যাত্রী সুবিধার্থে কবি সুভাষ থেকে ক্ষুদিরাম পর্যন্ত শাটল! শুরু হচ্ছে পরিষেবা, ভাড়া কত?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: একাধিক পিলারে ফাটল, বসে গিয়েছে স্টেশনের বিভিন্ন অংশ। তাই যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে আপাতত 9 মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে নিউ গড়িয়া অর্থাৎ কবি সুভাষ মেট্রো স্টেশন।

কাজেই নিউ গড়িয়া স্টেশন বন্ধ হয়ে যাওয়ায়, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ মেট্রো রুটের বর্তমান অন্তিম স্টেশন শহিদ ক্ষুদিরাম বা ব্রিজি স্টেশন। মূলত সেই কারণেই ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে নিত্য যাত্রীদের। একে কার্যত আকাশ ভেঙে চলছে বর্ষণ, তার ওপর রাস্তার বেহাল দশা। আর এসব মাথায় রেখেই নিউ গড়িয়া মেট্রো স্টেশনের যাত্রীদের মেট্রো ধরতে যথেষ্ট ভোগান্তিকে সঙ্গী করেই ব্রিজি স্টেশনে পৌঁছতে হচ্ছে।

ফলত, যাত্রীদের সমস্যার কথা মাথায় রেখেই এবার বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ABP আনন্দের রিপোর্ট অনুযায়ী, যানবাহনের অভাবে নাকাল যাত্রীদের জন্য এবার শাটল পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহন নিগম। আসলে যাত্রীরা যাতে নির্ঝঞ্ঝাটে নিউ গড়িয়া থেকে শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন পর্যন্ত পৌঁছতে পারেন তার জন্যই এই নয়া উদ্যোগ রাজ্যের।

এক নজরে কবি সুভাষ থেকে ক্ষুদিরাম শাটল পরিষেবার সময়

নিউ গড়িয়া স্টেশনের নিত্য যাত্রীরা সম্প্রতি অভিযোগ করছিলেন, রাস্তায় পর্যাপ্ত যানবাহনের অভাব থাকায় সময় মতো শহিদ ক্ষুদিরাম স্টেশনে পৌঁছতে পারছিলেন না তারা। তাছাড়াও স্থানীয় অটোচালকরা নির্দিষ্ট যাত্রী না হলে অটো ছাড়বেন না বলেই সাফ জানিয়ে দিচ্ছিলেন।

যার জেরে কবি সুভাষ থেকে ব্রিজি মেট্রো স্টেশন পর্যন্ত পৌঁছনোটা নিত্য যাত্রীদের জন্য কার্যত অসাধ্য হয়ে পড়েছিল। আর ঠিক সেই সময়ে সমস্যা সমাধানে ঢাল হয়ে দাঁড়ালো রাজ্যের পরিবহন নিগম। আপাতত যা খবর, প্রতিদিন সকাল 8টা থেকে বেলা 11টা এবং বিকেলে 5টা থেকে রাত 8টা পর্যন্ত শাটল পরিষেবা চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।

অবশ্যই পড়ুন: আনলিমিটেড কলিং, দৈনিক 2GB ডেটা সহ SMS মাত্র 1 টাকায়, আজাদি প্ল্যান লঞ্চ করল BSNL

ভাড়া কত?

নিউ গড়িয়া স্টেশনের নিত্য যাত্রীরা বিগত দিনগুলিতে অভিযোগ করে এসেছেন, কবি সুভাষ স্টেশন বন্ধ হয়ে যাওয়ায় তাঁদের মেট্রো ধরতে যথেষ্ট সমস্যা হচ্ছে। আর সেই অসহায়ত্বের সুযোগ নিয়ে স্থানীয় অটোচালকরা ইচ্ছেমতো ভাড়া বাড়িয়ে নিয়েছেন।

যার জেরে পকেটের কথা চিন্তা করলেও অতিরিক্ত দাম দিয়েই ক্ষুদিরাম স্টেশনে পৌঁছতে হচ্ছিল। তবে রাজ্য পরিবহন নিগমের সিদ্ধান্তে এবার থেকে স্বল্প মূল্যে কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া থেকে ব্রিজি অর্থাৎ শহিদ ক্ষুদিরাম স্টেশনে পৌঁছতে পারবেন যাত্রীরা। বলা বাহুল্য, যাত্রী প্রতি শাটলের ভাড়া বাবদ মাত্র 10 টাকা ধার্য করা হয়েছে।

Leave a Comment