যত্রতত্র আবর্জনা ফেললেই ১ লক্ষ টাকা জরিমানা, নিয়ম পুরুলিয়া শহরে

Purulia
Purulia

কৃশানু ঘোষ, কলকাতাঃ শহর পরিষ্কার রাখার দায়িত্ব শুধু প্রশাসনের নয়, নাগরিকদেরও। কিন্তু, সচেতনতার অভাবে প্রতিদিনই নোংরা-আবর্জনায় ভরে উঠছে রাজ্যের বিভিন্ন শহরের রাস্তা। তাই এবার কঠোর পদক্ষেপ নিল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। এবার থেকে যত্রতত্র আবর্জনা ফেলতে গিয়ে ধরা পড়লে গুনতে হতে পারে হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা।

নয়া উদ্যোগে পড়ল হোর্ডিং!

রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি এমনই উদ্যোগ নেওয়া হয়েছে পুরুলিয়া (Purulia) শহরে। শুধু উদ্যোগ নেওয়া হয়েছে এমনটা নয়, এই বার্তা নাগরিকদের কাছে পৌঁছে দিতে শহর সারা পুরুলিয়া শহর জুড়ে ইতিমধ্যেই অন্তত ২৫টি জায়গায় হোর্ডিং লাগিয়েছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। তাতে লেখা, ‘‘এখানে আবর্জনা ফেলবেন না। অন্যথা ১ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হতে পারে।’’

পুরুলিয়া পুরসভা থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, প্রতিটি ওয়ার্ডেই প্রতিটি পরিবার পিছু দেওয়া হয়েছে ডাস্টবিন। প্রতিদিন নির্দিষ্ট সময়ে পুরসভার গাড়ি প্রতিটি ওয়ার্ডে গিয়ে গিয়ে সংগ্রহ করছে আবর্জনা। কিন্তু অবস্থা সেই একই! রাস্তার ধারে, বাজার এলাকায় কিংবা খোলা জায়গায় অবাধে বেড়ে উঠছে আবর্জনার স্তূপ। নিয়মিত প্রচার সত্ত্বেও নাগরিকদের মধ্যে পরিবর্তন না আশায় এ বার কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য প্রশাসন।

আরও পড়ুনঃ রেলের পরীক্ষা ফেলে গিয়েছিলেন ইস্টবেঙ্গলের অনুশীলনে! আজ শোভনের স্মৃতি শুধুই ব্যর্থতা

কী বললেন চেয়ারম্যান ইন কাউন্সিল?

পুরুলিয়া পুরসভার উন্নয়নের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ইন কাউন্সিল প্রদীপ দাগা এই বিষয়ে জানিয়েছেন, ‘‘পুরসভার তরফে একাধিক পদক্ষেপ নেওয়ার পরেও শহরের অনেকেই এখনও সচেতন হননি। সাধারণ নাগরিকদের পাশাপাশি ফল, সব্জি ব্যবসায়ীরাও যত্রতত্র আবর্জনা ফেলেন। এই ধরনের জরিমানা ধার্য করা হলে মানুষ ভয় পাবে এবং নিয়ম মানবে। আমরা চাই কাউকে জরিমানা করতে না হোক, মানুষ নিজেরাই সচেতন হোক।“

Leave a Comment