যাত্রী সুবিধার্থে মেট্রোর লাইনে বড় পরিবর্তন! আজ থেকেই চালু বিশেষ বাস পরিষেবা

Kolkata Metro

প্রীতি পোদ্দার, কলকাতা: কবি সুভাষ মেট্রো স্টেশনের পিলারে দেখা দিয়েছে ফাটল । তাই সমস্যার সমাধান না হওয়ার পর্যন্ত বন্ধ থাকবে কবি সুভাষ মেট্রো স্টেশন । পরিবর্তে ব্লু লাইনে শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে চলবে মেট্রো। এমতাবস্থায় শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকেই মেট্রো ঘোরানোর তোড়জোড় শুরু করা হল, শুধু তাই নয়, যাত্রীদের সুবিধার্থে বঙ্গে চালু করা হল শাটল বাস পরিষেবা।

মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে কবি সুভাষ স্টেশনে মোট ২১টি পিলার রয়েছে। যার মধ্যে ৪টিতে সম্প্রতি ফাটল ধরা পড়েছে। এছাড়াও আরও কয়েকটি পিলারে হালকা চিড় রয়েছে। শুধু তাই নয়, স্টেশনের প্ল্যাটফর্ম, ড্রেনেজ ব্যবস্থা, ছাদ ও দেওয়ালের অবস্থাও আশঙ্কাজনক। তাই এবার গোটা মেট্রো স্টেশন সম্পূর্ণ ভেঙে নতুন করে তৈরি করা হবে বলে জানা গিয়েছে। সেই কারণে ইতিমধ্যেই ই-টেন্ডার ডাকা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে পুরো কাজ শেষ করে নতুন করে এই মেট্রো স্টেশন চালু করতে এখনও এক বছর ছাড়িয়ে যেতে পারে।

শহিদ ক্ষুদিরাম থেকে মেট্রো ঘোরানোর পরিকল্পনা

হিন্দুস্থান বাংলার রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই মেট্রোগুলি কবি সুভাষ পর্যন্ত না গিয়ে শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকেই মেট্রো ঘোরানোর তোড়জোড় শুরু করেছে। শেষ আপডেট অনুযায়ী শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে বেরিয়ে ৯০ মিটার দূরে মেট্রো ঘোরানোর বন্দোবস্ত করা হচ্ছে। এদিকে, মেট্রো যাতে ঘোরানো যায়, সেজন্য সিগন্যাল এবং পয়েন্ট তৈরি করা হতে চলেছে। সেইসঙ্গে কবি সুভাষ স্টেশন থেকে অস্থায়ীভাবে মেট্রো রেকের কারশেড সরিয়ে নিয়ে আসা হতে চলেছে টালিগঞ্জ স্টেশনে। এছাড়াও মেট্রোর এই একাধিক কাজের মাঝেই সংকটে পড়েছেন যাত্রীরা। তাই এমন পরিস্থিতিতে যাত্রীদের সুবিধার জন্য চালু করা হচ্ছে বিকল্প পরিষেবা।

কবে থেকে শুরু শাটল বাস পরিষেবা?

রাজ্য পরিবহণ দফতরের তরফে জানানো হয়েছে, মেট্রো সংস্কারের কাজ শেষ না হওয়া পর্যন্ত এখন থেকে প্রতিদিন সকাল ও সন্ধ্যা শাটল বাস চলবে। জানা গিয়েছে, দু’টি নির্দিষ্ট সময়ে মিলবে এই পরিষেবা। সকাল ৮টা থেকে ১১টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এই বাস চালানো হবে। প্রতিটি বাসে যাত্রী সংখ্যা নির্ধারণ করা হয়েছে ৩২ জন। এবং যাত্রীদের ভাড়া ধার্য করা হয়েছে ১০ টাকা। আসলে নিত্যযাত্রীদের কথা ভেবেই এই বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। এই পরিষেবার মাধ্যমে কবি সুভাষ স্টেশন থেকে যাত্রীরা সরাসরি পৌঁছে যেতে পারবেন শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে তারপর সেখান থেকে মেট্রো ধরতে পারবেন তাঁরা।

আরও পড়ুন: হঠাৎ লাখ টাকা খরচ করে ৮ জোড়া ট্রেন ভাড়া করলেন ইউনূস! কী হচ্ছে বাংলাদেশে?

উল্লেখ্য, কবি সুভাষে পরিষেবা বন্ধ হওয়ার পর শহীদ ক্ষুদিরাম স্টেশনে যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এখন প্রতিদিন প্রায় ২০,০০০ যাত্রী এখানে আসছেন, যা আগের তুলনায় দ্বিগুণ। এই প্রসঙ্গে মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি. উদয় কুমার রেড্ডি জানিয়েছেন, কবি সুভাষ স্টেশনে ফাটলের জেরে বিপরীত ট্রেনের চলাচল অনিরাপদ হয়ে পড়েছে। সেই কারণে শহীদ ক্ষুদিরামে ট্র্যাক পরিবর্তনের জন্য ‘রিভার্সাল পয়েন্ট’ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে এর জন্য নতুন অবকাঠামো ও সিগন্যালিং ব্যবস্থার উন্নয়ন জরুরি, এবং আপাতত এই প্রকল্পের নির্দিষ্ট সময়সীমা নির্ধারিত হয়নি।

Leave a Comment