বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রতিদিন ভারতীয় রেলের উপর নির্ভর করে এক স্থান থেকে নিজের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেন দেশের কয়েক কোটি মানুষ। আসলে অল্প খরচে ভ্রমণের ক্ষেত্রে ট্রেনের থেকে আর ভাল বিকল্প কিছু হতে পারে না। তবে যাত্রীদের মধ্যে অনেকেই রয়েছেন যারা দূরপাল্লার ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে RAC টিকিট (RAC Ticket Indian Railways) পেয়ে থাকেন। এই টিকিট পাওয়া মানে একজন যাত্রী ট্রেনে ভ্রমণ করতে পারবেন তবে যে বার্থ তাঁর জন্য বরাদ্দ হবে সেটা তিনি একা ব্যবহার করতে পারবেন না। অনেকেরই প্রশ্ন থাকে, ট্রেনে যাত্রার মাঝপথেই কি RAC টিকিট কনফার্ম করে নেওয়া যায়? অর্থাৎ যাত্রা শুরু হওয়ার পরই টিকিট নিশ্চিত করা যায় নাকি গোটা যাত্রাপথে অর্ধেক আসনের উপর বসেই কাটাতে হবে?
যাত্রার মাঝপথেই কি RAC টিকিট কনফার্ম করা যায়? কী বলছে নিয়ম?
ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, দূরপাল্লা বা এক্সপ্রেস ট্রেনে ভ্রমণের জন্য আগে থেকে সংরক্ষিত কামরার টিকিট বুক করতে হয়। টিকিট কনফার্ম হলে রেলের তরফে যাত্রীকে নির্দিষ্ট একটি কামড়ায় নির্দিষ্ট আসন দেওয়া হয়ে থাকে। তবে সব সময় যে টিকিট কনফার্ম হবে তেমনটা নয়। আসন নিশ্চিত না হলে অনেক সময় যাত্রীদের নাম ওয়েটিং লিস্টে থেকে যায়। কেউ কেউ এর বদলে RAC টিকিট পেয়ে থাকেন। তবে এই RAC টিকিট যাত্রীদের নির্দিষ্ট আসন বরাদ্দ করে না। তবে এটি থাকলে একজন যাত্রী ট্রেনের যেকোনও কামড়ায় উঠতে পারবেন।
এক্ষেত্রে বলে রাখি, RAC টিকিটে একজন যাত্রী তাঁর পছন্দমতো বার্থ নিতে পারবেন না। এক্ষেত্রে এই টিকিটের একটি বার্থ দুজন যাত্রী ভাগাভাগি করে নেন। এর জন্য যাত্রার মাঝেই ট্রেন টিকিট পরীক্ষক বা TTE ঠিক করে দেন যাত্রী কোন বার্থ বা আসনে বসতে পারবেন। বলে রাখি, যাদের RAC নম্বর যত কম হবে তাদের পূর্ণ বার্থ পাওয়ার সম্ভাবনা তত বেশি। অর্থাৎ RAC টিকিটে ও আপনি গোটা একটা বার্থ ব্যবহার করতে পারেন। এবার আসা যাক আসল প্রসঙ্গে।
ধরা যাক, আপনি হাওড়া থেকে দিল্লি যাওয়ার জন্য একটি এক্সপ্রেস ট্রেনে উঠেছেন। আপনার কাছে RAC টিকিট রয়েছে। কিন্তু চার্ট তৈরি হওয়ার সময় সেটি RAC 2 তে নেমে এসেছে। এক্ষেত্রে আপনি ট্রেনে ওই টিকিট নিয়ে ভ্রমণ করতে পারবেন। ট্রেন চলাকালীন মাঝপথে TTE এসে প্রথমে ওই টিকিটটি পরীক্ষা করবেন। এরপর তিনি যাচাই করে দেখবেন ওই কামরায় কোনও যাত্রী তার সফর বাতিল করেছেন কিনা কিংবা নির্দিষ্ট স্টেশন থেকে উঠতে ভুলে গিয়েছেন কিনা। যদি তেমনটা হয় সে ক্ষেত্রে, ফাঁকা পড়ে থাকা বার্থ বা আসনটি আপনাকে দিয়ে দেওয়া হবে। তবে যদি আপনার RAC নম্বর বেশি থাকে সেক্ষেত্রে ওই আসন অন্য এক যাত্রীর সাথে ভাগ করে নিতে হবে আপনাকে।
অবশ্যই পড়ুন: SIR চলাকালীন BLO-দের হুমকি বরদাস্ত নয়! কড়া বার্তা সুপ্রিম কোর্টের
এ প্রসঙ্গে বলে রাখি, ওয়েটিং লিস্টের থেকে RAC টিকিট অনেক সুবিধাজনক। যাত্রার মাঝপথে যদি কোনও যাত্রী তার নির্দিষ্ট সফর বাতিল করে দেন কিংবা ট্রেনে উঠতে ভুলে যান সে ক্ষেত্রে যাত্রা পথেই RAC টিকিটধারীর RAC টিকিটটি কনফার্ম হয়ে যাবে। এক্ষেত্রে ভারতীয় রেলের নিয়ম বলছে, যার RAC নম্বর যত কম তাঁর পূর্ণ বার্থ পাওয়ার সম্ভাবনা তত বেশি। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, ট্রেন ছাড়ার পর যদি দুটি নিশ্চিত আসন খালি থাকে সেক্ষেত্রে TTE প্রথমে RAC 1 যাত্রীকে একটি আসন দেবেন। এরপর RAC 2 যাত্রী অন্য বার্থটি পাবেন। সেক্ষেত্রে মাঝ রাস্তাতেই RAC টিকিটটি কনফার্ম টিকিটে রূপান্তরিত হয়ে যাবে এবং এর জন্য অন্য কারও সাথে আসন ভাগাভাগি করতে হবে না।