বিক্রম ব্যানার্জী, কলকাতা: ডোনাল্ড ট্রাম্পের শুল্ক সংক্রান্ত গাজোয়ারি আর বেশি দিন চলবে না! গোটা বিশ্ব যখন এমন সুরেই মার্কিন প্রেসিডেন্টকে ধুয়ে দিচ্ছেন, ঠিক সেই আবহে যাদের উপর অন্যায় হচ্ছে সেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চুপ কেন? বিগত দিনগুলিতে এমন প্রশ্ন উঠেছে বহুবার। এবার সেই সব জল্পনাকে উড়িয়ে ট্রাম্পকে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী। তবে নাম না করে!
নাম না করে ট্রাম্পের উদ্দেশ্যে বড় বার্তা নরেন্দ্র মোদির
ডোনাল্ড ট্রাম্পের 50 শতাংশ শুল্কের সিদ্ধান্ত আগামীকাল অর্থাৎ বুধবার থেকেই ভারতীয় পণ্যের উপর কার্যকর হয়ে যাবে। আর তার ঠিক দু’দিন আগে অর্থাৎ সোমবার রাতে গুজরাতের আহমেদাবাদ শহরে রোড শো করেন প্রধানমন্ত্রী মোদি। এর আগে সরকারি অনুষ্ঠানে অংশ নিয়ে 5 হাজার 700 কোটি টাকার প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন তিনি।
জানা গিয়েছে, সোমবার এই দুই জায়গাতেই ভাষণ দেওয়ার সময় নাম না করে আমেরিকার শুল্কনীতির সমালোচনা করার পাশাপাশি দেশবাসীর উদ্দেশ্যে ভরসা যুগিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত। তাঁর বক্তব্য, যতই চাপ আসুক ভারত নতিস্বীকার করবে না!
দেশবাসীর উদ্দেশ্যে দেশের চৌকিদারের আশ্বাস, আপনারা আমার উপর ভরসা রাখুন। এই সমস্যা মোকাবিলা করেই আমরা এগিয়ে যাব। শুধু তাই নয় এদিন, দেশের বণিক এবং ছোট বড় ব্যবসায়ীদের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমার দেশের কৃষক ভাই, ছোট ও মাঝারি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য সব রকম চেষ্টা করবে সরকার!
অবশ্যই পড়ুন: প্রত্যাবর্তনেই কামাল! কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাঈ চানু
উল্লেখ্য, ভারতের উপর চড়া শুল্ক চাপানোর কারণে নানা মহলে সমালোচিত হচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দূত রোনাম বাবুশকিন দিল্লি সফরে এসে আমেরিকার শুল্ক নীতির ব্যাপক সমালোচনা করে ঘোষণা দেন, আমেরিকা যদি শেষ পর্যন্ত ভারতীয় পণ্য না কেন, তবে রাশিয়া বন্ধুর জন্য নিজের বাজার খুলে দেবে।