমান বিশ্ব ম্যারাথন চ্যাম্পিয়ন।
Traffic Notification in connection with the TATA Steel Kolkata Marathon on 21.12.2025 pic.twitter.com/BpIdYAmLVJ
— Kolkata Traffic Police (@KPTrafficDept) December 19, 2025
এদিকে ম্যারাথনের জন্য ভোর ৪টে থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু, খিদিরপুর রোড, এজেসি বোস রোড এবং জেএল নেহেরু রোডে মালবাহী যান চলাচল নিষিদ্ধ থাকবে। সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনিন সরণি, এজেসি বোস রোড, পার্ক স্ট্রিট, বালিগঞ্জ সার্কুলার রোড এবং রাসবিহারী অ্যাভিনিউ-সহ একাধিক রুটে ট্রাম পরিষেবা বন্ধ থাকবে। রেড রোড, মেয়ো রোড, খিদিরপুর রোড, হসপিটাল রোড, ডাফরিন রোড ও আউটরাম রোড, ক্যাসুরিনা অ্যাভিনিউ ও কুইন্স ওয়ে এজেসি বোস রোড এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং পর্যন্ত পুরো বন্ধ রয়েছে ২০ ডিসেম্বর থেকে
নিয়ন্ত্রিত বা ডাইভার্ট রাস্তা
গড়িয়াহাট ফ্লাইওভারের পূর্ব দিক দিয়ে উত্তরমুখী যান, নিচের রাস্তা দিয়ে দক্ষিণমুখী যান চলবে, বালিগঞ্জ সার্কুলার রোডে পূর্বমুখী গাড়ি রিচি রোড দিয়ে ঘোরানো হবে, শরৎ বোস রোডে দক্ষিণমুখী গাড়ি দেশপ্রিয় পার্ক–গড়িয়াহাট ক্রসিং হয়ে গোলপার্কের দিকে ঘোরানো হতে পারে, এসপি মুখার্জি রোডে দক্ষিণমুখী গাড়ি হাজরা মোড় বা রাসবিহারী ক্রসিং থেকে ডাইভার্ট করা হবে
আরও পড়ুনঃ ছেলেদের ১ লক্ষ ও মেয়েদের ১.৫ লাখ দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের এই স্কিম, নাম লেখালেন?
বহু বাসের রুট পরিবর্তন
ম্যারাথনের জন্য বেশ কিছু বাসের রুট অবধি বদল করা হয়েছে। যেমন বেহালা রুটের বাস টালিগঞ্জ সার্কুলার রোড ব্যবহার করবে, হাওড়াগামী বাস এজেসি বোস রোড এড়িয়ে এসএন ব্যানার্জি রোড বা পার্ক সার্কাস সেভেন পয়েন্ট হয়ে যেতে পারে, হাজরা, এসপ্ল্যানেড ও হাওড়াগামী বাস প্রিন্স আনোয়ার শাহ রোড ও ডিপিএস রোড ক্রসিং দিয়ে ঘুরবে। বিকল্প রুটের কথা বললে, গড়িয়াহাট ক্রসিংয়ের জন্য সুইনহো স্ট্রিট বা বন্ডেল রোড ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। যেহেতু ম্যারাথনের কারণে গড়িয়াহাট রোডের পশ্চিম দিক ব্যবহৃত হবে, যাতায়াতের জন্য ব্যবহার করতে হবে পূর্ব দিকের রাস্তা
আরও পড়ুনঃ ৮:৩০ ঘণ্টা লেট, দেরিতে এলেও পুরুলিয়া-হাওড়া ট্রেনের চালককে গোলাপ দিয়ে অভ্যর্থনা
কারা অংশগ্রহণ করবেন?
মহিলাদের দৌড়ে, বর্তমান চ্যাম্পিয়ন সুতুমে আসেফা কেবেদে অংশ নেবেন। এর পাশাপাশি পুরুষ ও মহিলাদের দৌড়ে যথাক্রমে একাধিক জাতীয় রেকর্ডধারী গুলবীর সিং এবং বর্তমান চ্যাম্পিয়ন সঞ্জীবনী যাদবের নেতৃত্বে ভারতীয় ক্রীড়াবিদরা। পুরুষদের ক্ষেত্রে আছেন ২৫ কিলোমিটার কলকাতা ২০২২ চ্যাম্পিয়ন অভিষেক পাল, যিনি সম্প্রতি টিসিএস ওয়ার্ল্ড ১০ কিলোমিটার বেঙ্গালুরু ২০২৫- এ স্বর্ণপদক জিতেছেন । মহিলাদের দৌড়ে, সঞ্জীবনী ২০২৫ সালের দিল্লি হাফ ম্যারাথনের বিজয়ী এবং দক্ষিণ এশিয়ান চ্যাম্পিয়নশিপের রৌপ্যপদক বিজয়ী সীমা এবং ২০২৫ সালের মুম্বাই ম্যারাথন চ্যাম্পিয়ন ঠাকুর নির্মাবেন ভারতজির মুখোমুখি হবেন।