যশোর রোডে পিষে দিল গাড়ি, পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন বনগাঁ থানার ASI

Bongaon ASI

সৌভিক মুখার্জী, বনগাঁ: মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার এএসআই (Bongaon ASI) বিশ্বজিৎ চক্রবর্তী। আজ ভোরবেলা স্কুটি চালিয়ে তিনি বাড়ি ফিরছিলেন। আর সে সময় অপর দিক থেকে আসা দ্রুতগতির এক পণ্যবাহী গাড়ি তাঁর স্কুটিতে সজোরে ধাক্কা মারে। এতেই তিনি রাস্তায় লুটিয়ে পড়ে প্রাণ হারান।

কীভাবে ঘটল এই ঘটনা?

স্থানীয় রিপোর্ট অনুযায়ী খবর, চাঁদপাড়া এলাকায় তাঁর পৈত্রিক বাড়ি। তিনি কর্মসূত্রে সপরিবারে বনগাঁতে থাকেন। গতকাল তিনি চাঁদপাড়ার বাড়িতে গিয়েছিলেন। আজ রবিবার ভোরবেলা স্কুটি চালিয়ে আবারও বনগাঁর বাড়িতে ফিরছিলেন ওই এএসআই। চাঁদপাড়া থেকে বনগাঁ যাওয়ার যশোর রোডের উপর দিয়েই তিনি স্কুটি চালিয়ে যাচ্ছিলেন। তবে আচমকাই বনগাঁ কালুপুর এলাকায় এক দ্রুতগতির পিকআপ ভ্যান থেকে সজোরে ধাক্কা মারে। আর এতেই তিনি রাস্তায় ছিটকে পড়েন। এমনকি স্কুটির সামনের দিকটা সম্পূর্ণ ভেঙে যায়।

আরও পড়ুনঃ এবার উত্তরপ্রদেশ! ৭০ জন যাত্রীবাহী দোতলা বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছারখার সব

দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই স্থানীয় লোকজন ও বনগাঁ থানার পুলিশ আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। তারপর বিশ্বজিৎ চক্রবর্তীকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এমনকি খবর পেয়ে বনগাঁ পুলিশ জেলা কমিটি তৎক্ষণাৎ হাসপাতালে পৌঁছয়। পাশাপাশি পরিবারের সদস্যদেরও খবর পাঠানো হয়। ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি ঘাতক গাড়িটিকে খোঁজার জন্য পুলিশ তল্লাশি চালানো শুরু করেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় পুলিশ প্রশাসনও শোকস্তব্ধ। জানা যাচ্ছে, ওই এএসআই এর আজ ডিউটি ছিল। সেজন্যই ভোর হতে না হতেই তিনি বেরিয়ে পড়েছিলে। তবে রাস্তায় এরকম মর্মান্তিক পরিণতি হবে কেই বা জানতো!

Leave a Comment